ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

সেই পরীক্ষায় অংশ নেননি কুবির প্রত্নত্তত্ব বিভাগের দশ শিক্ষার্থী


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২০-১-২০২৩ রাত ৯:২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নত্তত্ব বিভাগের একটি ব্যাচের শিক্ষার্থীদের মিডটার্ম পরীক্ষা পুনরায় নেয়ার নির্দেশ দেয়া হলেও দশজন শিক্ষার্থী সেই পরীক্ষায় অংশগ্রহণ করেনি বলে নিশ্চিত করেছেন কোর্স শিক্ষক মুর্শেদ রায়হান। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের দাবি তারা মুর্শেদ রায়হানের অধীনে এই পরীক্ষায় অংশ নিবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন, আমরা মুর্শেদ স্যারের অধীনে কোন পরীক্ষায় অংশ নিব না। যিনি পূর্বে আমাদের সাথে শিক্ষকসুলভ আচরণ করেননি তিনি এবার শিক্ষকসুলভ আচরণ করবেন এর গ্যারান্টি কী?

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার  প্রত্নত্তত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের 'এআরসি-৪২৩' কোর্সের পরীক্ষা আবারো নেয়া হয় কিন্তু মোট ৪০ জন শিক্ষার্থীর মধ্যে ১০ জন পরীক্ষায় অংশ নেয়নি।

এ ব্যাপারে উক্ত কোর্সের শিক্ষক সহকারী অধ্যাপক মুর্শেদ রায়হানের সাথে যোগাযোগ তিনি এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

এ ব্যাপারে বিভাগটির বিভাগীয় প্রধান  সহযোগী অধ্যাপক ড. সোহরাব উদ্দিন বলেন, 'যে কয়জন পরীক্ষা দেয়নি তাদের ব্যাপারটা আমি উপাচার্য এবং উপ-উপাচার্যকে জানিয়েছি। তারা বলেছেন যারা পরীক্ষা দেয়নি তাদের পরীক্ষাটা খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ে নিতে।'

অভিযুক্ত শিক্ষকের তত্বাবধানে তারা পরীক্ষা দিবেন না এমন দাবি সম্পর্কে অবগত আছেন কিনা জানতে চাইলে তিনি  বলেন, 'এই ব্যাপারে  আমাকে কেউ কোনো স্টেটমেন্ট দেয়নি।'

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, 'প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষকরা কয়েকজন শিক্ষার্থীর পরীক্ষা না দেয়ার বিষয়টি আমাকে জানিয়েছে।  আমি শিক্ষকদের বলে দিয়েছি যেহেতু পরীক্ষাটা অনেকদিন আটকে আছে তাই তাদের একটা সুযোগ দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা নিয়ে নিতে। যেহেতু প্রশাসন পরীক্ষা নিয়ে নিতে বলেছে সেহেতু শিক্ষার্থীদের দায়িত্ব হচ্ছে পরীক্ষা দিয়ে দেয়া।'

এর আগে গত ১৭ জানুয়ারি প্রত্নত্তত্ব বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষা না দেয়ার দাবিতে আবেদন করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর।

এমএসএম / এমএসএম

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ

উত্তরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন