কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের
নিরাপত্তা প্রহরীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম বিন্দুর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ, দায়িত্ব পালনে অবহেলা, দায়িত্ব পালনে ভুয়া বিল ভাউছার বানিয়ে সরকারি টাকা আত্মসাত, রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকা নিষেধ থাকলেও দলীয় প্রভাব খাটিয়ে অফিস স্টাফদের হুমকি নির্যাতন, মারধরসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম বিন্দুর অনিয়ম দুর্নীতির অভিযোগ প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শাস্তিমূলক বদলীর নির্দেশ দিলে জোর পূর্বকভাবে এলাকায় থেকে যাওয়ার অভিযোগ রয়েছে।
বিভিন্ন সূত্রে জানায়, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম বিন্দুকে অনিয়ম দুর্নীতির অভিযোগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গত ২৬ ডিসেম্বর শাস্তিমূলক বদলীর নির্দেশ দেন। নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম বিন্দুর অনিয়ম দুর্নীতির সাথে জড়িত বিশাল এক সিন্ডিকেট। সিন্ডিকেটের সহযোগিতায় পদে বহাল থাকতে মরিয়া। পানি বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা উপ-ব্যবস্থাপক কয়সুল বারীর সাথে তার গভীর সখ্যতা। উক্ত কর্মকর্তা কয়সুল বারী অনিয়ম দুর্নীতির দায়ে তার পূর্বকর্মস্থল ভোলা থেকে শাস্তিমূলক বদলী হয়ে কাপ্তাই আসে। কিন্তু কাপ্তাই এসে সাইফুলের সাথে যোগসূত্র করে সে তার দুর্নীতিতে বেপরোয়া হয়ে উঠে। বোর্ডের আদেশ বাতিল করতে সাইফুলের পক্ষ হয়ে চিঠিও লিখেন। সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ উঠেছে গত অর্থ বছরে প্রায় ২০ লাখ টাকার টেন্ডার হয়। টেন্ডারের কোন দৃশ্যমান কাজ হয়নি কাগজ কলমে সীমাবদ্ধ থাকে এবং যার বড় একটি অংশ কয়সুল বারীর পকেটে। প্রতি মাসে ২টি করে অফিস অর্ডার দেয় যার একটি তিনি অপরটি সাইফুল ইসলাম ভাগাভাগি করে নেয়। সে শিফটে ডিউটি না করে প্রতি মাসে সিফট এ্যালাউন্স নেয় এবং অফিসে ডিউটি করে ১০০ ঘন্টা ওভারটাইম নেয়। কয়সুল বারী সব জেনে শুনে তার বিলে সই করার একটিই কারন আর তা হচ্ছে এই বিলের ৫০% তিনি নেয় বাকি ৫০% সাইফুল নেয়। তাছাড়া সাইফুলের মৎস ব্যবসায়, কাঠ পাচার ব্যবসায়, হোটেল ব্যবসা, টেন্ডার ব্যবসায়সহ সকল ব্যবসায় সহযোগিতা করেন। এই সহযোগিতার বিনিময়ে সাইফুলের সকল ব্যবসায় থেকে একটি বড় অংশ উক্ত কর্মকর্তার পকেটে নেয়া বলে জানায়।
নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম বিন্দুর প্রসঙ্গে একাউন্স ক্লার্ক জামাল উদ্দীন জানান, তাকে মারধর করে হত্যার চেষ্ঠা করা হয়েছিল, সাইফুলের বিরুদ্ধে অনেক বড় বড় অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে। সাইফুলের নির্যাতনের কারণে অনেকে উক্ত এলাকা থেকে স্বেচ্ছায় অন্য জায়গায় বদলীয় হয়ে চলে গেছে বলে জানান।
অভিযোগের বিষয়ে নিরাপত্তা প্রহরী সাইফুল ইসলাম বিন্দু বলেন, আমার বদলী অর্ডার আসলেও শারিরীকভাবে অসুস্থ যার কারেণ যোগদান করতে পারেনি। আমি অফিসিয়ার কাজে প্রভাব খাটানোর বিষয়টি সঠিক না। আমি কোন অনিয়ম দুর্নীতি করে আমার কর্তৃপক্ষ এ বিষয়ে ভালো বলতে পারবে।
সাইফুল ইসলাম বিন্দুর প্রসঙ্গে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উপ ব্যবস্থাপক কয়সুল বারী জানান, সাইফুলের বদলীর আদেশ আসছে বোর্ড থেকে. আমি কয়েকদিন ছুটিতে থাকায় উনি যোগদান করছে কিনা বলতে পারব না, উনার পক্ষে নোট দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।
সুজন / সুজন

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাপাসিয়ায় ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত
