শিবগঞ্জে ভুক্তভোগীদের হামলায়
সাব-রেজিস্ট্রারের আহত হওয়ার ঘটনা পরিদর্শন করলেন নিবন্ধন অধিদপ্তরের প্রতিনিধি দল

ভুক্তভোগীদের হামলায় সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর আহতর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন একটি প্রতিনিধি দল।
বুধবার বিকালে সরজমিন পরিদর্শন আসেন নিবন্ধন অধিদপ্তরের একটি প্রতিনিধি দল। তারা হলেন নিবন্ধন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক বীর জ্যোতি চাকমা, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক জিয়াউল হক ও জেলা রেজিস্ট্রার আফসানা বেগম।
পরিদর্শনের খবর পেয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন ভুক্তভোগী, জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় তারা সাব রেজিস্ট্রার ইউসুফ আলীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। একই সঙ্গে সাব-রেজিস্ট্রারের শাস্তির দাবি জানিয়ে তাকে দ্রুত প্রত্যাহারের দাবি জানান। পরে তোপের মুখে পড়েন তিন সদস্যের প্রতিনিধি দল। এ সময় তদন্ত প্রতিনিধি দল বলেন ভুক্তভোগীদের লিখিত অভিযোগ পেলে অভিযোগ আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ সময় বীর মুক্তিযেদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ ভুক্তভোগীদের মধ্যে ৬৩ জন লিখিত অভিযোগ জেলা রেজিস্ট্রার আফসানা বেগমের নিকট জমা দেন এবং সংগে সংগে রিসিভ কপি বুঝিয়ে নেন।
এ সময় জেলা রেজিস্ট্রার আফসানা বেগম বলেন, আপনাদের অভিযোগ পেয়েছি এবং পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে উপস্থিত জনতাকে আশ্বাস দেন।
এ ঘটনায় গত মঙ্গলবার নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক উম্মে কুলসুম স্বাক্ষরিত এক পত্রে গত ১০ জানুয়ারী শিবগঞ্জ সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর সাথে অনভিপ্রেত বিষয়ে সরজমিন পরিদর্শনের উদ্দেশ্যে সহকারী মহাপরিদর্শক বীর জ্যোতি চাকমা, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক জিয়াউল হক ১৮ ও ১৯ জানুয়ারী চাঁপাইনবাবগঞ্জ জেলা ও শিবগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস পরিদর্শনের অনুমতি প্রদান করেন।
সুজন / সুজন

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
