বাড়ছে মিটার চুরি-জোর দাবি নজরদারির!
সিরাজগঞ্জের রায়গঞ্জে আবারো বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি বেড়েছে। এই চোর চক্র থেকে রেহাই পাচ্ছেন না ইপি চেয়ারম্যানসহ সাধারণ মানুষেরা।সাধারণ মানুষ বলছেন দিন দিন বেড়েই চলেছে এই মিটার চুরি কিন্তু পল্লি বিদ্যুৎ এর নেই তেমন নজর দারি।
প্রায় ৬ মাস আগে উপজেলার পূর্ব লক্ষিকোলা এলাকায় গণহারে প্রায় ১৮টি বিদ্যুতের মিটার ও ট্রান্সফরমার চুরি হয়।সম্প্রতি আবারো প্রায় ১০টি বিদ্যুতের মিটার চুরি হয়েছে। চুরি বেড়ে যাওয়ায় আতঙ্কে রয়েছেন পূর্ব লক্ষিকোলা এলাকার তাঁতকল মালিকরাসহ উপজেলার শিল্প কলকারখানার মালিকরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতি মাসে গড়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় রায়গঞ্জ উপজেলায় ট্রান্সফরমার চুরি হয়েছে ১২টি।
এদিকে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতায় চুরি যাওয়া প্রায় সবগুলো মিটারই তাঁত কল, চালকল, আর সেচকাজের সঙ্গে সংযোগ করা। মিটার চুরি হওয়ায় বিচ্ছিন্ন রয়েছে তাঁত কলের বিদ্যুৎ সংযোগ। এতে তাঁত বস্ত্র তৈরির সব ধরনের প্রক্রিয়া বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছেন তাঁতকল মালিকরা।
পূর্ব লক্ষিকোলা এলাজার এক বাসিন্দা জানান, আনুমানিক প্রায় ৬মাস আগে মিটার চুরির ঘটনা ঘটেছিল। এক সূত্র বলছে, সম্প্রতি আবার মিটার চুরি বেড়েছে। মিটার চুরি করে নেয়ার পর চোরচক্র মিটার ফ্রেমে একটি টোকেনে বিকাশ নম্বর রেখে যায়। সেই নম্বরে সকালে যোগাযোগ করা হলে চক্রের এক সদস্য প্রতিটি মিটারের জন্য ৬ হাজার টাকা করে দাবি করেন।
উপজেলার আরেক বাসিন্দা জানান, প্রতিটি মিটারে ৬ হাজার করে টাকা দিলে মিলের পাশে মিটারগুলো রাখা আছে বলে জানায় চোর চক্রের সদস্যরা। পরে সেখান থেকে মিটার উদ্ধার করা হলেও বিদ্যুতের সংযোগ না পেয়ে সংশ্লিষ্ট অফিসে ধরনা দিতে হচ্ছে।
তিনি আরো বলেন, বিদ্যুতের লাইন চালু থাকা অবস্থায় সাধারণ মানুষের পক্ষে মিটার চুরি সম্ভব নয়। পল্লী বিদ্যুতের লাইনম্যানদের সঙ্গে বাইরের শ্রমিক যারা কাজ করেন তারা মিটার চুরির সঙ্গে সম্পৃক্ত না হলে এভাবে মিটার ও ট্রান্সফরমার চুরি সম্ভব নয়।
এ ব্যাপারে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান,গত রাতে চুরি হওয়া মিটারের আমরা কোন অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ দিকে রায়গঞ্জ ২নং এলাকার পল্লি বিদ্যুৎ সমিতির পরিচালক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মীর রফিকুল ইসলাম রতি বলেন,রায়গঞ্জে মিটার চুরির ঘটনা নতুন কিছু নয়। কঠিন নজরদারিসহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাতি জোনের এজিএম জানান, রায়গঞ্জ উপজেলার পূর্ব লক্ষিকোলা এলাকায় প্রায় ১০টি মিটার চুরির কথা শুনেছি। বিষয়টি খুবই দুঃখজন।রায়গঞ্জ উপজেলায় গড়ে প্রতিমাসে প্রায় ১২টি মিটার ও ৬টি টান্সফারমা চুরি হয়।চুর চক্র মিটারের পাশে বিকাশ নাম্বার দিয়ে চলে যায়।পরে বিকাশে ফোন দিলে গ্রাহকের নিকট টাকা দাবি করে তারা। উদ্বর্তন কর্তৃপক্ষ যদি বিকাশ নাম্বার ট্যাকিং করেন তাহলে হয়তো এই চর চক্রের মূল হোতা কে ধরা সম্ভব বলে জানান তিনি।
তিনি আরো জানান, পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে মিটার চুরি রোধে মাইকিংসহ লিফলেট বিতরণ ও গ্রাহকদের মিটার পাহারা দেয়ার জন্য বলা হচ্ছে।
এমএসএম / এমএসএম
সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
মনোহরগঞ্জ–লাকসাম আসনে আওয়ামী লীগ অনুপস্থিত, দুই মুখী লড়াই বিএনপি–জামায়াতে
সাভারে ইটভাটা শ্রমিকদের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
নগরকান্দায় প্রতিবন্ধী ব্যাক্তিদের সুদমুক্ত ঋন বিতরণ
চট্টগ্রাম ৯ আসনে ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধিদের সমাবেশ অনুষ্ঠিত
কেশবপুরে আবুবকর আবু'র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত
মনিরামপু্ের পাকিস্তানি জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান
ফতেয়াবাদ স্কুলকে সরকারিকরণের উদ্যোগ নিব ব্যারিস্টার মীর হেলাল
মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আ.লীগ–বিএনপি : এলাকায় শান্তির বার্তা
আমরা দীর্ঘদিন আপন লোকদের জানাজায় যেতে পারিনি - আবুল কালাম
বাঘা পৌর প্রকল্পের রাস্তা ও ড্রেন উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
লাকসামে ৪নং ওয়ার্ডে বিএনপি সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময়