রাষ্ট্রের চেয়েও ক্ষমতাশালী কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব!

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হয়েও আইন লঙ্ঘন করে এক যুগের বেশি সময় ধরে কুমিল্লা শিক্ষা বোর্ডে খুঁটি গেড়ে আছেন বোর্ডের সচিব নূর মোহাম্মদ। অথচ তার চাকরি করার কথা কোন সরকারি কলেজে। কলেজে না পড়িয়ে তদবির করে শিক্ষাবোর্ডে প্রেষণে গিয়ে আর ফিরতে চাইছেন না নিজ পেশায়। অথচ ২০১৭ সালে শিক্ষা মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিন বছরের বেশি এবং চাকরি জীবনে দুই বারের বেশি কোনো শিক্ষক প্রশাসনিক পদে থাকতে পারবেন না।
স্পষ্ট অভিযোগ রয়েছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের সবিচ নূর মোহাম্মদ বছরের পর বছর বোর্ডের পদ আঁকড়ে ধরে গড়ে তুলেছেন নিজস্ব সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের মাধ্যমে বোর্ডের প্রতিটি পাবলিক পরীক্ষায় কোটি কোটি টাকার কেনাকাটার নামে হাতিয়ে নিচ্ছেন বিপুল অর্থ। অভিযোগ রয়েছে, নূর মোহাম্মদের নেতৃত্বে নানা অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। অনিয়মের মাধ্যমে বিপুল অর্থের মালিক হয়ে এই সিন্ডিকেট এতটাই প্রভাবশালী হয়ে উঠছে যে শিক্ষামন্ত্রণালয় তাদের প্রেষণ বাতিল করতে পারছে না। এমনকি সচিব নুর মোহাম্মদকে তার ঘনিষ্ট মহলের সঙ্গে আলোচনায় প্রায়ই বলতে শোনা যায়, সয়ং শিক্ষামন্ত্রীরও ক্ষমতা নেই তাকে তার পদ থেকে সরানোর।
নুর মোহাম্মদের মতো দীর্ঘদিন কুমিল্লা শিক্ষাবোর্ডে ছিলেন সাবেক চেয়ারম্যান মো. আবদুস ছালাম। তিনি ২০১০ সালের ৫ সেপ্টেম্বর বোর্ডের উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) পদে প্রেষণে যোগদান করেন। ২০১৪ সালের ৫ জুন তিনি সচিব হন। ২০১৯ সালের ৩০ মে মো. আবদুস ছালাম চেয়ারম্যান হন। এই শিক্ষক চাকরি জীবনের অর্ধেকের বেশি সময় কুমিল্লা বোর্ড আঁকড়ে থাকার বিষয়টি শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনির দৃষ্টিগোচর হলে তাকে অন্যত্র সরিয়ে দেন। চেয়ারম্যানকে সরানো গেলেও অদৃশ্য কারণে সচিব পদে থেকে যান নূর মোহাম্মদ। অথচ নূর মোহাম্মদ শিক্ষা বোর্ডে যোগদান করেছিলেন আব্দুস ছালামের ৭ মাস আগে। তিনি ২০১০ সালের ৮ ফেব্রুয়ারি উপ-সচিব (একাডেমিক) পদে যোগদান করেন। ২০১৯ সালের ২৪ মার্চ তাকে সচিব পদে পদায়ন করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি রাষ্ট্রের চেয়েও বেশি ক্ষমতাশীল হয়ে উঠেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব নুর মোহাম্মদ? দীর্ঘদিন শিক্ষা বোর্ডে প্রেষণে থাকা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমের কাছে মন্তব্য করেছিলেন, অস্বাভাবিক সময় ধরে বোর্ডে যারা কর্মরত আছেন তাদের তথ্য পেলে বদলি করা হবে। কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট র্র্দুর্নীতির অভিযোগ আমাদের কাছে আসলে ব্যবস্থা নেই। অভিযোগ না পেলে তো কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি না।
অনুসন্ধানে জানা গেছে, শুধু কুমিল্লা বোর্ডের সচিব নূর মোহাম্মদ একা না। দীর্ঘদিন এখানে কর্মরত আছেন আরো অনেক কর্মকর্তা। বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান ২০১০ সালের ৯ নভেম্বর থেকে কর্মরত। উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ২০১০ সালের ৭ অক্টোবর থেকে একই পদে আছেন। উপ-বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হক ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর থেকে বোর্ডে আছেন।
জানা গেছে, সারা দেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান মূলত নিয়ন্ত্রণ করে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, পাঠদানের অনুমতি, একাডেমিক স্বীকৃতি, অতিরিক্ত শ্রেণি শাখা, বিভাগ ও বিষয় খোলা, আসন বৃদ্ধি বোর্ডের দায়িত্ব। বোর্ডের কর্মকর্তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বোর্ডের ক্ষমতা কেড়ে নিয়ে মন্ত্রণালয়ের মাধ্যমে অনুমোদন দেন। তবে বোর্ডের মাধ্যমে প্রতিষ্ঠানের তথ্য যাচাই-বাছাই করা হয়। এ কাজে বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে মোটা অংঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ বছর নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট বোর্ডের মাধ্যমে তথ্য যাচাই করা হয়। এ কাজে বোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। আর এভাবেই বিপুল অর্থ-বিত্তের মালিক হয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডে দীর্ঘদিন একই পদে থাকা কর্মকর্তারা।
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসকল অনিয়ম দুর্নীতির বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি (বাশিস) নজরুল ইসলাম রনি গণমাধ্যমকে বলেছেন, বোর্ডে প্রেষণে একবার আসলে কেউ আর মূল কর্মস্থলে ফেরত যেতে চায় না। এখানে মধু আছে। শিক্ষার পুরো কাজ বোর্ডে হয়। টাকা না দিলে এখনে কোন ফাইল নড়ে না। অভিজ্ঞতা না থাকলেও টাকার বিনিময়ে প্রধান পরীক্ষক বানানো হয়। বহু শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির মেয়াদ শেষ হলেও পূর্বের কমিটি বহাল রাখতে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে নির্বাচনবিহীন কমিটিকে অনুমতি নিয়ে দেয়। এঅবস্থায় তিনি প্রেষণে আসা কর্মকর্তাদের দ্রুত তাদের কর্মস্থলে ফেরানোর জোর দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় পাওনা টাকার দাবিতে মানববন্ধন
Link Copied