ভারত-বাংলাদেশ সংস্কৃতির বন্ধন চিরকাল অব্যহত থাকবে: এস এম আবুল কালাম

ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও সূধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে কুয়েত বাংলাদেশ দূতবাসের সাবেক রাষ্ট্রদূত ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেকসহ সভাপতি এস এম আবুল কালাম বলেন, ভারত বাংলাদেশের সংস্কৃতি প্রাচীন কাল থেকে বহমান আছে। দেশ ভাগের ফলে ভূখন্ড ভাগ হয়েছে কিন্তু সংস্কৃতি ভাগ হয়নি। রবিন্দ্র, নজরুল, লালনসহ অনেক সংস্কৃতি এখনো চর্চা হচ্ছে দুই বাংলায়। বাংলাদেশে শেখ হাসিনা সরকার আছে বলে সংস্কৃতির মিল বন্ধন এখনো প্রবাহমান আছে। এ বন্ধন চিরকাল অব্যাহত থাকবে। সংস্কৃতির উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয়ভারে সহযোগীতা করে যাচ্ছে। বুধবার ২৮ ডিসেম্বর বিকাল ৭টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এই অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান আলোচক চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সাবেক আহবায়ক মহিউদ্দিন বাচ্চু বলেন, ভারত বাংলাদেশের সংস্কৃতি হাজারো বছরের পুরানো ধারা। এর ধারাবাহিকতায় ১৯৭১ সালে ভারত আমাদের মহান মুক্তিযুদ্ধে শুধু সহযোগিতা
করেননি সাথে থেকে যুদ্ধও করেছে। বাংলাদেশ বেতার আঞ্চলিক পরিচালক মো. মোস্তফা সরোয়ার বিশেষ অতিথির বক্তব্যে বলেন দুই বাংলার সংস্কৃতিক বিকাশে এ সংগঠন ভুমিকা পালন করে আসছে। পাশাপাশি মেধাবী প্রতিভাবানদের যথযথ মূল্যায়নের একটি স্থান তৈরী হচ্ছে। বাংলাদেশ টেলিভিশন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আখতার বলেন, বাংলাদেশী সাংস্কৃতি আর ভারতীয় বাংলা সংস্কৃতির মধ্যে মিল রয়েছে। সাহিত সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে সমান তালে
এগিয়ে যাচ্ছে।
ভারত বাংলা সংস্কৃতি মৈতী পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি লালন সংগীত শিল্পী লুপর্ণা মুৎসুদ্দি লোপার সভাপতিত্বে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে বুধবার সন্ধ্যা ৭টয় ভারত বাংলা সাংস্কৃতি মৈত্রী পরিষদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপন্থিত ছিলেন কুয়েত বাংলাদেশ দূতাবাসের সাবেক রাষ্ট্রদূত এস এমম আবুল কালাম। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দীন বাচ্চু, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বেতার আঞ্চলিক পরিচালক মো, মোস্তফা সরওয়ার, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জিএম মাহফুজা আখতার, ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদের সভাপতি রাধা রাণী দত্ত, ব্যবসায়ী নেতা লায়ন আজিজুল হক নসু; ভারত বাংলাদেশ কেন্দ্রীয় সভাপতি মো. ইসমাঈল হোসেন রকি, প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক নাছির আহম্মদ খান, অর্থ সম্বপাদক সমুর কুমার দে, মিলন আচার্য্য।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শেখ ফয়সাল করিম মাইজভান্ডারী। উপস্থিত ছিলেন উপদেষ্টার মধ্যে মো. কায়েস উদ্দিন, সরোয়ার জাহান সাগর, এড. সমর কান্তি সরকার, মো. আরিফ মোল্লা, সমো. বায়েজিদ আলম, মো. শামসুল আলমসহ বিভিন্ন জেলার কমিটির নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শ্রাবন্তী শুক্লা, শিলা তনু, মেহেদী হাসান, সোমা রায়, সিগ্ধা দাশ পুজা, রুবেল চৌধুরী, অনামিকা, শেখ লায়লা নাজনীন ঐশী, এস এম জুবায়ের কাউয়াল, নাদিয়া সুলতানা, বেবী দাশ নুপুর, সুজন আর্চায্য, লক্ষী দত্ত রায়, ফারুক আহমেদ, কাকলী দাশ গুপ্তা প্রমুখ। সংগঠনের পক্ষ থেকে সংগীতের বিভিন্ন শাখায় বিভিন্ন ক্যাটাগরীতে বিশেষ অবদান রাখার জন্য সম্মানা প্রদান করা হয়।
সুজন / সুজন

মিরসরাইয়ে মহাসড়ক সংলগ্ন অবৈধ বাউন্ডারি ওয়াল গুঁড়িয়ে দিল উপজেলা প্রশাসন

চিলমারীতে যৌথ অভিযানে, অনলাইন জুয়ার সরঞ্জামসহ দুই যুবক আটক

পারিবারিক দ্বন্দ্বে আহত হয়েও ‘জুলাই যোদ্ধা’ গেজেটে নাম পেলেন বাঘার জাহিদ

মহেশখালীতে শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষকের মৃত্যুদণ্ড

কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত

তাড়াশে আগুনে বসত ঘর পুড়ে ছাই, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

সুবর্ণচরে বিশিষ্ট সমাজসেবক আকবর হোসেনকে সংবর্ধনা

কোটালীপাড়ায় পুকুরে ডুবে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

ধামরাইয়ে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

মির্জাগঞ্জে মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

বোয়ালমারীতে প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে হাঁস বিতরণ কর্মসূচি পালন
