ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে গ্রাম্য শালিশে অর্থ জরিমানার রায়ের অভিযোগ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-১-২০২৩ দুপুর ৩:৩৩
সিরাজগঞ্জের রায়গঞ্জে পরোকিয়া প্রেমিকের হাতধরে গৃহবধূ  উধাও।গ্রাম্য শালিশে উল্টো বিচারে নীরহ স্বামীকে ৭ লাখ টাকা জরিমানার রায় করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীর পিতা রেজাউল করিম তালুকদার। এ নিয়ে  এলাকাবাসীর মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। 
 
ভুক্তভোগী স্বামীর পিতা রেজাউল করিম তালুকদার জানান, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা দক্ষিণ পাড়া এলাকার   জহুরুল মাষ্টারের মেয়ে লুভা খাতুন পাশ্ববর্তী ডুমড়াই গ্রামের আলামিনের পুত্র আসিফের সাথে প্রেমে জড়িয়ে অজানার পথে পাড়ি জমায়। পরে স্বজনরা অনেক তল্লাশীর পর লুভাকে উদ্ধার করে। পরবর্তিতে মেয়েপক্ষ এই অপবাদ ঢাকতে  একই গ্রামের রেজাউল করিম তালুকদারের পুত্র মামুন তালুকদারের সঙ্গে  বিয়ে দেয়।
 
কিন্তু নববধূ  লুভা তার প্রেমিককে ছাড়তে রাজি নয়।   কিছু দিন যেতে না যেতেই তার প্রেমিক আসিফের সাথে ফোন আলাপ করতে থাকে। স্বামী পক্ষ বিষয়টি টের পেয়ে তাকে মোবাইল ফোন আলাপ না করার জন্য বারবার নিষেধ করে। এরই একপর্যায়ে স্বামী সংসার ফেলে রেখে পরোকিয়া প্রেমিক আসিফের হাত ধরে উধাও হয় লুভা। উধাও হওয়ার ২ দিন পর ঢাকা থেকে স্বজনরা তাকে উদ্ধার করে। বিষয়টি মিমাংসার লক্ষ্যে গত  বৃহস্পতিবার রাতে  মেয়ের বাড়িতে একটি শালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। আস্তাহার আলীর সভাপতিত্বে শালিশিয়ানদের মধ্যে উপস্থিত ছিলেন মফিজ উদ্দিন শেখ, শামীম উদ্দিন, সোলাইমান আলী, ইউপি সদস্য হাবিবুর রহমান সহ অনেকেই। উক্ত শালিশি বৈঠকে  অপরাধী  আসিফকে জরিমানা না করে উল্টো  নিরীহ  স্বামীর পক্ষকে ৫ লাখ টাকা মৌখিক জরিমানার রায় করা হয়। জরিমানার টাকা জোগাড় করতে ভুক্তভোগী মামুন তালুকদারের পিতা রেজাউল করিম তালুকদার এখন দ্বারে দ্বারে ঘুড়ছে।
 
এ বিষয়ে শালিশিয়ান বিচারকদের নিকট জানতে চাইলে তারা বিষয়টি নিয়ে কথা বলবেন না মর্মে জানিয়ে দেন।এ বিষয়ে রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন,এ ঘটনায় শালিশিয়ান বৈঠকে ভুক্তভোগী মামুন তালুকদারের স্ত্রী লুভা খাতুনকে তালাক দেওয়ার জন্য একটা অংকের টাকা জরিমানার মৌখিক রায় ঘোষণা করেন শালিশিয়ান বিচারকরা।এ বিষয়ে চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নান খাঁন বলেন,বিষয়টি আমি পত্রিকায় দেখেছি।পরে আমার কাছে দুই পক্ষ বিষয়টি জানিয়েছে।

এমএসএম / এমএসএম

সিংড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরার মাটি জামায়াতের নয় ধানের শীষের ঘাঁটি

নরসিংদীতে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লেবু ও মাল্টা চাষে স্বপ্ন থেকে সফলতার মুখ দেখছেন বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী রকিবুল হাসান

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ–লাকসাম আসনে আওয়ামী লীগ অনুপস্থিত, দুই মুখী লড়াই বিএনপি–জামায়াতে

সাভারে ইটভাটা শ্রমিক‌দের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নগরকান্দায় প্রতিবন্ধী ব্যাক্তিদের সুদমুক্ত ঋন বিতরণ

চট্টগ্রাম ৯ আসনে ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধিদের সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে আবুবকর আবু'র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

মনিরামপু্ের পাকিস্তানি জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান

ফতেয়াবাদ স্কুলকে সরকারিকরণের উদ্যোগ নিব ব্যারিস্টার মীর হেলাল

মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আ.লীগ–বিএনপি : এলাকায় শান্তির বার্তা