পাবনা শহরকে যানজটমুক্ত রাখতে ভিন্নধর্মী পদক্ষেপ

শহরবাসীর দীর্ঘদিনের দাবি যানজটমুক্ত শহর। কিন্তু কোনভাবেই যানজটমুক্ত করা সম্ভব হয়নি। যানজটমুক্ত করতে সব ধরণের পদক্ষেপ ব্যর্র্থ হওয়ার পর এবার কর্তৃপক্ষ ভিন্ন কায়দায় শহরমুক্ত রাখতে পদক্ষেপ নিয়েছে। পাবনা শহরকে যানজটমুক্ত রাখতে ব্যাটারী চালিত অটোবাইকসমূহকে লাল, হলুদ ও কালো রং করণ শুরু করা হয়েছে। পাবনা পৌর এলাকায় একেক রং এর অটোবাইক একেক দিন চালানোর জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।
সোমবার বিকেলে অটোবাইক রং করণের উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী।ঈাবনা জেলা ব্যাটারী চালিত অটোবাইক মালিক ও চালক সমিতির উদ্যোগে পাবনা শহর এলাকায় যানজটমুক্ত রাখতে পৌরসভার নিবন্ধিত অটোবাইকসমূকে লাল ও হলুদ এবং ইউনিয়ন পরিষদের নিবন্ধিত অটোবাইকসমূহকে কালো রং করণ করা হয়। লাল রং এর অটোবাইট একদিন চলবে পরের দিন চলবে হলুদ রং এর অটোবাইক, কালো রং এর অটোবাইক পৌরসভার মধ্যে প্রবেশ করতে সীমাবদ্ধতা থাকবে।
ভিন্নধর্মী এ পদক্ষেপ উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে জেলা অটোবাইক মালিক সমিতির সভাপতি বিপ্লব স্যানালের সভাপতিত্বে এবং পাবনা চেম্বার্স অব কর্মাসের পরিচালক মিন্টু এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পাবনা পৌর মোঃ মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, ট্রাফিক ইনচার্জ আবু হেনা মোস্তফা নোমান, মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদল, ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইশহাক আলী, আওয়ামী লীগ নেতা আজমত আলী বিশ^াস প্রমুখ।
পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, পাবনা শহরকে যানজটমুক্ত, পরিছন্ন, নির্মল রাখতে অটোবাইকসমূকে লাল, হলুদ ও কালো রং করণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ীক নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, বাস, ট্রাক, অটোবাইক, রিক্সা মালিক চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকলের সহযোগিতায় পাবনা শহরকে সুন্দর রাখতে ও মানুষের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, পাবনা শহরকে যানজটমুক্ত রাখতে বেশ কিছু কাজ করতে হবে। অটোবাইকসমূহকে রং করণের মধ্য দিয়ে কাজ শুরু হলো। পর্যায়ক্রমে আরো কাজ করতে হবে। এ জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ঊল্লেখ্য, পাবনায় যখন যে নতুন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের আগমণ ঘটে; প্রথমেই গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে থাকেন। সেখানে শহরকে যানজটমুক্ত করতে প্রশাসনের প্রতি প্রতিবারই সাংবাদিকরা জোরালো বক্তব্য রাখেন। কিন্তু আশ্বাসের কোন প্রতিফলন শহরবাসী আজো দেখতে পায়নি। এবার পৌর মেয়রের এমন পদক্ষেপ কতটুকু বাস্তবায়িত হয় তা দেখার অপেক্ষায় শহরবাসী।
এমএসএম / এমএসএম

পাঁচবিবিতে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজারে ৩ দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু

মির্জাগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি আটক

বিভিন্ন ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে সাবেক কাস্টমস কর্মকর্তা মুন্সি আকতার হোসেনের সংবাদ সম্মেলন

পাকশীতে রেলওয়ে প্রকৌশলী বিভাগের কর্মচারী অ্যাসোসিয়েশনের বারো দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা

অনির্বাণের আয়োজনে লেখক ও কবিদের চলনবিল ভ্রমণ ও সাহিত্য আড্ডা

জয়পুরহাটে বিজ্ঞান অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী

ভূঞাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশের ৪ সদস্য আহত

পাঁচবিবিতে উপজেলা স্কাউটের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন

তাড়াশের ২ জন পাচারকারী র্যাব-১২’র অভিযানে মূল্যবান কষ্টি পাথরের তৈরি মূতিসহ গ্রেফতার

বাউফলে দুই বাড়িতে ডাকাতি; গণপিটুনিতে নিহত ১

কুড়িগ্রাম -১আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা:মো: ইউনুস আলী
