ঢাকা শনিবার, ২ আগস্ট, ২০২৫

তালায় মাঠে মাঠে সবুজের হাতছানি তবুও শঙ্কা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ৭-৩-২০২৩ দুপুর ১২:৩৭

সাতক্ষীরার তালা উপজেলার  মাঠে মাঠে এখন সবুজের হাতছানি। ফলে বুঁক ভরা আশা নিয়ে দু চোখে  রঙিন স্বপ্ন দেখছেন এই অঞ্চলের কয়েক হাজার কৃষক। এখানকার বিলাঞ্চলের বাস্তবতায় বসন্তের উষ্ণ আবহাওয়ায়  আবাদকৃত জমির ধান গাছ যেন নেচে নেচে প্রতিদিনই রুপ বদলাচ্ছে। ধানের থোঁড় এখন গলায় গলায়। তবে আগাম রোপনকৃত ক্ষেতে দেখা দিয়েছে ধানের শীষ। তাইতো আর মাত্র কিছু দিন অতিবাহিত হলেই কৃষকের আঙিনা ভরে যাবে কাঙ্ক্ষিত সোনালি ফসলে। ঘরে তুলবেন বছরের খোরাকি,ঘুচে যাবে অভাব, পরিশোধ হবেন ঋণ। এমন আশায় বুঁক বেঁধেছেন হাজারও প্রান্তিক চাষিরা । তাইতো মাথার ঘাম পায়ে ফেলে রোপনকৃত ধান ক্ষেত ভালো রাখতে। এক রকম নাওয়া খাওয়া ভুলে ব্যস্ত সময় পার করছেন তারা। চলছে সার কীটনাশক ছিটিয়ে পোঁকা ও আগাছা দমন সহ অন্যান্য পরিচর্যার কাজ। সূত্রমতে,তালা উপজেলায় বছরের একটি মাত্র ধান ফসল হিসেবে এবার ইরি-বোরো ধানের বাম্পার ফলনের  সম্ভাবনা রয়েছে । বর্তমান সময় পর্যন্ত দুই এক জায়গা বাদে আর সকল রোগমুক্ত ধান ক্ষেত দেখে এমনটি পরিলক্ষিত হচ্ছে। কিন্তু মৌসুমী বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির শঙ্কায় অনেকেই দুলছেন আশা-নিরাশার দোলাচলে। তালা উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জান যায়,মৎস্য ঘের অধৃষ্যিত উপজেলার ১২টি ইউনিয়নে এ বছর  ১৯ হাজার ৫ শত ৫৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সরজমিনে, উপজেলার যুগীপুকুরিয়া গ্রামের প্রান্তিক চাষী কামরুল ইসলাম (৪০)জানান,এবছর এখনো তেমন কোন রোগ দেখা দেয়নি। তবে বিভিন্ন ধরনের ঔষধ ছিটিয়েও পোঁকা দমন করা সম্ভব হচ্ছে না। একই গ্রামের মাছ ও ধান চাষী সাংবাদিক আবু হোসেন জানান, পানির স্তর এত নিচে নেমে গেছে যে শীঘ্রই বৃষ্টি না হলে ধান ক্ষেত নষ্ট হয়ে যেতে পারে। একই ধরনের অভিযোগ করেন স্থানীয় আমতলা ডাঙ্গা গ্রামের শিক্ষক ও সাংবাদিক ধান চাষী মফিদুল ইসলাম। ক্ষুদ্র ধান চাষী ফারুক হোসেন সরদার (৩৮) জানান , এনজিওর কিস্তির ঋণের টাকা নিয়ে চার বিঘা জমিতে ধান চাষ করেছি । বিশেষ করে ইরি ধান করা আর  ছোট ছেলে মেয়ে মানুষ করা একই কথা। যখন যা প্রয়োজন ঠিক তখনই সব কাজ ফেলে সেটা করতে হয়। বর্তমান সময় পর্যন্ত ধানের যা অবস্থা দেখছি তাতে করে ধান ভালো হবে বলে আশা করছি। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান উৎপাদনের জন্য সরকারি প্রণোদনার আওতায় ৬ হাজার ৬শত কৃষককে উন্নত জাতের বীজ ও সার দেওয়া হয়েছে। বর্তমান সময় পর্যন্ত এই এলাকার ধান ক্ষেতের অবস্থা খুবই ভালো। তবে বড় ধরনের কোন প্রাকৃতিক দুর্যোগ বা তেমন কোন রোগ বালাইয়ের প্রাদূর্ভাব দেখা না দিলে। চলতি মৌসুমে উপজেলায় ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নিশ্চিত অর্জন হবে তাতে কোন সন্দেহ নেই। তারপরও  কৃষকদের পরামর্শ প্রদানের জন্য উপ-সহকারী কৃষি কর্মকর্তারা প্রতিটি ইউনিয়নে মাঠ পর্যায়ে গিয়ে  দেখভাল করছেন। এবং কৃষকদের ধান ক্ষেতের সার্বিক খোঁজখবর নেয়ার জন্য নিয়মিত যোগাযোগ রাখার বিষয়ে বলা হয়েছে। সব মিলিয়ে এই উপজেলায় বছরের একমাত্র ব্যয়বহুল ধান ফসল সুস্থ ভাবে কৃষকরা ঘরে তুলতে না পারলে। ঋণ গ্রস্থ্য দরিদ্র চাষিদের সাংসারিক জীবনে দারুন অভাব কষ্ট দেখা দেবে । সর্বোপরি,স্থিতিশীল উর্ধ্বমুখী  চালের বাজারে ধান উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ  ব্যবস্থা গ্রহণ পূর্বক। এখানকার মানুষের খাদ্য চাহিদা নিশ্চিত করতে। সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় অভিজ্ঞ মহল।

এমএসএম / এমএসএম

হাইস্পিড গ্রুপ অফ কোম্পানির মালিকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান

বোদায় মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

হাটহাজারী মাদ্রাসায় বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থায়ী সদস্য কবর জেয়ারত ও পরিচালক'র সাথে সৌজন্য সাক্ষাত

ভবদাহ অঞ্চলে পানিবন্দি শত শত পরিবার

বারহাট্টার প্রকৃতিতে ফুটন্ত শাপলা যেন হাতছানি দিয়ে ডাকছে

কুড়িগ্রামে দূর্গম চরাঞ্চলের দরিদ্র মহিলাদের মাঝে সেলাই/হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী মুন্নুর মৃত্যুবার্ষিকীতে চিকিৎসা সেবা ও শ্রদ্ধাঞ্জলি

বিয়ে হয়নি তবুও নিচ্ছেন মাতৃত্বকালীন ভাতার টাকা

মির্জাগঞ্জে চাঁদাবাজির মামলায় রাসেল মৃধা গ্রেপ্তার

কর্ণফুলী পেপার মিলসের তামার তার পাচারের সময় ১ জন গ্রেফতার

‎নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা বিস্ফোরক মামলার আসামি ভারতে পালানোর সময় গ্রেপ্তার

তানোরে বিএনপির স্থবিরতা কাটাতে মিজানের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি তৃণমূল নেতাকর্মীদের!

মেহেরপুর জেলা বিএনপি'র উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত