ঢাকা বৃহষ্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

পাবনা শহরকে যানজটমুক্ত রাখতে ভিন্নধর্মী পদক্ষেপ


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ২৪-১-২০২৩ দুপুর ৩:২৩

শহরবাসীর দীর্ঘদিনের দাবি যানজটমুক্ত শহর। কিন্তু কোনভাবেই যানজটমুক্ত করা সম্ভব হয়নি। যানজটমুক্ত করতে সব ধরণের পদক্ষেপ ব্যর্র্থ হওয়ার পর এবার কর্তৃপক্ষ ভিন্ন কায়দায় শহরমুক্ত রাখতে পদক্ষেপ নিয়েছে। পাবনা শহরকে যানজটমুক্ত রাখতে ব্যাটারী চালিত অটোবাইকসমূহকে লাল, হলুদ ও কালো রং করণ শুরু করা হয়েছে। পাবনা পৌর এলাকায় একেক রং এর অটোবাইক একেক দিন চালানোর জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

সোমবার বিকেলে অটোবাইক রং করণের উদ্বোধন করেন পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী।ঈাবনা জেলা ব্যাটারী চালিত অটোবাইক মালিক ও চালক সমিতির উদ্যোগে পাবনা শহর এলাকায় যানজটমুক্ত রাখতে পৌরসভার নিবন্ধিত অটোবাইকসমূকে লাল ও হলুদ এবং ইউনিয়ন পরিষদের নিবন্ধিত অটোবাইকসমূহকে কালো রং করণ করা হয়। লাল রং এর অটোবাইট একদিন চলবে পরের দিন চলবে হলুদ রং এর অটোবাইক, কালো রং এর অটোবাইক পৌরসভার মধ্যে প্রবেশ করতে সীমাবদ্ধতা থাকবে।

ভিন্নধর্মী এ পদক্ষেপ উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে জেলা অটোবাইক মালিক সমিতির সভাপতি বিপ্লব স্যানালের সভাপতিত্বে এবং পাবনা চেম্বার্স অব কর্মাসের পরিচালক মিন্টু এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পাবনা পৌর  মোঃ মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন, ট্রাফিক ইনচার্জ আবু হেনা মোস্তফা নোমান, মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাদল, ট্রাক মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ইশহাক আলী, আওয়ামী লীগ নেতা আজমত আলী বিশ^াস প্রমুখ।

পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান বলেন, পাবনা শহরকে যানজটমুক্ত, পরিছন্ন, নির্মল রাখতে অটোবাইকসমূকে লাল, হলুদ ও কালো রং করণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ীক নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, বাস, ট্রাক, অটোবাইক, রিক্সা মালিক চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকলের সহযোগিতায় পাবনা শহরকে সুন্দর রাখতে ও মানুষের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, পাবনা শহরকে যানজটমুক্ত রাখতে বেশ কিছু কাজ করতে হবে। অটোবাইকসমূহকে রং করণের মধ্য দিয়ে কাজ শুরু হলো। পর্যায়ক্রমে আরো কাজ করতে হবে। এ জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। ঊল্লেখ্য, পাবনায় যখন যে নতুন জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের আগমণ ঘটে; প্রথমেই গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে থাকেন। সেখানে শহরকে যানজটমুক্ত করতে প্রশাসনের প্রতি প্রতিবারই সাংবাদিকরা জোরালো বক্তব্য রাখেন। কিন্তু আশ্বাসের কোন প্রতিফলন শহরবাসী আজো দেখতে পায়নি। এবার পৌর মেয়রের এমন পদক্ষেপ কতটুকু বাস্তবায়িত হয় তা দেখার অপেক্ষায় শহরবাসী।

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে ৫ মাস বয়সী শিশু অপহরণ, ১৬ ঘন্টার পুলিশি অভিযানে উদ্ধার, গ্রেফতার-১

কুমিল্লা নামেই বিভাগ হবে, লাকসাম হবে জেলা: আবুল কালাম

ধামইরহাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নারী নির্যাতন ও নাশকতা মামলায় তাঁতীলীগ নেতা রিয়াদ আটক

আদমদীঘিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাংবাদিক মতি গুরুতর আহত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩ দফা দাবী বাস্তবায়ন ও শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কুড়িগ্রামে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৫ পালিত

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় করণীয় নির্ধারণ

বাংলাদেশের ৩য় শহর হিসেবে জয়পুরহাটে স্টারলিংক ইন্টারনেট এর উদ্বোধন

মাদারীপুরে পিআরসহ পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলনের মানববন্ধন

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন ১৩ বিডিআর জোয়ান

মানিকগঞ্জে ব্র্যাকের স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

গোদাগাড়ীতে বাড়ী দখল করে ভাঙচুর ও প্রাণনাশের হুমকি