ঢাকা মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

শাস্তি পেল ১৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়


আব্দুর রব সুজন photo আব্দুর রব সুজন
প্রকাশিত: ৪-১-২০২৩ রাত ৯:৫১

*  শিক্ষার্থী ভর্তি বন্ধ চারটি প্রতিষ্ঠানে
*  সময় পেল ১২ বিশ্ববিদ্যালয়
* স্থায়ী ক্যাম্পাস ছাড়া আর ভর্তি নয়

দেশের যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে নিজস্ব ক্যাম্পাসে যাবে না, সেসব ক্যাম্পাস বা ভবনগুলো অবৈধ হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব বিশ্ববিদ্যালয় ২০২৩ সালের জানুয়ারি থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল ইউজিসি। এ সিদ্ধান্ত সংশ্লিষ্টদেরও জানিয়ে দেয়া হয়েছিল। বছর শেষে পরিস্থিতি পর্যালোচনা করে ১২টি বিশ্ববিদ্যালয়কে তিন থেকে ছয় মাস সময় দিয়েছে ইউজিসি। চারটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধ করা হয়েছে। আর দুটি বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস ছাড়া অন্য কোথাও (অস্থায়ী ক্যাম্পাস) শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। কয়েকদিন আগে এ সিদ্ধান্ত নিয়েছিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।  আইনানুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাত বছরের মধ্যে তাদের নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে যেতে হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগরে হলে এক একর, অন্য এলাকাতে হলে দুই একর জমি থাকতে হবে বিশ্ববিদ্যালয়ের।

২০১০ সালে সংশোধিত আইন হওয়ার পর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাসে যাওয়ার জন্য সময় বেঁধে দিয়েছিল সরকার। কয়েক দফা সময় দেওয়ার পরও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে যেতে পারেনি। বর্তমান পরিস্থিতি এখন আগের চেয়ে অনেকটা ভালো। চাপের কারণে অনেকেই নিজস্ব ক্যাম্পাস করেছেন বা করছেন।

১৯৯২ সালে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল যে, উচ্চশিক্ষায় সুযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের বিদেশে চলে যাওয়া নিরুৎসাহিত করা। দেশে বর্তমানে ১০৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হয়েছে। শুরুর দিকে গ্রহণযোগ্য উদ্যোক্তারা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় এগিয়ে এসেছিলেন। এর ফলে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, যেগুলো পড়াশোনার মান বজায় রেখেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রাজনৈতিক বিবেচনায় ও ব্যবসায়িক মনোবৃত্তি নিয়ে প্রতিষ্ঠিত বেশ কিছু বিশ্ববিদ্যালয় সনদ বিক্রির প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, কয়েক দফা সময় দেওয়ার পরও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে না যাওয়ায়, প্রয়োজনীয় চেষ্টা না করায় দেশের চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। ভর্তি বন্ধ হওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, আশা ইউনিভার্সিটি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ও ভিক্টোরিয়া ইউনিভার্সিটি।

ইউজিসির সিদ্ধান্ত হলো, স্থায়ী ক্যাম্পাস ছাড়া শিক্ষার্থী ভর্তি করতে পারবে না মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি: সম্প্রতি মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সরকারের পক্ষ থেকে নতুন ট্রাস্টি বোর্ড গঠন করে দেয়া হয়। এর আগে মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ ইউজিসিকে জানিয়েছিল, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ২০১৭ সাল থেকে আশুলিয়ায় ৩ দশমিক ৩০ একর নিজস্ব জমিতে স্থায়ী ক্যাম্পাস চালু করেছেন তারা। তবে গুলশানে অবস্থিত নিজস্ব ভবনে প্রশাসনিকসহ সীমিত কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ বছরের মধ্যে সম্পূর্ণরূপে নিজস্ব ক্যাম্পাসে যেতে হবে।

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ: ২০০২ সালে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও ২০২৫ সালের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যেতে চায়। যদিও ইউজিসি তা মানেনি। কলাবাগানে অস্থায়ী ক্যাম্পাসে তাদের কার্যক্রম এখনো পরিচালিত হচ্ছে।

ইউজিসির সদস্য অধ্যাপক বিশ্বজিৎ গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি জানুয়ারি থেকে এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে।

ইউজিসির অবস্থান হলো, এই সময়ের মধ্যেও বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ক্যাম্পাসে না গেলে স্থায়ী ক্যাম্পাস ছাড়া অন্য ক্যাম্পাস বা ভবনগুলো অবৈধ হবে, সেগুলোয় শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে।

তিন মাস সময় পেয়েছে যেসব বিশ্ববিদ্যালয়: নিজস্ব স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার জন্য নতুন করে তিন মাস সময় পেয়েছে ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো- ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রয়েল ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, দ্য মিলেনিয়াম ইউনিভার্সিটি ও বাংলাদেশ ইউনিভার্সিটি।

ছয় মাস সময় পেয়েছে ছয়টি বিশ্ববিদ্যালয়: ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ, গ্রিন ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং দ্য পিপল’স ইউনিভার্সিটি।

অধিকাংশ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংকটের আশঙ্কায় শহরের বাইরের ক্যাম্পাসে যেতে চান না। অবৈধ ভাবে পরিচালিত হয়ে আসা বিশ্ববিদ্যালয়গুলোকে বিভিন্ন কারণে ব্যবস্থা নেওয়া হয় না। এ বছর ইউজিসি থেকে এ ধরনের সিদ্ধান্তের ফলে ভালো কিছু আশা করা যেতে পারে।

সুজন / সুজন

বুটেক্সে 'জুলাই আন্দোলন ও মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণে' আলোচনা সভা ও দোয়া মাহফিল

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বাকৃবিতে দিনব্যাপী কর্মসূচি পালিত

জবিতে সম্মুখ সারির যোদ্ধাদের বাদ দিয়েই তৈরি হচ্ছে জুলাই ডকুমেন্টারি

পবিপ্রবির নতুন ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর

শতবাগ আবাসন নিশ্চিত, খাবার মানউন্নয়নসহ ৯ দফা দাবিতে চবি শিক্ষার্থীর একক প্রতিবাদ কর্মসূচি

জুলাই গণঅভ্যুত্থানে অবদানের স্বীকৃতি, সম্মাননা পেল পবিপ্রবি সাংবাদিক সমিতি

সিদ্ধিরগঞ্জে সাংবাদিককে হত্যার হুমকি, থানায় জিডি

ইবি শিক্ষার্থী সাজিদের ভিসেরা রিপোর্ট মতে মৃত্যু হয়েছে শ্বাসরোধ করে

চবিতে ছাত্রদলের মিছিলের সম্মুখসারীতে জুলাইয়ে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা, সমালোচনার ঝড়

চবিতে ‘বিপ্লবী ছাত্র ঐক্য’-র যাত্রা শুরু,আহ্বায়ক তাহসান, সদস্য সচিব তানিম।

প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপ-কমিটি গঠন করল ইসলামী ছাত্র আন্দোলন

১২ দিন পর আজ খুলছে মাইলস্টোন কলেজ, শুরুতেই নেই একাডেমিক কার্যক্রম

চাকসুর গঠনতন্ত্রে যোগ হলো এমফিল-পিএইচডি শিক্ষার্থী: পূর্ব সিদ্ধান্ত বদলে বিতর্কে প্রশাসন