ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরূদ্ধে আদালত অবমাননার অভিযোগ


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ২৩-১-২০২৩ দুপুর ৩:৫

চট্টগ্রামের সাতকানিয়ায় ১৭নং সোনাকানিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২০ জানুয়ারি) একটি অনলাইন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করেই মূলত এই অভিযোগ উঠে। সাক্ষাৎকারে চেয়ারম্যান জসিম উদ্দীনকে বলতে শুনা যায় “আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে মানুষ সাতকানিয়া সহকারী জ্বজ আদালতে যায়না। সকল প্রকার সালিশ বিচার ও জায়গা জমির বিচাররে জন্য সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ এখন জনগণের আস্থার ঠিকানা”। তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সাতকানিয়ায় কর্মরত আইনজীবিদের দৃষ্টিগোচর হয়। এতেই আইনজীবিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

সাতকানিয়া জ্বজ আদালতে কর্মরত এডভোকেট রাশেদুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের আওতাভূক্ত প্রতিটি কাজ একজন ইউপি চেয়ারম্যান সম্পাদন করতে পারবেন। এটা আইন সঙ্গত। তবে ভূমি সংক্রান্ত প্রতিটি বিচারের জন্য জনগণকে অবশ্যই আদালতে আসতে হবে। এটি চেয়ারম্যানের এখতিয়ার বহির্ভূত। চেয়ারম্যান যেটি বলেছেন তা সম্পূর্ণ আদালত অবমাননার শামিল।

সাতকানিয়া আইনজীবি সমিতির সাধারণ এডভোকেট মেজবাহ উদ্দীন চৌধুরী কছির বলেন, সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দীন গত ১৭ই জানুয়ারীর একটি ঘটনার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালত সম্পর্কে  যে বক্তব্য দিয়েছেন তা সম্পর্ণ  আইন বহির্ভূত । তিনি সরাসরি আইন আদালতকে অবমাননা করেছেন। তিনি তার বক্তব্যে বলেছেন আমি চেয়ারম্যান  হওয়ার পর মানুষ আর সাতকানিয়া সিনিয়র সহকারি জজ আদালতে যাচ্ছেনা, আমার পরিষদকেই বেছে নিয়েছেন আশ্রয়স্থল হিসেবে, তারা আর আগের মত হয়রানী হচ্ছেনা। আইনজীবি সমিতির সাধারণসম্পাদক- আরো বলেন  অথচ! চেয়ারম্যান ভিডিও বক্তব্যে বলেছেন কাগজপত্র দেখে দেখে জায়গা জমি পরিমাপ করে জনগনকে বুঝিয়ে দিচ্ছেন নিজেই সেটাও আইনবহির্ভূত বক্তব্য, সে দেওয়ানী আদালতের কাজ নিজেই করতে পারেনা।এক্ষেত্রে মাননীয় আদালতের প্রতি তিনি স্পষ্ট কটাক্ষ করে নিজের বড়ত্ব প্রমাণ করতে চেয়েছেন।

আমরা তার এই বক্তব্য প্রত্যাহারের  প্রকাশ্যে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় সাতকানিয়া আইনজিবি সমিতি অচিরেই পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।


এদিকে সাতকানিয়া আইনজীবি সমিতির আরেক নেতা এডভোকেট হিরু বলেন- ১৭ই জানুয়ারীর একটি সংবাদের জের ধরে -আদালত অবমাননার মত ধৃষ্টতা দেখিয়েছেন সোনাকানিয়ার চেয়ারম্যান এই বিষয়ে আমাদের আইনজীবি সমিতিতে কথা হয়েছে এবং বিষয়টা আমাদের সাধারণ কচির স্যার দেখভাল করছেন ও চেয়ারম্যানের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে এ বিষয়ে সোনাকানিয়া ইউপি চেয়ারম্যানকে কল করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

এর আগে গত ১৭ জানুয়ারি স্থানীয় একটি অনলাইন গণমাধ্যমে “ গালিগালাজ করায় সোনাকানিয়ার চেয়ারম্যানকে স্থানীয়দের পিটুনি, টেবিলের নিছে লুকিয়ে আত্মরক্ষা” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে স্থানীয় বাসিন্দা তারেক, হেলাল,মাহবুব, সোবহানি ও সাকিবসহ একাধিক বাসিন্দার বরাত দিয়ে বলা হয় ১৬ই জানুয়ারি সোনাকানিয়া ইউপিস্থ নির্মানাধীন একটি সড়কের ব্যারিকেড সরিয়ে যাওয়ার চেষ্টা করলে মাওলানা আব্দুল গফুর নামে একজনকে মারধর করে ইলিয়াছ নামে এক নির্মান শ্রমিক। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঐ শ্রমিককে পার্শ্ববর্তী সুগন্ধা ক্লাবে নিয়ে গিয়ে মারধরের চেষ্টা করলে সে চেয়ারম্যানকে খবর দেয়। চেয়ারম্যান ঘটনাস্থলে এসে স্থানীয়দের গালিগালাজ করতে থাকলে স্থানীয়রা আরো ক্ষুব্ধ হয়ে পড়ে। এসময় উত্তেজিত জনতারা চেয়ারম্যান জসিমের উপর হামলে পড়ে। তখন জসিম টেবিলের নিচে ঢুকে আত্মরক্ষার জন্য পুলিশকে খবর দিলে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। তবে সংবাদে চেয়ারম্যানকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করলেও মারধরের বিষয়টি নিশ্চত করেননি সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসির আরফাত।

এ সংবাদকে অপপ্রচার দাবি করে গত ১৯ জানুয়ারি চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন চেয়ারম্যান জসিম উদ্দীন। মামলায় সাংবাদিক সৈয়দ আক্কাস উদ্দীন ও নির্বাচনকালীন তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী সেলিম উদ্দীন ও বর্তমান জেলা পরিষদ সদস্য আব্দুল আলীম সহ অজ্ঞাত একটি ফেসবুক আইডিকে আসামী করা হয়। পরদিন ২০ জানুয়ারি মামলার বিষয়ে স্থানীয় একটি অনলাইন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকার চেয়ারম্যান জসিম উদ্দীন। এ সাক্ষাৎকারে আইন আদালত নিয়ে মন্তব্য করলে আইনজীবিদের দৃষ্টিগোচর হয় এবং আইনজীবিরা তার এই মন্তব্য আদালত আবমাননার শামিল বলে দাবি করেন।

এদিকে সত্য ঘটনায় সংবাদ পরিবেশনের কারণে সাংবাদিকের বিরুদ্ধে আইসিটি মামলা করায় সাতকানিয়ার কর্মরত সকল সাংবাদিক  রাজপথে আন্দোলনে নামবে বলেও সুত্র নিশ্চিত করেন।

এমএসএম / এমএসএম

বালু খে‌কোরা যত বড় হোক কাউকে ছাড় দেয়া হ‌বে নাঃ ইউএনও ত‌রিকুল ইসলাম

‎বন্দরবান জেলা পরিষদের প্রকল্প বাতিল, পিছিয়ে পরার ভয় ১৩ জনগোষ্ঠীর

পারিবারিক কলহের জেরে পিতার হাতে পুত্র খুন

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে জেলা পরিষদের শিক্ষাবৃত্তির চেক প্রদান

ডায়াগণস্টিকে স্বাক্ষর জালিয়াতি : খাবারে নেই মেয়াদ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতক্ষীরা বাইপাস সড়কে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা, অভিযোগের তীর কর্তৃপক্ষের বিরুদ্ধে

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন

পঞ্চগড়ে প্রাঃ শিক্ষা অফিসারের অর্থ কেলেঙ্কারি ব্যবস্থা নিতে গড়িমসি কতৃপক্ষের

সাতক্ষীরা শহরের ৯নং ওয়ার্ডের ওএমএস ডিলারের বিরুদ্ধে কারচুপির অভিযোগ

গোদাগাড়ীতে উন্নত জাতের মাসকলাই বীজ ও সার বিতরণ

কাজ শেষে না করেই লাশ হলো দুই বন্ধু, ট্রাকের ধাক্কায় দুই তরুণের মৃত্যুতে চলছে শোক