ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

শর্মিলা জেসমিন তুলির রেসিপিঃ নারিকেল পোলাও


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ১২:৪৩
উপকরণ
 
নারিকেলের দুধ-৩কাপ
পোলাও র চাল-১কাপ
দারচিলি-২টা
চেজপাতা-২টা
এলাস-৪টা
চিনি-৪টেবিল চামচ
লবন-১চিমটি
কিসমিস-২৫গ্রাম 
কাজুবাদাম -২৫গ্রাম
পেস্তা বাদাম -২৫গ্রাম
চিনা বাদাম-২৫গ্রাম
 
প্রস্তত প্রণালীঃ
হাঁড়িতে  নারিকেলের দুধ. দারচিনি. এলাস.তেজপাতা.  দিয়ে জ্বাল করে
দুধ ফুটে  এলে চাল. চিনি . এক চিমটি  লবন. দিয়ে কিছু  সময়  জ্বাল করে । বাদাম. কিসমিস  দিয়ে
কিছু  সময়  দমে রেখে।
নামিয়ে  গরম গরম পরিবেশন  করতে হবে।  নোয়াখালীর  ঐতিহ্যবাহী   নারিকেল  পোলাও

এমএসএম / এমএসএম