ঢাকা বৃহষ্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

কুবিতে একইদিন তিন মানববন্ধন


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ১২-৩-২০২৩ বিকাল ৬:১৫
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) একই দিনে তিন মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদ, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ ও বিলুপ্ত শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (১২ই মার্চ) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ও বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে এই মানববন্ধনের কর্মসূচি পালন করা হয়। 
 
ছাত্রলীগের নেতাকর্মীদের মানবন্ধনের বিষয় ছিলো অছাত্র, বহিরাগত সন্ত্রাসী কর্তৃক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে মারধরের অভিযোগে অভিযুক্ত অপরাধীদের গ্রেফতার, প্রক্টরের অপসারণ এবং অছাত্রদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ আজীবন নিষেধাজ্ঞা জারি করা। 
 
সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে মানবন্ধনের আয়োজন করেছে সেখানে শিক্ষার্থীদের উপর যারা হামলা করেছে তাদের বিচারের দাবির তুলনায় মূখ্য বিষয় ছিলো বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের অপসারণের দাবি।
 
মানববন্ধনে ছাত্রলীগ নেতাকর্মীদের বক্তব্যেও একই বিষয় উঠে এসেছে তারা বলেন, 'এই প্রক্টর দায়িত্ব পালনে ব্যর্থ। প্রক্টরের ইন্ধনেই এরকম ঘটনা ঘটছে। তিনি শিক্ষার্থীদের সবসময় আশ্বাসের মধ্যে রাখেন কিন্তু কোন কার্যকরী পদক্ষেপ নেন না।'
 
এসময়  নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হল শাখা ছাত্রলীগের সভাপতি ইসরাত জাহান জেরিন বলেন, 'আজ আমরা সবাই একত্রিত হয়েছি এর পেছনে কিছু দাবী আছে। দাবীর পিছনে কিছু ঘটনা আছে। গত ছয় সাত মাস ধরে এই প্রক্টরের সাময়ে আমরা নিরাপত্তাহীনতায় আছি। একটার একটার একটা ঘটনা ঘটেছে এর পিছনে প্রতক্ষ ভাবে প্রক্টর রানা স্যারের ইন্ধন ছিল। আজ আমরা প্রক্টরের বিরুদ্ধে আঙুল তুলছি না, আজ আমরা এই ধরনের কথা বলতে বাধ্য হচ্ছি।'
 
অন্যদিকে বঙ্গবন্ধু পরিষদ ও কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপর হামলার দ্রুত বিচার চান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের  প্রক্টরের বিরুদ্ধে অপপ্রচারে বিরুদ্ধে মানববন্ধন করেন।  
 
এসময় বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী সদস্য ও সামাজ বিজ্ঞান অনুষদের ডিন এন এম রবিউল আউয়াল চৌধুরী বলেন, হঠাৎ করেই কোন কারণ ছাড়া বিশ্ববিদ্যালয়কে অস্থির করার একটা পায়তারা শুরু হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়ে কোন প্রকার অস্থিরতা চাই না। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর উপর বহিরাগরা যারা হামলা করেছে তাদের শাস্তির দাবিতে প্রশাসন সক্রিয় রয়েছে। প্রক্টরের বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা ভিত্তিহীন। যদি তিনি অপরাধ করে থাকে তাহলে আমরা বঙ্গবন্ধু পরিষদ থেকেও ব্যবস্থা নিবো।
 
ছাত্রলীগ নেতাকর্মীরা কেন প্রক্টরের অপসারণ চাচ্ছে এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমি জানি না তারা কেন আমার অপসারণ দাবি করছে। আমাদের শিক্ষার্থীদের বহিরাগত যারা হামলা করেছে তাদের গ্রেপ্তার করার জন্য পুলিশকে বার বার বলছি। আমি চাই না আমার শিক্ষার্থীরা হামলার শিকার হোক। প্রক্টর হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি।
 
তিনি আরো বলেন, 'তাছাড়া তারা কেন প্রক্টরকে দায়ী করছে তা জানি না। যারা মারধরের শিকার হয়েছে তারা এখনো প্রক্টর বরাবর বিচারের দাবিতে লিখিত কোন  অভিযোগ পত্র দেয়নি।'

এমএসএম / এমএসএম

ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি

জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা

মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি

ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ

ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত

ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ

জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা

জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা

ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন

শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ