করোনা মহামারীতে পটিয়ায় চষে বেড়াচ্ছেন আ‘লীগের দুই নেতা

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিগত নির্বাচনে আওয়ামী লীগের দুই মনোনয়নপ্রত্যাশী ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম এবং বিজিএমইএর সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির। তারা পটিয়ার পথে প্রান্তরে, প্রতিটি গ্রামগঞ্জে, পাড়া-মহল্লায় করোনা মহামারীতে কর্মহীন, গরিব ও অসহায় মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী, আর্থিক দান-অনুদান, সুরক্ষাসামগ্রী ও খাদ্য, রান্না করা খাবার, বস্ত্র, উপহারসামগ্রী নিয়ে চষে বেড়াচ্ছেন। তারা ব্যক্তিগত পক্ষ থেকে বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা, সামাজিক, সাংস্কৃতিক ক্রীড়া প্রতিষ্ঠানেও সহায়তা দিয়ে যাচ্ছেন। পটিয়া বিচরণে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন চাঙ্গাভাব দেখা দিয়েছে, তেমনি সাধারণ মানুষের মাঝেও বিষয়টি প্রশংসিত হয়েছে বলে স্থানীয়রা জানান।
এ দুই নেতা পটিয়া পৌর সদর ছাড়াও উপজেলার ১৭টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে কর্মকাণ্ডগুলো পরিচালনা করে আসছেন। পটিয়ার বিভিন্ন ইউনিয়নে দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের কাছে প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিলের চেক হস্তান্তর করছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির। গত শনিবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসচ্ছল, হতদরিদ্র ও দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর বাড়িতে গিয়ে প্রধানমন্ত্রীর চিকিৎসা সহায়তা তহবিলের চেক হস্তান্তর করা হয়। এ পর্যন্ত প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে ২১৭ জনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এরমধ্যে ৫ লাখ থেকে শুরু করে ২০ হাজার টাকার পর্যন্ত অসুস্থ ব্যক্তিদের হাতে এ সহায়তার চেক প্রদান করা হয়েছে। এছাড়া বিজিএমইএ নাছিরের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদ, মন্দিও, গির্জা, মাদ্রাসা, ত্রাণ, ঈদবস্ত্র, শীতবস্ত্র, রিকসা বিতরণসহ বিভিন্নভাবে সহযোগিতা করে আসছে।
এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে প্রায় এক বছর যাবৎ পটিয়ার বিভিন্ন এলাকায় প্রধামন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী বিতরণ, মাক্স, স্যানিটাইজার, রান্না করা খাবার, রেলস্টেশনে গরিব-অসহায় ভাসমান মানুষের মধ্যে গভীর রাতে খাবার বিতরণ, এছাড়া রমজান মাসব্যাপী বিভিন্ন এলাকায় ইফতার ও সাহরিসামগ্রী বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পটিয়াবাসীকে সহায়তা দিয়ে আসছেন।
রোববার পটিয়ার খরণার মুজাফরাবাদ মঙ্গল সংঘের উদ্যোগে ঈদপরবর্তী মতবিনিময় সভায় অংশ নেন। এছাড়াও তিনি ঈদপরবর্তীতে উপজেলার কোলাগাঁও, কাশিয়াইশ, জিরি, ভাটিখাইন, খরনা ও কচুয়াই ইউনিয়নের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণের পাশাপশি মানুষের মাঝে করোনা সচেতনতায় প্রচার চালিয়ে যাচ্ছেন। এ সময় তার সঙ্গে ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা সামশুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আকবর ছিদ্দিকী, দক্ষিণ জেলা যুবলীগের সহজ সভাপতি মর্তুজা কামাল মুন্সি, পটিয়া পৌরসভা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বয়ক ডি.এম জমির উদ্দিন, কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সাইফুল ইসলাম, মীর আব্দুল আউয়াল, সাইফুদ্দিন ভোলা, লিটন বড়ুয়া, হিরালাল বিশ্বাস, হরি দেব, শিবু শীল, নিউটন বিশ্বাস প্রমুখ।
চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকায় গরিব-অসহায় মানুষের মধ্যে সহায়তা প্রদান করা হচ্ছে। ২০২০ সালে ৫০ হাজার পরিবারকে ত্রাণসামগ্রী দিয়ে সহায়তা করা হয়েছিল। বর্তমানে এ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সূত্র জানায়।
বিজিএমইএর সাবেক সহ-সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছির বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাঠে নেমেছি। পটিয়াকে যারা অপমানিত করে তাদের কাছে পটিয়ার মাটি ও মানুষ নিরাপদ নয়। প্রধানমন্ত্রী আগামীতে এমন একজন ব্যক্তিকে মনোনয়ন দেবেন যার কাছে দলের নেতাকর্মী ও পটিয়ার মানুষ নিরাপদ থাকেন।
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম জানিয়েছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত নিরলসভাবে পরিশ্রম করে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন। মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন গণমুখী কার্যক্রম চালু করেছেন। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে এবং প্রধানমন্ত্রীর নির্দেশে ও যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তে গরিব-অসহায় মানুষের জন্য এলাকায় কাজ করে যাচ্ছি। অসহায় পটিয়ারবাসীর পাশে যখন কেউ ছিল না তখন আমি একমাত্র ব্যক্তি পাশে দাঁড়িয়ে সহায়তা করে আসছি। আগামীতেও যতটুতু সম্ভব আমার অবস্থান থেকে সহায়তা করে যাব।
জামান / জামান

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
