ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

নিজে ও দেশকে ভালো রাখতে ব্যতিক্রম ভাবে পথ চলছে স্মার্ট বয়েজ


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৯-২-২০২৩ দুপুর ১২:১৭

‘আমরা ভালো থাকবো দেশকে ভালো রাখবো’ এমন স্লোগানে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকন্দি ইউনিয়নের হরিণা মাস্টার পাড়ায় আসলাম উদ্দিন গড়ে তুলেছেন স্মার্ট বয়েজ নামে একটি সামাজিক সংগঠন।

সংগঠনটিতে রয়েছেন স্কুল পড়ুয়া কোমলমতি শিশু  ও কিশোররা। স্মার্ট বয়েজের শিক্ষার্থীদের জন্য সপ্তাহে প্রতি শুক্রবার বেলা ২.৩০ টা থেকে বিকেল ৫.৩০ টা পর্যন্ত থাকে স্মার্ট ক্লাস।আর স্মার্ট ক্লাসে নানারকম খেলাধুলাসহ শেখানো হয় নিয়মকানুন,আদবকায়দা,নারী নির্যাতন রোধ, বাল্য বিবাহ বন্ধ ,ধুমপান ও মাদকাসক্ত মুক্ত,যৌতুক প্রথা, পরিবেশ রক্ষায় আমাদের করণীয়সহ নৈতিক মূল্যবোধ ।

স্মার্ট বয়েজের স্মার্ট ক্লাসে আসলাম উদ্দিন প্রতি শুক্রবার একজন স্বেচ্ছাসেবী বা সামাজিক ব্যক্তিত্বকে শিক্ষার্থীদের মাঝে অতিথি হিসাবে আমন্ত্রণ করেন। তার আমন্ত্রিত অতিথিরা  সারা বিশ্বে স্বেচ্ছাসেবীদের অবদানের কথা  তুলে ধরা, যে কোনো দুর্যোগে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের দক্ষ করে গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবায় আগ্রহী করে তোলার উদ্দেশ্যে কথা বলেন।

সমাজে বেঁচে থাকার জন্য মানুষের একে অপরের সাহায্য-সহযোগিতার প্রয়োজন। মানুষ সব সময় অপরকে সহযোগিতা করতে চায়। এটি মানুষের সহজাত প্রবৃত্তি। তবে একা সহযোগিতা করার চেয়ে কয়েকজন ব্যক্তি একত্রিত হয়ে যখন কোনো কাজ করে তখন তা অতি সহজ হয়ে যায়। আর এমন কাজে উদ্বুদ্ধ করতেই মূলত এই উদ্যোগ নিয়েছেন আসলাম উদ্দিন।

ইতি পূর্বে সাম্প্রতিক সময়ে মহামারী করোনাভাইরাসের থাবায় সারা বিশ্ব যখন আক্রান্ত, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যখন ব্যাহত হচ্ছিলো, তখন মানবতার সেবায় বিশ্বব্যাপী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন স্বেচ্ছাসেবীরা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। করোনায় কাজ হারানো দুস্থ, অসহায় পরিবারের আলোকবর্তিকা হয়ে জীবন বাজি রেখে কাজ করেছেন দেশের স্বেচ্ছাসেবীরা। এ ছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে, ক্রান্তিকালে এবং নানাবিধ সচেতনতা সৃষ্টিতে তারা কাজ করেছেন। 

এরই ধারাবাহিকতায় স্মার্ট বয়েজ নামে সংগঠনটি সামাজিক ভাবে অবহেলিত,অসহায়দের পাশে দাড়িয়েছেন।খাবার,শীতবস্ত্র বিতরণ,শিক্ষা উপকরণ বিতরণ ও সার্বিক ভাবে অসহায়দের পাশে দাড়াচ্ছেন সংগঠনটি।

আসলাম উদ্দিন বলেন, বর্তমানে দেশে বিভিন্ন গ্রাম, শহর, জেলা পর্যায়ে নানা লক্ষ্যের স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠছে। তরুণরা মানবতার সেবায় নিজেদের বিলিয়ে দিচ্ছে, এটি নিঃসন্দেহে অত্যন্ত ভালো কাজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এসব সংগঠনের উদ্দেশ্য বাস্তবায়নে উপযুক্ত কর্মী বা সদস্য প্রয়োজন।

একটি লক্ষ্যে কখনোই পৌঁছানো সম্ভব নয়, যতক্ষণ-না কোনো সংগঠনের সদস্যরা ওই সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য নিজেদের সম্পূর্ণরূপে দক্ষ ও পরিপূর্ণরূপে নিবেদিত করে। যদিও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা স্বেচ্ছাসেবায় এগিয়ে আসে, তবুও তাদের মাঝে কিছু বৈশিষ্ট্য কাম্য। নয়তো এর উদ্দেশ্য ব্যাহত হয় এবং গতিশীলতা হারিয়ে যায়। তাই আমরা স্মার্ট বয়েজ সংগঠনের মাধ্যমে স্মার্ট ক্লাসে শিক্ষার্থীদের ভবিষ্যৎ এ যে যে পর্যায়ে থাকুক না কেনো স্বেচ্ছাসেবায় নিজেকে নিয়োজিত করার জন্য প্রয়োজনীয় সকল বিষয়ে জ্ঞান দান করার চেষ্টা  করি।যা করে আমাদের ক্লাসে  অংশগ্রহণ করা প্রতিটি শিশু কিশোর ভবিষ্যৎ এ কর্ম জীবনে যেনো অসহায় ও সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের পাশে দাড়াতে পারে।

এমএসএম / এমএসএম

রাঙ্গাবালীতে কোস্টগার্ডের অভিযান ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

শিবচরে কৃষি প্রদর্শনী অনুষ্ঠিত: কৃষকদের মাঝে বীজ ও কীটনাশক বিতরণ

ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫-এর ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্বে চিকিৎসা সেবা ব্যাহত

শরীয়তপুরের উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

মাদারীপুরে ডাসারে গরু চুরির সময় ছুরিকাঘাতে যুবক আহত

রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাছে পেরেক মেরে বিজ্ঞাপন ঝুলানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার দাবিতে মেহেরপুরে এনসিপির গণমিছিল

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপ

শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে বারহাট্টার গাছিদের

মনপুরায় বেড়িবাঁধ নির্মাণে লবণ পানি ব্যবহার: বাড়ছে ভাঙনের আশঙ্কা