চিকেন স্টুঃ ফারজানা বাতেন

উপকরণ
চিকেন ১ থেকে ২ কেজি, কাঁচা পেঁপে ১ থেকে ২ কেজি, বড় আলু ২ থেকে ৩টি, পেঁয়াজ ২টি, গোল করে কাটা আদা- ১টি, রসুন ২ থেকে ৩ কোয়া, লবণ ও চিনি স্বাদমতো, দুধ ১ তেকে ২ কাপ, ময়দা ২ টেবিল চামচ, ব্রকলি ১টি, পেঁয়াজ পাতা ৭ থেকে ৮ টি, আস্ত গোলমরিচ ৫ থেকে ৬টি, ঘি ১ টেবিল চামচ, মাখন ১ চা চামচ, গোলমরিচ গুঁড়া ১ থেকে ২ চা চামচ, দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ ২ থেকে ৩ টুকরো করে।
প্রনালী
প্রথমে প্যানে ঘি দিয়ে লবণ মাখানো চিকেন ভেজে নিন। হালকা সোনালি রং হয়ে এলে আস্ত গরম মসলা ও গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করুন। এরপর আদা, রসুন কুচি ছাড়ুন। এরপর পেঁপে, পেঁয়াজ এবং বাকি সব সবজি দিয়ে নাড়াচাড়া করুন। এবার লবণ, চিনি ও পানি দিয়ে পুরো সিদ্ধ করে নিন। এরপর আলাদা প্যানে মাখন দিন। এতে সামান্য ময়দা ও দুধ দিয়ে নেড়ে ঘন করে স্টু ঢেলে দিন। উপর থেকে গোলমরিচের গুঁড়া ও একটু মাখন দিয়ে পরিবেশন করুন গরম গরম " চিকেন স্টু "
এমএসএম / এমএসএম

ভর্তার সৃজনশীল প্রকাশ ফারজানা বাতেন এর বই শত ভর্তার ভুবনে

চিংড়ি মাছের তিল ললিপপ

ডিম আলুরচপ

রেনেসন্স ঢাকা গুলশান হোটেল নিয়ে এসেছে রমজানে বিশেষ আয়োজন

মিষ্টি আলুর স্যুপ

রেডি টু কুক

কিভাবে চিনবেন দেশী মাছ দেশী হাঁস

গাজরের ক্ষীরসা পাটিসাপটা

বাঁশপাতা সিদল শুটকির ভর্তা

ক্রিসমাস ফ্রুটস কেক

চকলেট লেয়ার উইথ চকোলেট কেক

ভ্যানিলা কাপ কেক
