তালায় মেধাবী মাদ্রাসা ছাত্র"র চোখের দৃষ্টি ফেরাতে সাহায্যের প্রয়োজন

চোখ মানুষের কাছে খুব মূল্যবান সম্পদ । তাই কোন কারনে সেই চোখের দৃষ্টি যদি নিভে যায় । তাহলে তার জীবনের দুঃখ দুর্দশার আর শেষ থাকে না । এমনিই এক পরিস্থিতির শিকার সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্র মোঃ আবু হুরায়রা। দীর্ঘদিন ধরে এজমা ও চোখের কর্ণিয়া সমস্যায় ভুগছেন। হতভাগা কিশোর উপজেলার কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামের দিন মজুর মাসুদুর রহমানের ছেলে। তার চোখের অপারেশন করাতে প্রায় দেড় লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছে ঢাকার ভিশন আই হসপিটাল কর্তৃপক্ষ। তবে তার দিন মজুর পিতার পক্ষে এত টাকা জোগাড় করা কোন ভাবেই সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের সহযোগীতা কামনা করেছেন। মেধাবী মাদ্রাসা ছাত্র আবু হুরায়রা জানায়,ইতিমধ্যে তার ২৯ পারা কোরআন শরিফ খতম দেওয়া শেষ হয়েছে। আর মাত্র একটি পারা খতম দিতে পারলেই সে পাগড়ী পেয়ে হাফেজ উপাধি লাভ করবেন। কিন্তু চোখের সমস্যার কারণে পড়াশোনা,কাজকর্ম ও চলাফেরা করতে তার খুবই কষ্ট হয়। অন্য সবার মত এই সুন্দর পৃথিবী দু চোখ ভরে দেখার তার খুব ইচ্ছা। সে হাফেজ ক্বারী, মাওলানা হয়ে উজ্জ্বল করতে চাই পিতা-মাতার মুখ। বড় হয়ে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত রাখবে এটা যেন তার অবুঝ হৃদয়ে দীর্ঘদিন পুষে রাখা প্রত্যাশা। ইতি পূর্বে সে জেলার হয়ে ইসলামী সঙ্গীত ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।তার উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে সুশিক্ষাই শিক্ষিত হয়ে সুস্থ্য ও স্বাভাবিক জীবন ফিরে পেতে। সমাজের বিত্তবানদের মানবিক সাহায্যের হাত বাড়ানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন তার হতদরিদ্র দিনমজুর পিতা মাসুদুর রহমান। সাহায্য পাঠাতে তার ব্যক্তিগত নগদ ও বিকাশ একাউন্ট নম্বর - ০১৭৬৩ ৭৪৩৩৮২ । প্রয়োজনে উক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার অসহায় পরিবার। স্থানীয় ৪ নং কুমিরা ইউ পি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান,আবু হুরায়রা খুব গরিব মানুষ,তার একটি চোখ নষ্ট হয়ে গেছে । শুনেছি চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন । আমি যতটুকু পারি তাদের সাহায্য করার চেষ্টা করব। পাশাপাশি হাফিজিয়া পড়া ছেলেটির চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী দানবীর মানুষের শুভ হস্তক্ষেপ কামনা করেছেন। এবং আগামীতে তার একটি প্রতিবন্ধী ভাতা কার্ড করে দিবেন বলেও তিনি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম

ইলিশ পাচার সিন্ডিকেট বিলুপ্ত চান ভোলার উপকূলের জেলেরা

ঝিনাইদহে রেলপথের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন

লামা উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত

কোটালীপাড়ায় পোনা মাছ অবমুক্তকরণ

ত্রিশালে বাগান মাদরাসা পরিদর্শনে আইএমইডির মহাপরিচালক

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের কর্মশালা

সার নীতিমালা বহালের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ তিন মাদ্রাসাছাত্রী, ২১ দিনেও সন্ধান মিলেনি

চাঁপাইনবাবগঞ্জে বিনাধান-১৭ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

রৌমারীতে মানষিক ও শারিরীক নিযাতনেই গৃহবধুর বিষপানে আত্মহত্যা

চৌগাছায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
