দুই গ্যাং লিডারের ব্যাপক চাঁদাবাজি ও অত্যাচারে অতিষ্ঠ চান্দগাঁওবাসী

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় বেপরোয়া চাঁদাবাজি, মাদক ইয়াবা, চুরি,ছিনতাইসহ বিভিন্ন অপরাধের ঘটনায় আলোচনার শীষে এলাকাটি। এতে সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনায় দিনদিন অতিষ্ট হয়ে পড়েছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করলেও কোন ব্যবস্থা না নেয়ার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে। তবে পুলিশের দাবি সন্ত্রাসীরা আত্মগোপনে থেকে বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। তাদের সন্ধান পাওয়ার সাথে সাথে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে বলে পুলিশ জানায়। এলাকার অপরাধ জগতের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত দুর্ধর্ষ গ্যাং লিডার মো. সোহেল ওরফে ফ্রুট সোহেল। সে আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী।
গত ৫ জুলাই বহদ্দারহাটে চাঁদাবাজির টাকা তোলতে গিয়ে র্যাবের হাতেনাতে আটক হয় সন্ত্রাসী সোহেলের ভাই রুবেল ও ভাগিনা মহিউদ্দিন। সোহেলের হয়ে বহদ্দারহাটে চাঁদা আদায়, ছিনতাই ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
বহদ্দারহাট এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই, জুয়ার আসরসহ পতিতালয় ও লোকজন আটকে রেখে অর্থ আদায়ের মত গুরতর অপরাধে জড়িত সোহেল ও ধামা জুয়েল নামে ভয়ংকর দুই সন্ত্রাসী।
গতবছর ৫ নভেম্বর ধামা জুয়েলের ভাই হামকা রাজুকে অস্ত্রসহ আটক করে র্যাব-৭। তবুও ধমেনি গ্যাংটির ত্রাস। রাজু কারাগারে থাকলেও জুয়েল একছত্র অধিপত্যে বিস্তার করে নানা অপরাধ করে যাচ্ছে। জুয়েল চান্দগাঁও থানার চার মামলায় পলাতক আসামী। তবুও প্রকাশ্যে দাপিয়ে বেড়াচ্ছে এলাকায়। প্রতিদিন ছিনতাইসহ নানা অপরাধ করার তথ্য আসছে।
গত ১৫ জুলাই চান্দগাঁও থেকে ইমরান নামে এক ছাত্রের মোটরসাইকেল ছিনতাই করে। পরে গাড়িটি ফেরত দিতে দাবি করে পঞ্চাশ হাজার টাকা চাঁদা।
এঘটনায় চান্দগাঁও থানা অভিযোগ করলে পুলিশের অভিযানে সন্ত্রাসীরা তাদের ব্যবহৃত দুইটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তা জব্দ করে থানায় নিয়ে আসা হয়।
কিন্তু শেষ পর্যন্ত আর মামলা নেয়নি চান্দগাঁও পুলিশ। তদন্ত কর্মকর্তা এস আই কাউছার হামিদ মামলার বদলে উল্টো আপোষ করে নিতে ভিকটিমকে চাপ দেয়। এই পুলিশ কর্মকর্তা অন্তত চার বছর চান্দগাঁও থানায় কর্মরত। এতে করে বিভিন্ন সময় নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ উঠে। পুলিশের খাতায় ফ্রুট সোহেল ও ধামা জুয়েল দুজনেই পলাতক, পুলিশ রহস্যজনক ভূমিকায় তারা গ্রেফতার হচ্ছে না। প্রতিবাদ করলে কিংবা অপরাধে বাধা দিলেই ঘটে ভয়াবহ হামলা। গত এপ্রিলে বারাই পাড়া ব্রীজে আনোয়ার নামে এক গার্মেন্টস কর্মকর্তাকে কুপিয়েছে এই গ্রুপের সদস্যরা। এঘটনায় ভিকটিমের এক হাতের কব্জি অকেজো হয়ে যায়।
এই মামলায় এজাহারনামীয় শাহাদাত হোসেন ওরফে ল্যাংড়া রিফাত নামে এক আসামী আটক হলেও বাকীরা ধরাছোঁয়ার বাইরে । মামলার তদন্ত কর্মকর্তা এস আই অধীর চৌধুরী আসামীদের হয়ে বাদীকে মামলা প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ উঠে।
গত মার্চ মাসে এই ফাঁড়ির বিতর্কিত ইনচার্জ রূপক কান্তি চৌধুরীকে চাঁদাবাজির ঘটনায় বদলি করে সিএমপি কমিশনার । চান্দগাঁওতে আব্দুর সবুর, কিশোর জিয়াদ হত্যাকান্ডে জড়িতরা সবাই সন্ত্রাসী সোহেল ও জুয়েলের সহযোগী। এমনকি শমসের পাড়ায় চাঁদার জন্য আমজাদ হোসেন নামে এক যুবকের দুই পা ড্রিল মেশিনে ছিদ্র করে দেওয়ার নৃশংস ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল।
সেই ঘটনার প্রধান আসামী মো. জালাল ওরফে ড্রিল জালাল বেপরোয়া হয়ে উঠেছে শমসের পাড়াসহ আশপাশ এলাকায়। তার বিরুদ্ধে অস্ত্র, অপহরণ, চাঁদাবাজিসহ অনন্ত ৯টি মামলা রয়েছে চান্দগাঁও ও পাঁচলাইশ থানায়। বহদ্দারহাট ও আশপাশ এলাকায় সোহেল ও জুয়েলের রয়েছে ভয়ংকর কিশোর গ্যাং। তারা কথায় কথায় অস্ত্রের মহড়া দিয়ে আতংক সৃষ্টি ও সংঘর্ষে জড়ায়। গ্রুপটির কাছে বিপুল অস্ত্র-গুলি থাকার তথ্য থাকলেও, তা উদ্ধারে তৎপরতা নেই পুলিশের।মৃত তফাজ্জল হোসেনের ছেলে সোহেল, চান্দগাঁও থানাধীন বারাই পাড়াস্থ আনোয়ার বিল্ডিংয়ের ২য় তলায় বসবাস করেন।
সোহেলের নিয়ন্ত্রনে গ্রুপটি বিভিন্ন এলাকায় রয়েছে এরমধ্যে এক কিলোমিটারের নয়ন, বহদ্দারহাটের কাশবন গলির তুষার ও তানজিদ, কাঁচাবাজারের বাবু, কারাগারে আটক ছিনতাইকারী ইমন বড়ুয়ার ভাই হৃদয় বড়ুয়াসহ অনেকেই।
সন্ত্রাসী ফ্রুট সোহেলের বিরুদ্ধে চান্দগাঁও থানার চাঁদাবাজি, অস্ত্র মামলা, মানব পাচার মামলা, মাদকের মামলাসহ চারটি মালায় পালাতক আসামি সোহেল। এদিকে, সন্ত্রাসী ধামা জুয়েলের বিরুদ্ধে চার মামলায় পরোয়ানা রয়েছে রয়েছে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে রয়েছে। এ বিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ সোহেলসহ সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য খুঁজছে, প্রত্যেক অফিসারকে বলা হয়েছে দেখা মাত্র গ্রেফতার করার জন্য, পুলিশের প্রশ্রয় পাওয়ার বিষয়টি সঠিক না, আমি নিজেই সোহেলের বিরুদ্ধে চারটি মামলা নিয়েছি। এলাকায় চাঁদাবাজিসহ অপরাধের সাথে যারা জড়িত তাদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলমান রয়েছে।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
