ঢাকা বৃহষ্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

রূপপুর প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমত’র গাড়ি চালক সম্রাট খুন


এএ আজাদ হান্নান, ঈশ্বরদী photo এএ আজাদ হান্নান, ঈশ্বরদী
প্রকাশিত: ২৫-৩-২০২৩ দুপুর ৩:৩৬

নির্মানাধীন ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র প্রকল্পো ঠিকাদারী প্রতিষ্ঠান 'নিকিমত' নামে একটি সাব-ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালকের গাড়ি চালক সম্রাট হোসেন(৩৮) হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। সে ঈশ্বরদী শহরের আলহাজ্ব ক্যাম্পের আবু বক্কারের ছেলে। সম্রাট হোসেন দু'দিন ধরে নিখোঁজ ছিল।
শনিবার সকালে ঈশ্বরদী শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে পাবনা ও কুষ্টিয়া জেলার সীমানাবর্তী কুষ্টিয়ার শিলাইদহ নদীর ঘাটে পরিত্যাক্ত একটি প্রাইভেট গাড়ির ভিতর থেকে পুলিশ মৃত অবস্থায় তার লাশ  উদ্ধার করেছে। পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুনসী বিষয়টি নিশ্চিত করে বলেন, চালক সম্রাট কারো দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ঘটনার তদন্তে নেমেছে। 
ঈশ্বরদী থানা পুলিশ জানায়, সম্রাট গত দুদিন ধরে নিখোঁজ ছিল। তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে গত শুক্রবার ঈশ্বরদী থানায় একটি নিখোঁজের অভিযোগ দায়ের করে । অভিযোগ দায়েরের পরই পুলিশ     সম্্রাটের সন্ধানে নেমে পড়ে বিভিন্ন এলাকায় কৌশলে অভিযান চালাতে থাকে। এরইমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম 'সম্রাট খুন' হয়েছে বলে সংবাদ ছড়িয়ে পড়ে । এ অবস্থায় পুলিশ আরো তৎপর হয়ে ওঠে। এরপরও সম্রাটের সন্ধান পাওয়া যাচ্ছিল না। অবশেষে শনিবার সকালে কুষ্টিয়া জেলা পুলিশ শিলাইদহ নদীঘাটে সাদা একটি প্রাইভেট কারের ভিতরে মৃত: অবস্থায় একটি লাশ দেখতে পায় । পরে  সম্রাটের বাবা ও প্রাইভেট গাড়ির মালিককে ডেকে এনে সম্রাটের লাশ শনাক্ত করা হয়। 
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, সম্রাটের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না  তদন্তের ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় সম্রাটের এক বন্ধু একই কোম্পানীর অপর গাড়ী চালক মোমিন খানের স্ত্রী সীমা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সীমার স্বামীর বাড়ি ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা গ্রামে। সীমার স্বামী মোমিন খান একসময় সম্রাটের সঙ্গে চাকরি করতেন। এঘটনার পর থেকে মোমিন খান পলাতক রয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমা খাতুন সম্রাটকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছে। 

এমএসএম / এমএসএম

পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন

বিএনপি সরকার গঠন করলে হিন্দু অধ্যুষিত এলাকায় ডিজিটাল মন্দির নির্মাণ করা হবে — খন্দকার নাসিরুল ইসলাম

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

বাকেরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁদপুরে ৪৫ হাজার জেলেকে খাদ্য সহায়তা প্রদান

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবার পেল ২৫ লাখ টাকা

ঈশ্বরদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

সাটুরিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

মেহেরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পটুয়াখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে গোয়ালঘরের তালা ভেঙে ৫ টি গরু চুরি

কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও ডিজিটাল লার্নিং সেন্টার উদ্বোধন

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত