রূপপুর রেল স্টেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পাবনার ঈশ্বরদী-রূপপুর রেলপথে ট্রেন চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত রেলপথসহ দীর্ঘদিনের প্রত্যাশিত ঢাকা-টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইনও চালু হলো।
প্রকল্পের মধ্যে পাবনার ঈশ্বরদীতে রূপপুর রেলস্টেশনটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মালপত্র ও যন্ত্রপাতি আনার সুবিধার্থে নির্মাণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ঈশ্বরদী-রূপপুরে ট্রেন চলাচল উদ্বোধন করা হয়েছে। এ স্টেশনটি চালু করতে ৩ শ’৩৫ কোটি ৬৮ লাখ টাকায় ২৬ কিলোমিটার নতুন রেললাইন নির্মাণ করা হয়েছে। ব্রিটিশ আমলে নির্মিত লাইনটিতে ট্রেন চলাচল প্রায় ৩৫ বছর ধরে বন্ধ ছিল।
সংশ্লিষ্ট দফতর থেকে জানা যায়, ২০১৮ সালের ১ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়ন করতে মোট ব্যয় হয়েছে ৩৩৫ কোটি ৬৮ লাখ টাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের জন্য সুষ্ঠু পরিবহণ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে ঈশ্বরদীর বাইপাস টেকঅফ পয়েন্ট থেকে রূপপুর প্রকল্প পর্যন্ত রেল যোগাযোগ স্থাপন করতে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় ১১ দশমিক ৩৪৫ কিলোমিটার রুটের জন্য ২৫ দশমিক ৯৫ কিলোমিটার ট্র্যাক স্থাপন করা ছাড়াও ঈশ্বরদী স্টেশনে কম্পিউটার বেজড ইন্টারলক (সিবিআই) সিগন্যালিং স্থাপন ও পাকশী স্টেশনে ননইন্টারলক কালার লাইট সিগন্যাল স্থাপন করা হয়েছে। এছাড়া পাকশীতে নির্মিত নতুন এই স্টেশনে একটি মেইন লাইন, তিনটি লুপ লাইন ও একটি সাইডিং লাইন নির্মাণ ও ঈশ্বরদী লোকোশেডে শেডসহ ডুয়েলগেজ ডকপিট লাইন নির্মাণ করা হয়েছে।
পাকশী বিভাগীয় রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মন্ডল জানান, রূপপুর স্টেশন উদ্বোধনের পর দেশের বৈদেশিক বাণিজ্যে এক নতুন মাত্রা যোগ হবে। ঈশ্বরদী-রূপপুর এলাকায় পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হলে এ অঞ্চল তথা উত্তর জনপদের ব্যবসা-বাণিজ্যে আমূল পরিবর্তন আসবে। স্বল্প সময়ে, অল্প খরচে এ অঞ্চলের মানুষ পণ্যবাহী ট্রেনের মাধ্যমে সহজে মালপত্র পরিবহন করতে পারবেন।
ঈশ্বরদী-রূপপুর বিদ্যুৎকেন্দ্র রেললাইন প্রকল্পের প্রকল্প পরিচালক ও পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান প্রকৌশলী আসাদুল হক জানান, রেলবান্ধব প্রধানমন্ত্রী রেলওয়ের উন্নয়নে এগিয়ে এসেছেন। এই প্রকল্প চালু হলে বাংলাদেশ রেলওয়ের রাজস্ব আয়ও বাড়বে। তিনি বলেন, ইতোমধ্যে ঈশ্বরদী ইপিজেড রেলের সঙ্গে যোগাযোগ করেছে। তাদের শিল্পপ্রতিষ্ঠানের মালামাল পণ্যবাহী ট্রেনের মাধ্যমে আনতে চান। আগে ঈশ্বরদী থেকে মোংলা বন্দর পর্যন্ত ব্রডগেজ লাইন ছিল। এই প্রকল্পের আওতায় মিটারগেজ ও ব্রডগেজ কানেক্ট হয়ে গেছে। চট্টগ্রাম বন্দর থেকে মিটার গেজ ট্রেনও আসতে পারবে। পণ্যবাহী ট্রেনে মোংলা বন্দর থেকে ব্রডগেজ ট্রেনও চলাচল করতে পারবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে রেল যোগাযোগ স্থাপনের জন্য কাজ করছে সরকার। গেল ১৪ বছরে ৬৫০ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণ করা হয়েছে। কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর অলাভজনক অ্যাখ্যা দিয়ে রেলকে বন্ধ করার উদ্যোগ নিয়েছিল বিএনপি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের নতুন তিন রেলপথ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার নতুন নতুন রেলপথ নির্মাণ করছে। ১৪২টি ট্র্রেন চালু করা হয়েছে। ভারতের সঙ্গে যেসব রেলপথ বন্ধ করা হয়েছিল সেসব রেলপথও চালু হচ্ছে। সারাদেশে যোগাযোগের জন্য নতুন নতুন রেলপথ তৈরি হচ্ছে।
রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. বিনয় জর্জ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ হুমায়ুন কবীর।
এমএসএম / এমএসএম
জামায়াত যুদ্ধের বিরুদ্ধে ছিল না, ছিল ভারতের বিরুদ্ধে : আমির হামজা
বিজয় দিবসে কসবা কেন্দ্রীয় স্মৃতিসৌধে বিএনপির পুষ্পস্তবক অর্পণ
যথাযথ মর্যাদায় বোদায় মহান বিজয় দিবস উদযাপন
পাবিপ্রবিতে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি, নিজেদের ক্যাম্পাস পরিষ্কার করছেন শিক্ষক, শিক্ষার্থীরা
যথাযথ মর্যাদায় পাবিপ্রবিতে মহান বিজয় দিবস উদযাপন
আত্রাইয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা
রৌমারীতে ১৬ ডিসেম্বর ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বিজয় দিবসে শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি
আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা - তাসভীর উল ইসলাম
শেরপুরের গারো পাহাড়ে ভিডিও করতে গিয়ে বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু
রাজস্থলী তে যথামর্যাদায় নানা আয়োজনের মহান বিজয় দিবস পালিত
নাঙ্গলকোট রায়কোট উত্তরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া