ঢাকা বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে ভুয়া এনজিও উধাও


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৭-১-২০২৩ দুপুর ৩:৫০

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাগো ফাউন্ডেশন নামের একটি ভুয়া এনজিও ঋণ দেওয়ার প্রতিশ্রুতি  দিয়ে  গ্রাহকের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ চক্রের ফাদে পরে অর্থ হারিয়েছে প্রায় দুই শতাধিক পরিবার।

রায়গঞ্জ উপজেলার জাহাঙ্গীর,আলম,সায়েম,আরিফ,হাফিজুর রজমান,এনামুল হক সহ অসংখ্য ভুক্তভোগী  গ্রাহকরা জানান, এনজিওটি সম্প্রতি রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা বাজারে একটি বাসা ভাড়া নেয়। এরপর ব্যবসায়ীদের ঋণ সহযোগিতা দেওয়ার কথা বলে জামানত হিসাবে বা সঞ্চয় হিসাবে প্রায় ২শতাধিক ব্যক্তির থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়।তবে এনজিওটির  ব্রাঞ্চ ম্যানেজারের পরিচয় দেওয়া এক ব্যক্তি শাহিদ নামে একটি ভিজিটিং কার্ড দেন।আসলে ব্রাঞ্চ ম্যানেজারের আসল পরিচয় কি সেটাও নিশ্চিত নন কেউ।

ঋণ বিতরণের দিন ঘনিয়ে এলে সংস্থার লোকজন রোববার (২২ জানুয়ারি ) অফিস ফেলে পালিয়ে যায়। সোমবার (২৩ জানুয়ারি) প্রায় দুই শতাধিক  গ্রাহক ঋণ নিতে এসে রায়গঞ্জ শাখা অফিস পূর্ব লক্ষীকোলা বাজার এলাকার শফিকুল ইসলামের বাসার সামনে ভিড় করতে থাকে। কিন্তু অফিসে কাউকে পাওয়া যায়নি।

বাসার মালিক শফিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে বাসা মালিক  ব্রাঞ্চ ম্যানেজার বা এনজিওটির কোন কর্মকর্তার ভোটার আইডি কার্ড না নিয়েই ও নগদ ৫ হাজার টাকা নিয়ে মৌখিক ৩ লক্ষ টাকা চুক্তিপত্র  করে বাসাটি ভাড়া দেন।

গ্রাহকরা এনজিওটির বিষয়ে বাসা মালিকের নিকট পূর্বে তথ্য নিতে গেলে তিনি এনজিওটির সুমান করে বলেন এটা আমার পূর্ব পরিচিত ও বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান।
সামাজিক ব্যক্তিত্বরা বলছে ভূয়া এই এনজিও কর্মকর্তারা আসলে প্রতারক চক্রের সদস্য। তাদের দেওয়া সকল ফোন নাম্বার বন্ধ আছে।

প্রতারকরা অনেক সময় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে মানুষের কাছ থেকে  প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করে পালিয়ে যায়।
অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে মো.এনামুল হক,মো.রফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানায়  অভিযোগকারি ভুক্তভোগী এনামুল হক জানান,জাগো ফাউন্ডেশন এর ব্রাঞ্চ ম্যানেজার পরিচয় দিয়ে এবং উপজেলার পূর্ব লক্ষীকোলা এলাকার আলমের বসতবাড়ি অফিসের ঠিকানা দিয়ে আমাকে  ৬ লক্ষ টাকা লোন দেওয়ার শর্তে ৬৬ হাজার টাকা নেয়। পরে লোন দেওয়ার সময় হলে আমি অফিসে গেলে তাদের কাওকে অফিসে পাইনি।এমন ঘটনা ভুয়া এই চক্রটি অনেকের সাথে ঘটিয়েছে। আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান জানান,এনজিওটি আমাদের পৌরসভা থেকে কোন  প্রকার ট্রেড লাইসেন্স নেই নি এবং কোন এনজিও বা প্রতিষ্ঠানকে যদি কেউ ঘরভাড়া দেন তাহলে পৌরসভাকে সেটা অবগত করতে হয় কিন্তু আমার কাছে এ বিষয়ে কোন কিছু জানাইনি বাসার মালিক শফিকুল ইসলাম।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, ভুক্তভোগীরা জাগো ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদনÍ চলমান রয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন,ভুয়া এই ফাউন্ডেশন সম্পর্কে আমি শুনেছি ।অনেকের টাকা হাতিয়ে নিয়ে যাওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন ।বিষয়টি থানা পুলিশ দেখছেন।তিনি আরো বলেন,একজন বাড়ির মালিক যদি কোন বাড়ি ভাড়া দেন  তাহলে অবশ্যই তাকে ভোটার আইডি কার্ড ও চুক্তি পত্র করে তাকে ঘর ভাড়া দিতে হবে।আর এনজিও প্রতিষ্ঠানের জন্য অবশ্যই প্রয়োজনিয় কাগজপত্রসহ উপজেলা প্রশাসনের নিকট যোগাযোগ করতে হবে।এই ফাউন্ডেশনের কোন কর্মচারি কর্মকর্তা আমাদের কাছে আসেন নি।

এমএসএম / এমএসএম

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ

গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান

আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী

প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক

সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা

আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা

আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া

নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট

দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা

তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ

বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা