যাত্রীসংকটে পড়েছেন মাদারীপুর–ঢাকা রুটের বাসগুলো
পদ্মা সেতুর চালুর আগ পর্যন্ত মাদারীপুর থেকে সড়কপথে ঢাকা পৌঁছাতে যাত্রীদের গুনতে হতো ২৫০ টাকা। সেতুর চালুর পর ২৫০ টাকার ভাড়া বাড়িয়ে করা হয় ৩০০ টাকা। হঠাৎ করে তেলের দাম বেড়ে যাওয়ার সেই ভাড়া আরেক দফা বাড়িয়ে করা হয় ৩৫০ টাকা। তবে প্রতিযোগিতা থাকায় অনেক পরিবহন ৩০০ টাকা ভাড়া নিত। একপর্যায়ে জেলার সব কটি ঢাকাগামী পরিবহন যাত্রীপ্রতি ৩০০ টাকা ভাড়া নিতে শুরু করে।
গত ১৫ ফেব্রুয়ারির আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ করেই সড়ক পরিবহন বাস মালিক সমিতির একটি সিন্ডিকেট সভায় মাদারীপুর-ঢাকা সড়কপথে বাসের ভাড়া নির্ধারণ করা হয় ৪০০ টাকা। কোনো ধরনের নোটিশ বা প্রজ্ঞাপন ছাড়াই এই ভাড়া পরের দিন থেকে কার্যকর করা হয়। ৩০০ টাকার ভাড়া ১০০ টাকা বৃদ্ধি করায় এরপর থেকে প্রতিবাদ করা শুরু করেন অনেকেই। প্রতিবাদকারীরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে এ পথের বাসগুলো বর্জনের ডাক দিচ্ছেন। যাত্রীদের এই প্রতিবাদ চলমান রয়েছে গত দুই সপ্তাহ ধরে। তারা বিকল্প যানবাহন ও বিকল্প রুটে রাজধানীতে যাতায়াত করছেন। এতে যাত্রীসংকটে পড়েছেন মাদারীপুর–ঢাকা রুটের বাসগুলো।
এদিকে বিআরটিএ সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকার দূরত্ব ১১১কিলোমিটার। সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী কিলোমিটার প্রতি ২ টাকা ১৫ পয়সা।বাসে ৫২ সিটের স্থানে যাত্রীদের স্বাচ্ছন্দের কথা বিবেচনা করে তৈরি করা হয়েছে ৪০ সিটের বাস। ৪০ সিটের বিবেচনা করলে এতে ভাড়া দাঁড়ায় ৩০৪ টাকা ২৭ পয়সা। এদিকে পদ্মা সেতুর টোল ভাড়া নেয়া হচ্ছে ২ হাজার ৪৯৫ টাকা। সেক্ষেত্রে ৪০ জন যাত্রীর ৭০ শতাংশ ধরে জনপ্রতি শুধু টোল ভাড়া দাঁড়ায় ৮৯ টাকা ১০ পয়সা। এতে সর্বমোট যাত্রী প্রতি ভাড়া দাঁড়ায় ৩৯৩ টাকা ৩৭ পয়সা। যা ৬ টাকা ৬৩ পয়সা বৃদ্ধি করে ভাড়া ৪০০ টাকা নেয়া হচ্ছে।
রাকিব হাসান বকুল নামের একজন ফেসবুক ব্যবহারকারী স্ট্যাটাসে লিখেছেন, 'সার্বিক, সোনালি, চন্দ্রা পরিবহন যেনো আমাদের পকেট কেটে নিচ্ছে। মাদারীপুর পরিবহন সহ সকল পরিবহন বয়কট করলাম। মাদারীপুর ঢাকা যাওয়ার ভাড়া ৪০০ টাকা।
শরিয়তপুর থেকে ঢাকা যাওয়ার ভাড়া ২৫০ টাকা, টাকা বাচবে ১৫০।'
সরদার এমডি শামীম নামের আরেক ফেসবুক ব্যবহারকারী স্ট্যাটাসে লিখেছেন,'ঢাকা থেকে মাদারীপুরের দূরত্ব ১১৪ কিলোমিটার। ৩০০ টাকার ভাড়া এক রাতে বেড়ে ৪০০ টাকা করা হয়েছে। তারমানে আমরা এখন পরিপূর্ণ জিম্মি।'
সবুজ হোসাইন নামে একজন লিখেছেন,'মাদারীপুর থেকে সব পরিবহন চায় ৪০০ টাকা। আমি প্রতিবাদ করার জন্য মস্তফাপুর থেকে বাসে উঠলাম। ৩০০ টাকায় ঢাকা যাচ্ছি। আশা করি সবাই মস্তফাপুর থেকে কম টাকায় ঢাকা যেতে পারবেন।'
গত বুধবারে সরেজমিনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদারীপুর বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখা যায়, মাদারীপুর থেকে ঢাকাগামী সোনালী, সার্বিক, চন্দ্রা ও মাদারীপুর পরিবহনগুলোতে নেই তেমন যাত্রীর চাপ। বেশিরভাগ বাসগুলোই ১০ থেকে ১৫ জন যাত্রী নিয়ে ঢাকার দিকে রওনা হচ্ছে। এদিকে কিছু যাত্রীরা ভাড়া বৃদ্ধির কথা শুনে মুখ ফিরিয়ে বিকল্প পথে মস্তফাপুর ও শরীয়তপুর রুট হয়ে ঢাকায় যাচ্ছেন।
মাদারীপুর থেকে ঢাকাগামী যাত্রী নয়ন হাওলাদার বলেন,' চাকুরী পরিক্ষা দেয়ার জন্য ঢাকা যাচ্ছি। বাসস্ট্যান্ডে এসে দেখি ৩০০ টাকার ভাড়া ১০০ টাকা বাড়ানো হয়েছে। তাই বিকল্প পথে মস্তফাপুর থেকে বরিশালের গাড়িতে ঢাকা যাবো। যতোদিন এই অযৌক্তিক ভাড়া কমানো না হবে, ততোদিন মাদারীপুরের সকল বাস বয়কট করলাম।'
মো. কাওসার হোসেন নামের আরেক যাত্রী বলেন, 'পেট্রোল তেলের দাম বাড়েনি। হঠাৎ করেই ১০০ টাকা ভাড়া বাড়ানো এটা অযৌক্তিক। আমরা সবাই মাদারীপুর সড়ক পরিবহন সিন্ডিকেটের হাতে জিম্মি। এটা গনতান্ত্রিক রাষ্ট্রের নিয়ম হতে পারে না। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে ভাড়া কমিয়ে আগের ভাড়া নিশ্চিত করা হোক।'
ভাড়া বৃদ্ধির ব্যাপারে সড়ক পরিবহন বাস মালিক সমিতির সভাপতি খন্দকার কামরুল হাসান তুষু বলেন,'আমরা সরকার নির্ধারিত ভাড়া নিচ্ছি। অনেকে এ সম্পর্কে না বুঝে জনগণকে ভুলপথে পরিচালিত করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা অবৈধভাবে ভাড়া আদায় করলে রাস্তায় ট্রাফিক রয়েছেন তারাই আমাদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করতেন।'
এ বিষয়ে কথা হয় বিআরটিএ মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নূরুল হোসেনের সাথে। তিনি বলেন,'এই ভাড়া আমাদের হেডকোয়ার্টার থেকে নির্ধারণ করা হয়েছে। সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ী এই রুটের ভাড়া ৩৯৩ টাকা আসে। এখানে সরকার নির্ধারিত ভাড়া অনুযায়ীই নেওয়া হচ্ছে।'
জানতে চাইলে মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন,'জেলা পর্যায়ের বাস ভাড়া নির্ধারণ কমিটির আমি একজন সদস্য। ভাড়া বৃদ্ধির আগে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়েছিলো বলে আমার জানা নেই। তবে আমরা শুনতে পেয়েছি কয়েকদিন ধরে হঠাৎ করে ১০০ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি। তাছাড়া বিআরটিএ কর্মকর্তা ও জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে কথা হয়েছে, তারাও বিষয়টি দেখছেন।'
এমএসএম / এমএসএম
গাইবান্ধার ফুলছড়িতে প্রাথমিক শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ
দুমকীতে দুই আওয়ামীলীগ নেতা আটক
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
পবিপ্রবির দুই শিক্ষার্থী পুনঃভর্তির আদেশ
দৈনিক সকালে সময় পত্রিকাই সংবাদ প্রকাশের পর পানিবন্দি থেকে মুক্তি পেলেন অর্ধশত পরিবার
জয়পুরহাটে কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্পের বর্ণাঢ্য উদ্বোধন
শেরপুরের শ্রীবরদীতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত
সিংড়া মডেল প্রেসক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বড়লেখায় ৩ দফা দাবিতে সহকারি শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত, ১৫১ প্রাইমারি স্কুলে অচলাবস্থা
কুমিল্লায় ৫ হাজার গাড়ীবহর নিয়ে বিএনপিনেতা গফুর ভূইয়ার প্রচারনা
রাজশাহীতে ‘‘অপারেশনস্ ফার্স্ট লাইট’’ অভিযানে আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য ও মোটরসাইকেল উদ্ধার: গ্রেফতার: ১৩
বালাগঞ্জে পরিচ্ছন্নতা ও রোগীর স্বাস্থ্য রক্ষায় নতুন উদ্যোগ নিলেন ডা. মামুন
টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি
Link Copied