ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

সিআরবি বিতর্কে রেলের বক্তব্য

উন্নত স্বাস্থ্যসেবায় ইউনাইটেড হাসপতাল চট্টগ্রামের আশীর্বাদ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১৭-৭-২০২১ দুপুর ৩:৩৫

চট্টগ্রামবাসীর উন্নত স্বাস্থ্য সেবার লক্ষ্যে ইউনাইটেড এন্টারপ্রাইজের সাথে রেলওয়ের চুক্তিতে নির্মিত  সিআরবির গোয়াল পাড়া এলাকায় ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ১০০ সিটের মেডিকেল কলেজ চিকিৎসা সেবায় এক নতুন মাইলফলক সৃষ্টি করে আপামর জনসাধারণের আশীর্বাদ স্বরূপ কাজ করবে বলে মনে করছেন রেলওয়ের (পূর্ব) অতিঃ প্রধান প্রকৌশলী (ব্রীজ) ও প্রকল্প পরিচালক মো. আহসান জাবির। সম্প্রতি সিআরবি এলাকার পরিবেশ নষ্ট করার নামে বিভিন্ন সংগঠনের হাসপাতাল বিরোধী অবস্থানের প্রেক্ষাপটে দৈনিক সকালের সময়ের কাছে এসব কথা তুলে ধরে আহসান জাবির বলেন গোয়ালপাড়ার যে অংশে হাসপাতালটি হচ্ছে সেই জায়গাটির বৃহৎ অংশ অকেজো হয়ে পড়ে আছে। ওই এলাকাটি কতিপয় মাদক ব্যবসায়ী নিয়ন্ত্রন করে থাকে। মাদকসেবীদের দিনরাত আনাগোনায় এলাকার পরিবেশ আরো বেশি খারাপের দিকে যাচ্ছে। হাসপাতাল নির্মাণের ফলে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীরা সেই জায়গাটির নিয়ন্ত্রন হারানোয় চক্রটি মানুষকে ভুল বুঝিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে। আর একশ্রেণির স্বার্থন্বেষি মহল সেই ঘোলা পানিতে মাছ শিকার করে ফায়দা লুটতে চাইছে। 
তিনি বলেন চট্টগ্রামে জনসংখ্যা অনুযায়ী উন্নত চিকিৎসাব্যবস্থায় অভাব রয়েছে সেই ঘাটতি পুরণে এবং রেল শ্রমিকদের ২০ শতাংশ ছাড়ে উন্নত চিকিৎসা প্রদানের লক্ষ্যে সার্বিক দিক বিবেচনায় রেল মন্ত্রনালয় ইউনাইটেড এর মাধ্যমে এই হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে। ২০২০ সালের ৩ মার্চ  তাদের সাথে লিখিত চুক্তি করা হয়েছে। চুক্তি অনুযায়ী হাসপাতাল অভ্যন্তরেই ৪ শ গাড়ির পার্কিং, ক্যান্টিন, ফুডকোট, মেডিসিন শপসহ প্রয়োজনীয় সবকিছ’ থাকবে। ফলে রাস্তায় কোন জটলাও থাকবেনা, নিরিবিলি পরিবেশ বজায় থাকবে সবসময়।
আহসান জাবির বলেন হাসপাতালটি হবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যেখানে ব্যবস্থাপনা বোর্ডে মন্ত্রনালয়ের একজন অতিঃ সচিব , রেলের জিএম, ইঞ্জিনিয়ারসহ একাধিক অফিসার থাকবেন যাতে ইউনাইটেড কর্তৃপক্ষ চাইলেই যাহা নয় তা করতে পারবেনা।
চুক্তি বাস্তবায়নের জন্য ইউনাইটেড কর্তৃপক্ষ অলরেডি সাড়ে আট কোটি টাকা প্রিমিয়াম হিসেবে জমা দিয়েছে যার মধ্যে রেলওয়ে ৫ কোটি এবং পিপি অথরিটি সাড়ে ৩ কোটি টাকা পেয়েছে। এছাড়াও প্রতিবছরে ভাড়া বাবাদ দেড় কোটি টাকা এবং বছরান্তে এই টাকার ১০ শতাংশ বৃদ্ধিসহ প্রদান করবে।  ৫০ বছরে দাড়ায় প্রায় ২ শ কোটি টাকা।  
শুধু তাই নয় আমাদের দেশের অনেক লোকই সামান্য কিছুতে চিকিৎসার জন্য বিদেশে চলে যায় এই হাসপাতাল হলে তাদের আর বিদেশে যেতে হবেনা। দেশের অর্থ দেশেই থাকবে এর ফলে দেশ আরো স্বনির্ভর হবে। আবার ব্যবস্থাপনা ও আর্থিক সংকটে যারা বিদেশে যেতে পারেনা তারা নিজ দেশেই উন্নতমানের চিকিৎসা পাবে।  বিশেষ করে চট্টগ্রামের লোকই উপকৃত হবে বেশি। সুচিকিৎসার পাশাপাশি হবে বহু লোকের কর্মসংস্থানও। অনাকাঙ্খিত কোন কারনে যদি এই প্রকল্প থেকে সরে আসতে হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হবে চট্টগ্রামবাসী আর রেলওয়ের কিছু আর্থিক ক্ষতি হবে। তাই এখনো যারা বিষয়টি না বুঝেই পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে তাদের ঠান্ডা মাথায় ভেবে দেখার আহবান জানান তিনি। 

বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিবৃতিতে রেলওয়ে কর্তৃপক্ষ বলেছে ২০১৭ সালের ২৭ এপ্রিল  ক্যাবিনেট কমিটি অন ইকোনোমিক এফেয়ারস (সিসিইএ)   কর্তৃক অনুমোদনের পরিপ্রেক্ষিতে পাবলিক প্রাইভেট পার্টনারশীপ ( পিপিপি ) এর আওতায় বাংলাদেশ রেলওয়ের সাথে ইউনাইটেড এন্টারপ্রাইজ লিঃ এর সাথে ৫০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং ১০০ আসন বিশিষ্ট মেডিকেল কলেজ নির্মাণের জন্য ১৮ মার্চ ২০২০ তারিখে চুক্তি সম্পাদিত হয় । চুক্তিপত্র মোতাবেক ইউনাইটেড এন্টারপ্রাইজ লিঃ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে হাসপাতালটি নির্মাণ করবে এবং ৫০ ( পঞ্চাশ ) বছর পর সম্পূর্ণ হাসপাতাল রেলওয়ের নিকট হস্তান্তর করবে যা তখন সম্পূর্ণরূপে রেলওয়ে হাসপাতাল হিসেবে গণ্য হবে । উক্ত হাসপাতালে রেলওয়ের কর্মকর্তা কর্মচারীরা বিশেষ সুবিধায় চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবে । এছাড়া চট্টগ্রামবাসীর চিকিৎসা সেবার মান আরও একধাপ এগিয়ে যাবে ফলে উন্নত চিকিৎসা সেবার জন্য বিদেশ গমনের প্রবণতা হ্রাস পাবে । হাসপাতালটি নির্মাণের জন্য সিআরবি রেলওয়ের নিজস্ব হাসপাতালের পার্শ্বে গোয়ালপাড়া এলাকাকে নির্ধারণ করা হয়েছে । সর্বমোট ৬ একর জায়গার উপর হাসপাতালটি নির্মাণ করা হবে । প্রকল্পের জন্য নির্ধারিত স্থানের কিছু অংশে বর্তমানে রেলওয়ের স্টাফদের অতিপুরাতন ও জরাজীর্ণ বাসাবাড়ি বিদ্যমান ।  বসবাসরত স্টাফদের ইতিমধ্যে অন্যত্র বাসা বরাদ্দ প্রদান করা হয়েছে আরও যারা আছে তাদেরকে পর্যায়ক্রমে অন্যত্র বাসা বরাদ্দ প্রদান করা হবে । কিন্তু সেখানে শতবর্ষী কোন গাছ বিদ্যমান নাই । উক্ত স্থানে বিদ্যমান গাছ এবং ভূমিরূপ এর অবয়ব ঠিক রেখেই হাসপাতালটি নির্মাণ করা হবে । সিআরবি শিরীষতলা এলাকা ও সাতরাস্তার মোড়ে শতবর্ষী গাছ বিদ্যমান কিন্তু উক্ত স্থানটি প্রকল্পের জন্য নির্ধারিত জায়গা নয় বিধায় শতবর্ষী গাছসমূহ বিনাসের কোন সম্ভাবনাই নেই । শিরীষতলা ও সাতরাস্তার মোড় এলাকায় রেলওয়ে কর্তৃক আরও সৌন্দর্যমন্ডিত করা হয়েছে যার দরুন এখন শিরীষ তলায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানসহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এবং গাছগাছালিতে আচ্ছাদিত নয়নাভিরাম এই উন্মুক্ত পরিসরটি সকাল বিকাল মানুষের শরীর চর্চার অন্যতম স্থান হয়ে উঠেছে । গোয়ালপাড়াতে হাসপাতাল নির্মাণ করা হলে সিআরবি এলাকার নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ ও শিরীষতলায় বাংলা বর্ষবরণ অনুষ্ঠানসহ নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠানে কোনােরূপ প্রতিবন্ধকতা সৃষ্টি হবেনা।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ