ঢাকা বৃহষ্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সালামনগরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২০-২-২০২৩ দুপুর ৪:২৯
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দাগনভূঞা উপজেলার ভাষা শহীদ সালামনগরে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ভাষা শহীদ আবদুস সালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর মিলনায়তনে প্রতিযোগিতা শুরু হয়।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম।
 
ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এবং প্রতিযোগিতার আহ্বায়ক ও দৈনিক আমাদের সময়ের দাগনভূঞা প্রতিনিধি কাজী ইফতেখারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মাতুভূঞা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলরুবা লাইলী, দাগনভূঞা আজিজিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি নুরুল হুদা হুদন, আরটিভির জেলা প্রতিনিধি আজাদ মালদার, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক আমার ফেনীর নির্বাহী সম্পাদক মো. সমির উদ্দিন ভূঁঞা, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম খান, সাবেক সভাপতি এম এ তাহের ও ইমাম হাছান কচি, সুজন দাগনভূঞা কমিটির সহ-সভাপতি কৃষান মোশাররফ, ভাষা শহীদ আবদুস সালাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম, ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছন্দন কুমার ভৌমিক প্রমুখ।
 
 এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একরামুল হক, হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিদান চন্দ্র, মাতুভূঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকনুর, সানরাইজ ইনস্টিটিউটের শিক্ষক দেওয়ান ইকবাল, দৈনিক ফেনী প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, দৈনিক স্টারলাইন প্রতিনিধি জুলফিকার আলম, দৈনিক ভোরের দর্পন প্রতিনিধি নুর হোসেন, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদের সদস্য মোজাম্মেল হক হাছান ও সাইফুল ইসলাম প্রমুখ।
 
অনুষ্ঠানে দুটি বিভাগে বিভিন্ন বিদ্যালয়ের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।  বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
 
ক’ গ্রুপে প্রথম হয়েছে ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নুসরাত জাহান রাদিকা, দ্বিতীয় হয়েছে ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী মাইশা, তৃতীয় হয়েছে দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী সামবির আক্তার, চতুর্থ হয়েছে ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী জান্নাত বিনতে হাসান, পঞ্চম হয়েছে মাতুভূঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সৈকত হোসেন চাপির, ৬ষ্ঠ হয়েছে সানরাইজ ইনস্টিটিউটের দ্বিতীয় শ্রেণির ছাত্রী জান্নাতুল মুনতাহা, ৭ম হয়েছে হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র আফ্রাহাম ইসলাম, ৮ম হয়েছে হীরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র মায়াজ আল মাদরিব মুয়াজ। ও খ’ গ্রুপে প্রথম হয়েছে আমিন উল্যাহ ইসলামিয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র আব্দুর রহিম জামিল, দ্বিতীয় হয়েছে দক্ষিণ নেয়াজপুর মকবুল আহাম্মদ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী নুসরাত জাহান আফবিন, তৃতীয় হয়েছে ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী আফরাত ইবনাত লাবীবা, চতুর্থ হয়েছে ছিদ্দিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ওয়াজিবা তামাচ্ছুম, পঞ্চম হয়েছে মাতুভূঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র জাহিদুল ইসলাম, ৬ষ্ঠ হয়েছে ভাষা শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সামিয়া আক্তার, ৭ম হয়েছে, ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী যুনাইরা বিনতে আলম, ৮ম হয়েছে ভাষা শহীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী অনুশ্রী দাস অর্পা।

এমএসএম / এমএসএম

‘এই মাঠে মাকে দেখছি দুইবার, এবার পুতরে দেখুম’

বোরো আবাদে স্বপ্ন বুনছেন বারহাট্টার কৃষকরা

তারাগঞ্জে রাসায়নিক সারের কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ৩০ হাজার টাকা জরিমানা

রামুতে ডাকাতির প্রস্তুতিকালে বিপুল অস্ত্রসহ ২ ডাকাত গ্রেফতার

সাভা‌রে গার্মেন্টস শ্রমিক‌দের ৬ দফা দাবী‌তে শ্রমিক নেতা‌দের সংবাদ স‌ম্মেলন

আত্রাইয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শিবচরে প্রস্তুত হচ্ছে বর্জ্য ব্যবস্থপনা ইউনিট, তৈরি হবে জৈব সার

কুমিল্লায় তারেক রহমান আগমন উপলক্ষে সমাবেশ মাঠ পরিদর্শন

রাজস্থলীতে জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় প্রতিরোধ সচেতনতামূলক সভা

চাঁদপুরের পাঁচটি আসনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ

রাজশাহী-১ আসনে লড়াই হবে বিএনপি জামায়াতের

টাঙ্গাইলে ৮ আসনে এমপি প্রার্থী ৪৬ জন

শান্তিগঞ্জে ইরা’র উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রকল্প অবহিত করণ কর্মশালা