আশুলিয়ায় বিদুৎ জ্বালানী ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
আশুলিয়ায় জ্বালানি তেল বিদুৎ ও দ্রব্য মুল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শুক্রবার বিকালে ঢাকা জেলা গণ-অধিকার পরিষদের উদ্যোগে আশুলিয়া প্রেসক্লাবের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কে দাঁড়িয়ে পরিষদের নেতা কর্মীরা বিক্ষেব মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধনে দাঁড়িয়ে দলের পক্ষে নেতা কর্মীরা বলেন সরকার দেশের জনগনের কথা চিন্তা না করে বারবার দ্রব্যের মূল্য বৃদ্ধি করে চলছে। নিম্ন মধ্যেবিত্ত ও খেটে খাওয়া সাধারণ মানুষ নিত্য পণ্য কেনার জন্য বাজারে গিয়ে জিনিস পত্রের দাম শুনে শিউরে উঠে। অনেক মানূষ তাদের সহায় সম্বল ও জমিজমা বিক্রি করে কেউ বা ঋৃণ নিয়ে বাজার সদাই করছে। সরকারের এরকম আচরণে আজ সাধারণ মানুষ ক্ষুব্ধ। এক মাসে ২বার বিদুৎ ও জ্বালানির দাম বাড়িয়েছে। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে অতি সত্বর জিনিস পত্রের দাম কমাতে সরকারের প্রতি আহবান জানিয়েছে গণ অধিকারের নেত্রীবৃন্দ। গণ অধিকার পরিষদের বিক্ষেব ও মানববন্ধনে নেতৃত্ব দেন ঢাকা জেল আহবায়ক এডভোকেট শওকত হোসেন ও সদস্য সচিব নাসির উদ্দিন পল্লব।গণ অধিকার পরিষদের বিক্ষোব ও মানববন্ধনে এসময় আরো উপস্থিত ছিলেন সিঃ যুগ্ম আহবায়ক ইসরাফিল ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদের সভাপতি গাজি রুবেল রানা সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সহ বাদশা ওমর ফারুক ফরহাদ শফিক ও নূর মোহাম্মদ এছাড়া আরো অনেকে ।
এমএসএম / এমএসএম