ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

কবিতা 


সাহিত্য ডেস্ক photo সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১১-২-২০২৩ দুপুর ১:৪৬

কবিতা 
তৌহিদুল ইসলাম তৌহিদ 

কবিতা হলো মনের উৎসাহের উপায়, ভাষার স্বাদে,
তোমাদের হৃদয়ে তা তুলে, হৃদয়ে স্বাদ ছাড়ে ।
একজন কবি হলো তার হৃদয়ের উৎসাহ , তা ভাষায় করে,
মনের মুখে কবিতা তুলে হৃদয়ে অনুভূতি ছাড়ে।
তোমার হৃদয়ে কবিতা তুলে, হৃদয়ের অনুভূতি তা দেখে, 
তোমার মনে সুখ ছাড়ে এবং তোমাদের জীবনে সুখ দেখে।

এমএসএম / এমএসএম