তানিয়া শারমিন : সিজলিং মাটন সিজলিং মাটন
উপকরণঃ
মাটন পাতলা স্লাইস ২ কাপ (স্ট্রিপ), সয়াসস ১ টেবিল চামচ, জিরা টালা গুঁড়া ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১/৪ চা চামচ, শুকনা মরিচ গুঁড়া ১/২ চা চামচ, ওয়েস্টার সস - ১ চা চামচ, আদা বাটা - ১ চা চামচ, রসূন বাটা - ১ চা চামচ, ডিম অর্ধেকটা, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ।
প্রণালীঃ
ডিম ও কনফ্লাওয়ার ছাড়া, সমস্ত উপকরণ একত্রে মেখে রাখতে হবে ১ ঘন্টা এবং ১ ঘণ্টা পরে ডিম ও কর্নফ্লাওয়ার মিশিয়ে ডুবো তেলে ভেঁজে রাখতে হবে।
সিজলিং মাটন (খ)
সসঃ
টমেটো ক্যাচাপ -৩ টেবিল চামচ, চিলি সস - ২ টেবিল চামচ, ভিনেগার - ১ চামচ, ওয়েস্টার সস - ১ চা চামচ, সয়াসস ১ চা চামচ, কালো গোলমরিচ - ১/২ চা চামচ, চিনি - ১ চামচ,লেবুর রস - ১ চা চামচ
সব একত্রে মিলিয়ে সস তৈরি করতে হবে ।
সিজলিং মাটন (গ)
উপকরণঃ
সবুজ ক্যাপসিকাম - লম্বা করে কাটা ১/২ কাপ, গাজর - লম্বা করে কাটা ১/২ কাপ, পেঁয়াজকালি ১/২ কাপ, পেঁয়াজ রিং ১/২ কাপ, কাঁচা মরিচ ৫/৬ টা, চিলি ফ্লেক্স - ১ চা চামচ , বাটার - ২ চা চামচ, রসূন কুচি - ২ টেবিল চামচ, পেঁয়াজ পাতা / ধনেপাতা - সামান্য পরিমান
প্রণালীঃ
প্যানে বাটার ও রসুন কুচি দিয়ে একটু ভেজে একে একে পেঁয়াজ কালি, গাজর দিয়ে একটু ভেঁজে, ভাজা মাংস ক্যাপসিকাম ও সস দিয়ে হাই হিটে/উচ্চ তাপমাত্রায় নাড়াচাড়া করে চিলি ফ্লেক্স ও পিয়াজ পাতা অথবা ধনেপাতা কুঁচি দিয়ে নেড়ে নামাতে হবে । সবশেষে গরম করা সিজলিং ট্রেতে বাটার দিয়ে পিয়াজ রিং ছড়িয়ে দিয়ে উপরে রান্না মাংস দিতে হবে।
এমএসএম / এমএসএম
বেগুন-টমেটোর ভর্তা তৈরির সহজ রেসিপি
মুইঠা পিঠা তৈরির রেসিপি জেনে নিন
গুঁড়া দুধ দিয়ে সন্দেশ তৈরির রেসিপি
চিকেন পুরি তৈরির রেসিপি জেনে নিন
ভর্তার সৃজনশীল প্রকাশ ফারজানা বাতেন এর বই শত ভর্তার ভুবনে
চিংড়ি মাছের তিল ললিপপ
ডিম আলুরচপ
রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে রমজানে বিশেষ আয়োজন
মিষ্টি আলুর স্যুপ
রেডি টু কুক
কিভাবে চিনবেন দেশী মাছ দেশী হাঁস
গাজরের ক্ষীরসা পাটিসাপটা