ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

মেধাবী শিক্ষার্থী সরোয়ার বাচঁতে চায়


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৩-১-২০২৩ বিকাল ৭:৩৫

পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া  ইউনিয়নের বাহের গজালিয়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা মেধাবী শিক্ষার্থী  মোঃ সরোয়ার মিয়া বাঁচতে চায়। 

সরজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘ দিন যাবৎ শরীরলের কঠিন দুরারোগ্য অসুস্থতার কারনে লাঠি ভর দিয়ে কোন রকম চলা ফেরা করছেন।কথা হলো সরোয়ারের বাবা মোঃ শাহ আলম এবং মা রাহিমা বেগম এর সাথে, তিনি কান্না জরিত কন্ঠে বলেন, আমার ছেলে সরোয়ার মিয়া দির্ঘদিন যাবত শারীরিক সমস্যায় ভুগছেন, অন্যের সহযোগীতা ছাড়া চলা ফেরা করতে পারেনা। আজ থেকে ১০ বছর আগে হঠাৎ করে তার গায়ে জ্বর হলে পা দিয়ে হারতে কষ্ট হতো। দীর্ঘদিন এই সমস্যা অতিবাহিত হওয়ার পর বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখিয়ে ঔষধ খেয়েও তিনি কোন ফল পাননি। গরিব অসহায় পরিবারের অর্থের অভাবে উন্নত চিকিৎসা করার মত সামর্থ্য না থাকায় সরোয়ার আজ মৃত্যু পথযাত্রী। ছেলেকে বাচাঁতে ভিটামাটি সব বিক্রি করে ঢাকায় কয়েকটি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন। কোন ফল না পেয়ে শেষ পর্যন্ত ভারতের চেন্নাইতে গিয়ে চিকিৎসা করিয়েছেন। সেখানে ডাক্তার বলেছেন তার শরীরের মেরুদন্ডের নিচে  দুইটা বাটি নষ্ট হয়ে গেছে। তবুও হাল ছারেনি  গিয়েছে অসুস্থ শরীর নিয়েও সরোবর মিয়া ২০২২ সালে গলাচিপা সরকারি ডিগ্রী কলেজ থেকে বিএ পরীক্ষা দিয়েছেন এখন রেজাল্টের অপেক্ষায়।শারীরিক প্রতিবন্ধী হয়েও তার এই অদম্য স্বপ্ন যেন বাস্তবায়িত হয়। সরোয়ার সেই স্বপ্ন নিয়েই বেঁচে থাকতে চায় সকলের মাঝে। তার চিকিৎসার জন্য ৭ লক্ষ টাকার প্রয়োজন। অভাবের সংসারে বর্তমানে তার কাছে ৭ লক্ষ টাকা জোগাড় করে চিকিৎসা করানো সম্ভব নয়। তাই সরওয়ার মিয়া সমাজের বিত্তবান সকলের কাছে সাহায্যের জন‍্য আবেদন জানিয়েছে। যদি কেহ সাহায্য পাঠিয়ে মানবতার হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো সরওয়ার মিয়া পুনরায় আবার নতুন জীবন ফিরে পেতে পারে এটাই তার আশা প্রত‍্যাশা।

ছরোয়ারের বাবা মোঃ শাহ আলম বলেন, আমার ছেলের চিকিৎসার জন্য আমি আমার ধন সম্পদ সব বিক্রি করে ফেলেছি। এখন আর আমার কাছে আমার বাড়ি টুকু ব্যতীত কিছুই নেই। আমি অসহায় আমার এই তরুণ ছেলেটাকে নিয়ে আমি খুব চিন্তায় আছি। আমার ছেলের জীবন বেঁচে গেলে যেন তার মেধা কাজে লাগিয়ে স্বপ্ন পূরণ করতে পারে এজন্য সকলের কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাচ্ছি সকলে আমার ছেলেকে সহযোগিতা করবেন।

সরোয়ার মা রহিমা বেগম বলেন, আমার ছেলের আগে আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়।  ছেলের কষ্ট মা হয় আমি আর সইতে পারিনা। আমার ছেলে এখন দিন দিন মোটেও চলাফেরা করতে পারে না তাকে ধরে ধরে শোয়াতে, বসাতে, হয় এমনকি টয়লেটে গেলেও দাঁড় করিয়ে টয়লেট করাতে হয়। পুরো শরীরটা কাঠের মত শক্ত হয়ে গেছে। আমার ছেলের চিকিৎসার জন্য ৭ লক্ষ টাকার প্রয়োজন।সমাজে বিত্তবান সকলের কাছে আমার আকুল আবেদন আমার ছেলের জীবন ভিক্ষা দিন। আমার ছেলের চিকিৎসার জন্য সকলের সহযোগিতায় আমার ছেলের জীবন ফিরে পেতে চাই। এটাই আমার আকুল আবেদন। 

এ বিষয়ে গজালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ হাবিব বিশ্বাস বলেন, ছেলেটি প্রতিবন্ধী হয়েও বিএ পাস করেছেন তার অদম্য মেধা এবং অধম্ম প্রতিভা রয়েছে সে প্রতিভাকে যেন আমরা সমাজের বিত্তবানরা সাহায্য সহযোগিতার মাধ্যমে পূরণ করাতে পারি এবং এমন একটি প্রতিবন্ধি মেধাবী ছাত্র আমাদের মধ্য থেকে ঝড়ে না পরে সেজন্য আমি সাহায্য করেছি আমার পাশাপাশি সমাজের সকলের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। এবং আমি সমাজসেবা অফিস সহ মানবসেবা কিছু সরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে বলেছি সকলের সহযোগিতায় ছেলেটি ফিরে পাবে নতুন একটি জীবন।

এ বিষয়ে সানরাইজ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষক মোঃ কবির হোসেন বলেন, মানব সেবাই করাই প্রকৃত এবং মানবিক কাজ। সেটা ভেবেই আমি নিঃস্বার্থভাবে ছেলেটিকে বাঁচানোর জন্য তাকে সহায্য সহজোগিতার জন্য বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মেধাবী সরোয়ার এর বিষয়ে গলাচিপা উপজেলার বে-সরকারি মানবিক শুভ সংগঠনের সভাপতি ও গলাচিপা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, মোঃ হাছনায়েন আহমেদ এবং গলাচিপা ফাউন্ডেশনের সহ- সভাতি মোঃ রেদোয়ান তালাল জানান, আপনারা জানেন যে, শুভ সংঘ সারা দেশ বেপী ঝড়ে পরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। আমরাও গলাচিপা উপজেলার বিভিন্ন অসুস্থতাজনিত মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে নানা ধরনের চিকিৎসার সহযোগীতা করে আসছে। আশা করি গলাচিপা উপজেলার শুভ সংঘ এবং গলাচিপা ফাউন্ডেশন অসুস্থ্য সরোয়ার এর পাশে থেকে সার্বিক সহযোগীতা করার চেষ্টা করা হবে। তাছাড়া সমাজের সকল শ্রেণীর মানুষ যদি এগিয়ে আসে তাহলে  মেধাবী ছাত্র সরোয়ার হয়তে আবারো নতুন জীবন ফিরে পাবে এটাই আমার প্রত্যাশা।

মেধাবী শিক্ষার্থী অসুস্থ্য সরোয়ার এর সাথে যোগাযোগ  এবং আর্থিক সাহায্যের নগদ /বিকাশ নম্বর 017486552310

সুজন / সুজন

সীমান্তবর্তী চার জেলার থানার সমন্বয়ে আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথ কার্যক্রমের সিদ্ধান্ত

মনোহরদীর রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষামূলক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ত্রিশালে খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ড বহাল রাখার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

অভয়নগরে বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ইজিবাইক চালকের মৃত্যু

রাজশাহীতে সড়ক ও জনপথের কর্মচারী ইউনিয়নের মানববন্ধন

দোহারে তরুণদের মিলনমেলা: অন্যায় ও অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা

গোপালগঞ্জে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাভারে দখলবাজির সঙ্গে রাজনৈতিক পরিচয় জড়ানোর অভিযোগ।

লাকসামে অস্তিত্ব সংকটে খেজুর গাছ রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা

থানার ভেতরে চাঁদা দাবি, না দেওয়ায় সাইনবোর্ড ভাংচুর ও হত্যার হুমকি

৩১ দফা বাস্তবায়নে তাড়াশে লিফলেট বিতরণ ও শো ডাউন

রায়গঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আশুলিয়ায় সাংবাদিককে আইনী জালে ফাঁসানোর হুমকি আ’লীগ নেত্রী গাজী নাছরিনের