ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে ভুয়া এনজিও উধাও


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৭-১-২০২৩ দুপুর ৩:৫০

সিরাজগঞ্জের রায়গঞ্জে জাগো ফাউন্ডেশন নামের একটি ভুয়া এনজিও ঋণ দেওয়ার প্রতিশ্রুতি  দিয়ে  গ্রাহকের কাছ থেকে প্রায় অর্ধ কোটি টাকা নিয়ে উধাও হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।এ চক্রের ফাদে পরে অর্থ হারিয়েছে প্রায় দুই শতাধিক পরিবার।

রায়গঞ্জ উপজেলার জাহাঙ্গীর,আলম,সায়েম,আরিফ,হাফিজুর রজমান,এনামুল হক সহ অসংখ্য ভুক্তভোগী  গ্রাহকরা জানান, এনজিওটি সম্প্রতি রায়গঞ্জ পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা বাজারে একটি বাসা ভাড়া নেয়। এরপর ব্যবসায়ীদের ঋণ সহযোগিতা দেওয়ার কথা বলে জামানত হিসাবে বা সঞ্চয় হিসাবে প্রায় ২শতাধিক ব্যক্তির থেকে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়।তবে এনজিওটির  ব্রাঞ্চ ম্যানেজারের পরিচয় দেওয়া এক ব্যক্তি শাহিদ নামে একটি ভিজিটিং কার্ড দেন।আসলে ব্রাঞ্চ ম্যানেজারের আসল পরিচয় কি সেটাও নিশ্চিত নন কেউ।

ঋণ বিতরণের দিন ঘনিয়ে এলে সংস্থার লোকজন রোববার (২২ জানুয়ারি ) অফিস ফেলে পালিয়ে যায়। সোমবার (২৩ জানুয়ারি) প্রায় দুই শতাধিক  গ্রাহক ঋণ নিতে এসে রায়গঞ্জ শাখা অফিস পূর্ব লক্ষীকোলা বাজার এলাকার শফিকুল ইসলামের বাসার সামনে ভিড় করতে থাকে। কিন্তু অফিসে কাউকে পাওয়া যায়নি।

বাসার মালিক শফিকুল ইসলাম জানান, সোমবার দিবাগত রাত থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে বাসা মালিক  ব্রাঞ্চ ম্যানেজার বা এনজিওটির কোন কর্মকর্তার ভোটার আইডি কার্ড না নিয়েই ও নগদ ৫ হাজার টাকা নিয়ে মৌখিক ৩ লক্ষ টাকা চুক্তিপত্র  করে বাসাটি ভাড়া দেন।

গ্রাহকরা এনজিওটির বিষয়ে বাসা মালিকের নিকট পূর্বে তথ্য নিতে গেলে তিনি এনজিওটির সুমান করে বলেন এটা আমার পূর্ব পরিচিত ও বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান।
সামাজিক ব্যক্তিত্বরা বলছে ভূয়া এই এনজিও কর্মকর্তারা আসলে প্রতারক চক্রের সদস্য। তাদের দেওয়া সকল ফোন নাম্বার বন্ধ আছে।

প্রতারকরা অনেক সময় ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে মানুষের কাছ থেকে  প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করে পালিয়ে যায়।
অর্থ হাতিয়ে নেওয়ার বিষয়ে মো.এনামুল হক,মো.রফিকুল ইসলামসহ একাধিক ব্যক্তি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

থানায়  অভিযোগকারি ভুক্তভোগী এনামুল হক জানান,জাগো ফাউন্ডেশন এর ব্রাঞ্চ ম্যানেজার পরিচয় দিয়ে এবং উপজেলার পূর্ব লক্ষীকোলা এলাকার আলমের বসতবাড়ি অফিসের ঠিকানা দিয়ে আমাকে  ৬ লক্ষ টাকা লোন দেওয়ার শর্তে ৬৬ হাজার টাকা নেয়। পরে লোন দেওয়ার সময় হলে আমি অফিসে গেলে তাদের কাওকে অফিসে পাইনি।এমন ঘটনা ভুয়া এই চক্রটি অনেকের সাথে ঘটিয়েছে। আমি থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

এ বিষয়ে রায়গঞ্জ পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠান জানান,এনজিওটি আমাদের পৌরসভা থেকে কোন  প্রকার ট্রেড লাইসেন্স নেই নি এবং কোন এনজিও বা প্রতিষ্ঠানকে যদি কেউ ঘরভাড়া দেন তাহলে পৌরসভাকে সেটা অবগত করতে হয় কিন্তু আমার কাছে এ বিষয়ে কোন কিছু জানাইনি বাসার মালিক শফিকুল ইসলাম।

রায়গঞ্জ থানার ওসি আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম জানান, ভুক্তভোগীরা জাগো ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে লিখিত অভিযোগ করেছেন। বিষয়টি তদনÍ চলমান রয়েছে।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন,ভুয়া এই ফাউন্ডেশন সম্পর্কে আমি শুনেছি ।অনেকের টাকা হাতিয়ে নিয়ে যাওয়ায় থানায় লিখিত অভিযোগ করেছেন ।বিষয়টি থানা পুলিশ দেখছেন।তিনি আরো বলেন,একজন বাড়ির মালিক যদি কোন বাড়ি ভাড়া দেন  তাহলে অবশ্যই তাকে ভোটার আইডি কার্ড ও চুক্তি পত্র করে তাকে ঘর ভাড়া দিতে হবে।আর এনজিও প্রতিষ্ঠানের জন্য অবশ্যই প্রয়োজনিয় কাগজপত্রসহ উপজেলা প্রশাসনের নিকট যোগাযোগ করতে হবে।এই ফাউন্ডেশনের কোন কর্মচারি কর্মকর্তা আমাদের কাছে আসেন নি।

এমএসএম / এমএসএম

সিংড়ায় জামায়াতের উঠান বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরার মাটি জামায়াতের নয় ধানের শীষের ঘাঁটি

নরসিংদীতে ৬ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

লেবু ও মাল্টা চাষে স্বপ্ন থেকে সফলতার মুখ দেখছেন বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী রকিবুল হাসান

সন্দ্বীপে ধানের শীষের প্রচারনায় বিশাল গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মনোহরগঞ্জ–লাকসাম আসনে আওয়ামী লীগ অনুপস্থিত, দুই মুখী লড়াই বিএনপি–জামায়াতে

সাভারে ইটভাটা শ্রমিক‌দের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

নগরকান্দায় প্রতিবন্ধী ব্যাক্তিদের সুদমুক্ত ঋন বিতরণ

চট্টগ্রাম ৯ আসনে ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধিদের সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে আবুবকর আবু'র মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

মনিরামপু্ের পাকিস্তানি জমিয়ত নেতা মাওলানা ফজলুর রহমান

ফতেয়াবাদ স্কুলকে সরকারিকরণের উদ্যোগ নিব ব্যারিস্টার মীর হেলাল

মাধবপুরে প্রতিহিংসা ভুলে এক মঞ্চে আ.লীগ–বিএনপি : এলাকায় শান্তির বার্তা