প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের
সিরাজগঞ্জের সলঙ্গার চরবেড়া উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী পদে চাকরি দেয়ার কথা বলে মোটা অংকের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক আক্তারের বিরুদ্ধে।
প্রধান শিক্ষকের বিরুদ্ধে গত (৩০ জানুয়ারি) সলঙ্গা থানা আমলী আদালত সিরাজগঞ্জে ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা দায়ের করে চাঁদ আলী নামে এক ব্যক্তি।
তার অভিযোগ,বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী পদে গত (১২ আগষ্ট) স্থানীয় পত্রিকায় নিয়োগ প্রকাশের পর প্রধান শিকক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে স্কুলের উন্নয়নের লক্ষে ১৩ লক্ষ টাকা দাবী করেন প্রধান শিক্ষক আক্তার হোসেন। এরপর তাজ উদ্দিন কে চাকরি দেওয়ার ১ শত ভাগ গ্যারান্টি দেন ঐ শিক্ষক। শিক্ষকের সঙ্গে বসে চাকরির বিষয়ে মৌখিক চুক্তি করেন।
চুক্তি অনুযায়ী,বাদীর ছোট ভাই তাজউদ্দীনের চরবেড়া উচ্চ বিদ্যালয়ে নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি দিবে এর জন্য আগাম টাকা পরিশোধ করতে হবে বলে জানান প্রধান শিক্ষক আক্তার হোসেন।গত ২০২২ সালের আগষ্ট মাসের ১৪ তারিখ রবিবার সকালে ১০দিকে ১৩ লক্ষ টাকা লেনদন হয়।
এরপর,গত (২৪ জানুয়ারী) লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করিলে দেখা যায় তাজউদ্দীনের চাকুরী হয় নাই। প্রধান শিক্ষক আক্তার হোসেন চাঁদ আলীকে বলে তোমার ভাইয়ের চাকুরী দিতে ব্যর্থ হইলাম। সেহেতু তোমার নিকট গ্রহণকৃত ১৩ লক্ষ টাকা ফেরত দিয়ে দেবেও। কথা অনুযায়ী গত (২৫ জানুয়ারি) তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফেরত দেয়। অবশিষ্ট টাকা ১ দিনের সময় নেয়। কিন্তু পরের দিন টাকা ফেরত না দিয়ে বাদী ও সাক্ষীদের হত্যা হুমকি দেয়।এবং তারা কোনও টাকা পায়না বলে অশিকার করে।
চরবেড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন সরকার বলেন,চাঁদ আলীর কাছ থেকে আমি একটি টাকা নেয়নি। সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে বেড়াছে।
উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ, কে, এম শামসুল হক বলেন, এ বিষয়টি আমার জানা নেই, তবে আমাদের কাছে যদি তদন্ত ভার আসে আমার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্তা নেব।
এমএসএম / এমএসএম
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ ও সমাবেশ
গ্লোবাল স্কলার্স অলিম্পিয়াডে স্বর্ণ ও রৌপ্য পদক পেলেন জুড়ীর ওয়ারিশা রাহমান
আওয়ামিলীগের সাথে কোন আপোষ নয় - মনিরুল হক চৌধুরী
প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে বিএনপির গফুর ভূঁইয়ার রিট
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে: পিআইবি মহাপরিচালক
সাভারে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের হ্যাঁ ভোটের প্রচারণা
আত্রাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষে অল্পের জন্য শত শত যাত্রী প্রাণে রক্ষা
আমার উপজেলা আমার দায়িত্ব—শিশুর জীবন হোক বাল্যবিবাহ মুক্ত
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া
নেত্রকোনার মদনে লাহুত হত্যা মামলার আট মাসেও মিলেনি চার্জশীট
দেয়াল পত্রিকা ইভেন্টে জাতীয় পর্যায়ে প্রথম বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের লাবিবা
তানোরে ভাতের সাথে বিষ মিশিয়ে নির্বিচারে হাঁস মুরগী মেরে ফেলার অভিযোগ
বাংলাদেশ একটা আধুনিক রাষ্ট্র হতে হবে, সুপ্রদীপ চাকমা
Link Copied