রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণ, কারণ জানাল সিটিটিসি

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের ঠিক উল্টো দিকে বসুন্ধরা গলির ‘শিরিন ম্যানশন’ নামক ভবনের ৩য় তলাতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভবনটি আংশিক ধসে পড়ে ও অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্ষী সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বেলা ১১টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। রোববার (৫ মার্চ) সকালে এ তথ্য জানায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফায়ার সার্ভিস জানায়, পলাশি, ধানমন্ডি টহল এবং সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৪টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন দৈনিক সকালের সময়কে বলেন, বিস্ফোরণের মাধ্যমে রোববার সকালে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী জানান এ ঘটনায় ৩ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন— শফিকুজ্জামান, আব্দুল মান্নান ও তুষার। এবং আহত হয়ে ১৩ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন ছয় জন ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন সাতজন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে বিকাল সোয়া ৩টার দিকে ঘটনাস্থলে এসেছিল সেনাবাহিনীর সিডিআরটি ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি দল। তাদের এক সদস্য জানান, সায়েন্সল্যাবে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে সেনাবাহিনীর কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিম (সিডিআরটি) ও বোম্ব ডিসপোজাল ইউনিটের দুটি পৃথক দল ঘটনাস্থলে এসেছে। তিনি আরও জানান, অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ করছেন তারা।
অনুসন্ধান কাজ শেষে তারা জানান, ঘটনাস্থলে কোন বিস্ফোরক দ্রব্যের আলামত আমরা পাইনি।তবে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ জানান, অত্র ভবনটিতে কোনো না কোনোভাবে গ্যাস জমে ছিল। জমে থাকা গ্যাসের ঘন মাত্রা যদি ৫-১১ মাত্রার হয়, এইটা যদি ট্রিগার হয়, তাহলে এ ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।
‘এই ট্রিগার সুইচের মাধ্যমে, ফ্যানের সুইচ ও এসির সুইচের মাধ্যমেও হতে পারে। এটা গ্যাস থেকে সৃষ্ট বিস্ফোরণ হতে পারে। আর এত বড় বিস্ফোরণ গ্যাস থেকে সৃষ্টি হয়।’
এডিসি রহমত উল্লাহ চৌধুরী আরও বলেন, বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের চুলা জ্বালানোর আগে আমাদের নগরবাসীকে সচেতন থাকতে হবে। দরজা জানালা খুলে আগে গ্যাস বের করতে হবে। এরপর চুলা অথবা ইলেক্ট্রিক সুইচ দিতে হবে।
এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশন ভবনটিকে ঝুঁকিপূর্ণ ভবন বলে ঘোষণা করেছে।
এমএসএম / এমএসএম

অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি

টেকসই উন্নয়নে প্রাথমিক শিক্ষা

ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও বাস্তবতা

গাজায় যুদ্ধের নৃশংসতা ও আন্তর্জাতিক বিচার আদালত

বন্ধ হোক অপসাংবাদিকতা

বিভাজনের রাজনীতি দেশের জন্য হুমকি হতে পারে

প্রিন্স মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের সৌদি আরব

শারদীয় দুর্গোৎসবে সম্প্রীতির বাংলাদেশ ভাবনা

দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রয়োজন পর্যটন গন্তব্যগুলোর সামগ্রিক উন্নয়ন এবং শক্তিশালী ব্র্যান্ডিং

গণতান্ত্রিক অধিকার ও নতুন নেতৃত্বের অন্বেষণ

দুঃখই সবচেয়ে আপন

জাতিগত নিধন বন্ধে জাতিসংঘের ব্যর্থতা
