পলাশবাড়ীর পবনাপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সদস্যদের অনাস্থা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ করেছেন ইউপির নয় সদস্য। একইসঙ্গে তারা চেয়ারম্যানের অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে অনাস্থা প্রস্তাব দাখিল করেছেন। এদিকে, অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত বলে দাবি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।
বুধবার (১৮ জানুয়ারি ) দুপুরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভুমি)এস.এম ফয়েজ উদ্দীন অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগ পেয়েছি। দশ কর্মদিবসের মধ্যে অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউপির মোট বার সদস্যের মধ্যে অনাস্থা প্রস্তাবে স্বাক্ষরকারী নয় সদস্য হলেন, ২নং ওয়ার্ড সদস্য গোলাম রসুল উজ্জল, ৩নং ওযার্ডের জিয়াউর রহমান জিয়া, ৪নং ওযার্ডের শাহ আলম সরকার, ৫নং ওয়ার্ডের আঃ মালেক প্রধান বাবু, ৬নং ওয়ার্ডের কেএম জিয়াউর রহমান জিন্নাহ, ৭ নং ওয়ারর্ডের সোহেল শেখ, ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য মেরীনা বেগম, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাছিমা বেগম, ৭,৮.৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য শাহীনুর বেগম।
ইউপি সদস্যদের অভিযোগ, ২০২১ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচত হন মাহাবুবুর রহমান মন্ডল। শুরু থেকেই নিয়মনীতির কোনো তোয়াক্কা না করে একচ্ছত্র আধিপত্য বিস্তারের মাধ্যমে সরকারি পরিপত্র উপেক্ষা করে তিনি মনগড়া ভূমিকা পালন করে আসছেন। কোন সিদ্ধান্তেই ইউপি সদস্যদের সাথে কোনরুপ পরামর্শ গ্রহণ করা হয়না। তিনি গত ২০২১-২২ অর্থবছরে ভূয়া প্রকল্প দেখিয়ে ১% অর্থ ছাড়াও পরিষদের আদায়কৃত অর্থ ব্যাংকে জমা না রেখে তিনি নিজেই পকেটস্থ করেছেন।এছাড়া জন্ম নিবন্ধনের সরকারি নির্ধারিত ফি'র অতিরিক্ত ফি আদায় অব্যাহত চালিয়ে যাচ্ছেন। জনসাধারণের নিকট গ্রাম আদালতের বিপরীতে ১০/২০ টাকা নেয়ার কথা থাকলেও চেয়ারম্যান সেখানে ৪’শ টাকা পর্যন্ত ফি নিচ্ছেন। টিসিবি সুবিধাভোগীর নামীয় কার্ডের পণ্যসামগ্রী তিনি নিজেই উত্তোলন করে আত্মসাত করছেন। ভিজিএফ এর ৮৪ বস্তা চাল কার্ডধারীদের মাঝে বিতরণ না করে কালোবাজারির মাধ্যমে বিক্রয় করেন। পরবর্তীতে থানা পুলিশ চালের বস্তা সমূহ জব্দ করেন। ২০২৩-২৪ অর্থ বছরের ভিডব্লিউবি কর্মসূচির ক্ষেত্রে অগ্রাধিকার অন্তর্ভূক্তির তালিকা অনিয়ম করে অর্থের বিনিময় দরিদ্রদের বাদ দিয়ে নিজস্ব আত্মীয় স্বজনের মাঝে এসব কার্ড বিতরণ করেন।২০২১-২২ অর্থবছর এলজিএসপি’র বরাদ্দকৃত অর্থ ভূয়া প্রকল্প দাখিলের মাধ্যমে আত্মসাৎ করেন।
তবে চেয়ারম্যনে মাহাবুবুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগের কোনও ভিত্তি নেই। শুরু থেকেই বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা ভাগ করে দিতে রাজি না হওয়ায় কিছু সদস্যরা আমার বিরুদ্ধে সরযন্ত্র করে আসছেন। তারই ধারাবাহিকতায় এই মিথ্যা অভিযোগ- অনাস্থা এনেছেন তারা। সর্বশেষ ভিজিডির বরাদ্দের ভাগ-বাটোয়ারা নিয়ে এ অনাকাঙ্খিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে দাবি করে তিনি বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে এ ইউনিয়নে ভিজিডি কার্ড বরাদ্দ পাওয়া যায় ২৫৫ টি। এরমধ্যে ইউনিয়নের ১২ সদস্যের প্রত্যেককে ৭/৮টি করে বরাদ্দ দিতে চাইলে তারা ১০/১২টি করে ভিজিডি কার্ড দাবি করেন। না পেয়ে তারা অভিযোগ করেছেন। অনাস্থার বিষয়ে চেয়ারম্যান বলেন, তিনি পরিষদের প্রতিটি কর্মকান্ড ম্বচ্ছতার ভিত্তিতে চালিয়ে আসছেন। সেক্ষেত্রে সদস্যদের আনীত অভিযোগ সমূহের সুষ্ঠু তদন্ত কামনা করেছেন তিনি।
এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
