ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জের শেষ সিমানা ও কামারখন্দে কুটিরচর-কালিঞ্জাচর চলছে লাখ-লাখ টাকার জুয়াখেলা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১০-২-২০২৩ বিকাল ৭:৪৩

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সীমান্তবর্তী কালিঞ্জা দক্ষিণ ও কামারখন্দ উপজেলার সীমান্তবর্তী কুটিরচর উত্তর নদী তীরবর্তী বিশালচরের ইউক্যালিপ্টাস বাগানে চলছে জুয়াখেলা। সপ্তাহের বৃহস্পতি,শনি ও সোমবার বেলা ১২টা থেকে এই বাগানের ভিতর চলে সাহেবগঞ্জ এলাকার হারুন ও কালিঞ্জা এলাকার চিহৃিত জুয়াড়ী মুন্নু'র নেতৃত্বে লাখ-লাখ টাকার জুয়া খেলা! 

এদিকে এ জুয়াখেলাকে ঘিরে মাদকসেবন,মাদককারবারি ও  নানা অপরাধে জড়িত দুষ্কৃতিকারীসহ বহিরাগতদের পদচারনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। জুয়া খেলায় আসক্তরা এলাকার ভিতর চুরিসহ নানা অপরাধমুলক কর্মকান্ড সংগঠিত করতে পারেন এমন আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দারা। তারা এলাকার পরিবেশ রক্ষাসহ এলাকার নিরাপত্তার স্বার্থে এ জুয়াখেলা বন্ধের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।

স্থানীয় সুত্রে জানাযায়,সলঙ্গা থানার হাটিকুমরুল নবরত্ন পাড়ায় জুয়াড়ী হারুনের জুয়ার আস্তানা পুলিশ গুড়িয়ে দেওয়ায় জুয়াড়ী হারুন রায়গঞ্জ থানার পাঙ্গাসী-ভদ্রঘাট সড়কের কালিঞ্জা এসে নতুন করে জুয়ার আস্তানা গড়েতোলে এবং কালিঞ্জা গ্রামের জুয়াড়ী মুন্নু'কে জুয়ার পার্টনার হিসেবে সম্পৃক্ত করে জুয়াড়ী মুন্নুর বাড়ীর পশ্চিম পাশের কলাবাগানে জুয়া খেলা শুরু করে। 

কিন্তু জুয়াখেলার বিষয়টি সম্প্রতি রায়গঞ্জ থানা পুলিশ জানার পর সেখানে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে আটক করে কারাগারে প্রেরণ করে। পরে আইনের ফাঁকফোঁকর দিয়ে তারা জামিনে বেরিয়ে এসে কৌশল পরিবর্তন করে কালিঞ্জাচরের ভিতর রায়গঞ্জ থানার সীমানা থেকে ২০ গজ দুরে কামারখন্দ সীমানার ওই চরে আবার জুয়াখেলা শুরু করেছে। এতে নানা অপরাধে জড়িত লোকজনের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় এলাকার পরিবেশ এখন বিনষ্ট হচ্ছে।

এদিকে জুয়াড়ী মুন্নু ও হারুন সপ্তাহের বৃহস্পতি,শনি ও সোমবার দুপুর ১২ টা থেকে সন্ধা পর্যন্ত ওই বাগানে জুয়ার বোর্ড বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে সর্বস্ব হারিয়ে নবাগত জুয়াড়ীরা প্রতিনিয়ত খুজে নিচ্ছে অসাদুপায় আর জড়িয়ে পড়ছে নানা অপরাধমুলক কর্মকান্ডে।এতে চুরি,ছিনতাইসহ অপরাধ সংগঠিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে যেখানে প্রশাসন জুয়া খেলা নির্মূলে বদ্ধপরিকর অবস্থানে রয়েছে সেখানে তারা সক্রিয়ভাবে জুয়া খেলা চালিয়ে যাচ্ছে

এযেন দেখার কেউ নেই! কামারখন্দ থানার অফিসার ইনচার্জ নুরনবী প্রধান বলছেন বিষয়টি তার জানা নেই। তবে তার থানা এরিয়ার মধ্যে জুয়াখেলা চললে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন জুয়ার সাথে কামারখন্দ থানা পুলিশের কোন আপোষ নেই,একদম জিরো টলারেন্স। এতে স্থানীয়দের প্রশ্ন পুলিশের কঠোর অবস্থানের পর তাহলে জুয়াড়ী মুন্নু ও হারুন জুয়া পরিচালনার সাহস পায় কিভাবে? 

স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান,কালিঞ্জা ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন মল্লিকসহ ওই এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় পরিচালিত জুয়াড়ী মুন্নু ও হারুনের জুয়ার আসরে এসে কিশোর বয়সের ছেলেরা বুঝে উঠার আগেই জুয়ার করাল গ্রাসের এই সর্বস্ব খোয়ানো খেলায় আসক্ত হয়ে পড়ছে। তাদের দাবী প্রশাসন সংশ্লিষ্টদের তৎপরতা না থাকার কারণকেই এমনি ভাবেই জুয়ার আসর চালিয়ে যাচ্ছে জুয়াড়ী মুন্নু ও হারুন। 

অপরদিকে জুয়াখেলার নির্ধারিত দিনে কালিঞ্জা ব্রিজের পশ্চিম পাশের মোড় থেকে শুরু করে খেলার স্থান পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পাহাড়া হিসেবে বসানো হয়েছে চেকপোস্ট। পাহাড়ায় বসে থাকা জুয়াড়ী মুন্নু'র দুই ছেলেসহ দিনহাজিরা হিসেবে নিয়োজিত লোকজন খেলোয়াড়দের নিরাপদে খেলার স্পটে পৌছে দেয় এবং তাদের কাছে প্রশাসনের লোক হিসেবে কাউকে সন্দেহজনক মনে হলে তাৎক্ষনিকভাবে মোবাইলে সতর্ক হওয়ার জন্য খেলার স্পটে থাকা জুয়াড়ী মুন্নু ও হারুনকে সংকেত দিয়ে জানিয়ে দেয়। এভাবে কালিঞ্জা ব্রিজ থেকে শুরু করে কুটিরচর ও কালিঞ্জা নদীচরের বাগানে পরিচালিত জুয়াখেলার আসরে আগতদের নিরাপত্তায় পাহাড়া বসানো হয়েছে।

সবমিলিয়ে স্থানটি উভয় থানার সীমান্তবর্তী এবং বনজঙ্গল ও গাছপালায় ঢেকে থাকা পাহাড় এলাকার ন্যায় হওয়ার সুযোগকে কাজে লাগিয়ে জুয়াড়ী মুন্নু ও হারুন পুলিশের চোঁখ ফাঁকি দিয়ে পাঙ্গাসী ইউনিয়নের ৩নং কালিঞ্জা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলা উদ্দিন মল্লিক এর ছত্রছায়ায় নিরবে নির্বিঘ্নে এবং বীরদর্পে চালিয়ে যাচ্ছে লাখ-লাখ টাকার জুয়াখেলা। এতে সরকার ও প্রশাসনের ভাবমুর্তি ক্ষুন্নসহ শান্তিপ্রিয়  এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সুন্দর পরিবেশ বিনষ্টের জন্য স্থানীয়রা ওই নেতাকে দায়ী করছেন।

স্থানীয়রা দ্রুত ওই জুয়াখেলা বন্ধের জন্য সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন।

এমএসএম / এমএসএম

রাঙ্গাবালীতে কোস্টগার্ডের অভিযান ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রা

শিবচরে কৃষি প্রদর্শনী অনুষ্ঠিত: কৃষকদের মাঝে বীজ ও কীটনাশক বিতরণ

ভূরুঙ্গামারীতে তারুণ্যের উৎসব ২০২৫-এর ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও রিপ্রেজেন্টেটিভদের দৌরাত্বে চিকিৎসা সেবা ব্যাহত

শরীয়তপুরের উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করব : নুরুদ্দিন আহাম্মেদ অপু

মাদারীপুরে ডাসারে গরু চুরির সময় ছুরিকাঘাতে যুবক আহত

রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

গাছে পেরেক মেরে বিজ্ঞাপন ঝুলানোর প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার দাবিতে মেহেরপুরে এনসিপির গণমিছিল

ধামরাইয়ে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের পেট্রলবোমা নিক্ষেপ

শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে বারহাট্টার গাছিদের

মনপুরায় বেড়িবাঁধ নির্মাণে লবণ পানি ব্যবহার: বাড়ছে ভাঙনের আশঙ্কা