ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

কুবিতে ' প্লগিং: এওয়ারনেস অন এনভায়রনমেন্টাল পলিউশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১০-১-২০২৩ বিকাল ৫:১৭
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) সুইডেন এলামনাই নেটওয়ার্ক বাংলাদেশ (এসএনবি) ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল'র (আইকিউএসি) যৌথ উদ্যোগে প্রথমবারের মতো  'প্লগিং: এওয়ারনেস অন এনভায়রনমেন্টাল পলিউশন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (১০ই জানুয়ারী) বেলা ২ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চ্যুয়াল ক্লাস রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
 
বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগের চলমান ব্যাচ গুলোর প্রতিনিধিদের নিয়ে সুইডেন এলামনাই নেটওয়ার্ক বাংলাদেশ (এসএনবি) এর প্রধান অধ্যাপক ড. মোঃ ইকবাল রউফ মামুনের সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ  হুমায়ুন কবির , কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. মোঃ রাশিদুল ইসলাম শেখ। 
 
আয়োজিত সেমিনারে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান ' মডার্ন লাইফ উইথ প্লাস্টিকস: এ গ্রেট কস অফ এনভায়রনমেন্টাল' বিষয়ক সেশন পরিচালনা করেন। 
 
সেমিনার শেষে উপস্থিতিদের নিয়ে এডমিন ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয় যা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ প্রদক্ষিণ করে গোলচত্বরে শেষ হয়। এরপরই উপস্থিত শিক্ষার্থীদের তিনটি দলে বিভক্ত করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানের ময়লা অপসারণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
 
সেমিনারে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ' আমাদের ক্যাম্পাসের পরিবেশ দূষন রোধ করতে এই সেমিনারটি ভূমিকা রাখবে বলে আমি মনে করি। এইটি শুধু আমাদের শিক্ষার্থীরা না উপস্থিত সবাই এইটা থেকে সবার শিক্ষা গ্রহণ করা দরকার। এর জন্য তোমাদের আলাদা করে কিছু করতে হবে না। তোমরা চলার পথে যা ময়লা পাবা তাই  তুলে ডাস্টবিনে ফেলে দিবা। তোমরা এখন  এই অভ্যাস গড়ে তোলো যাতে করে তোমরা সর্বত্র এটি এপ্লাই করতে পারো।'
 
তাছাড়া বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, 'আমরা মানুষ শ্রেষ্ঠ জীব সেদিনই হবো যেদিন পৃথিবীকে অন্যান্য প্রাণীর বসবাসযোগ্য করতে পারবো। সকল ধর্মই প্রাণীর প্রতি সদয় হওয়ার কথা বলে, তাই আমরা আমাদের ব্যবহার, জীবন-আচার দিয়ে প্রাণীর জীবন হুমকিতে ফেললে এটা ধর্মীয় দৃষ্টিকোণ, সামাজিক এমনকি রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকেও হীন কাজ। তাই আজকের এই সেমিনারকে সফল করতে আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হবো এবং আমাদের আশেপাশের সকলকে সচেতন করবো। '
 
সেমিনারের সর্বশেষ বক্তা হিসেবে সুইডেন এলামনাই নেটওয়ার্ক বাংলাদেশ (এসএনবি) এর প্রধান অধ্যাপক ড. মোঃ ইকবাল রউফ মামুন বলেন, 'আজকের এই সেমিনারের উদ্দেশ্য তখনই সফল হবে যখন আমরা এখান থেকে পাওয়া শিক্ষা টা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারবো। আবর্জনা ফেলার বিন টাকে কাজে লাগাব, যেখানে সেখানে উচ্ছিষ্ট সেটা প্লাস্টিক হোক বা অন্য কিছু ফেলবো না। দেশটা আমাদের তাই দেশটাকে বাসযোগ্য করার দায়িত্বটাও আমাদের।'

এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি