ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

ফরিদপুরের আলোচিত পিতা ও পুত্র নির্যাতনকারী পাঁচ আসামি মধুখালী থানাতে আটক


মেহেদী হোসেন পলাশ, মধুখালী  photo মেহেদী হোসেন পলাশ, মধুখালী
প্রকাশিত: ২৭-৩-২০২৩ রাত ৮:৫২

ফরিদপুর মধুখালী তারপর ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৭/০৩/২০২৩  তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় জাহাপুর ইউনিয়নের আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেনী কক্ষে স্থানীয় কতিপয় যুবক কর্তৃক ইয়ামিন মৃধা ওরফে রাজু(৪০) পিতা-মৃত কুব্বাদ আলী মৃধা সাং-সালামতপুর থানা-মধুখালী জেলা-ফরিদপুর এবং তার কিশোর পূত্র রাজন মৃধা(১৫)কে অমানবিক নির্যাতন করে। এরপর অপপ্রচার করে যে, আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী ইভা খাতুন(৮) তার বাবা ইয়ামিন মৃধা ওরফে রাজু এবং তার সৎ ভাই রাজন মৃধা কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে।উক্ত সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনগন কর্তৃক আটককৃত ইয়ামিন মৃধা ওরফে রাজু এবং রাজন মৃধাকে হেফাজতে গ্রহন করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।ঘটনার প্রাথমিক তদন্তকালে প্রতীয়মান হয় যে, ইয়ামিন মৃধা ওরফে রাজু এর বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ভিকটিম ইভা খাতুনকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, তার বাবা তাকে নির্যাতন করেনি। ইয়ামিন মৃধা ওরফে রাজু তার দুই ছেলে রাজন মৃধা(১৫), স্বজন মৃধা(৯) এবং কন্যা ইভা খাতুন(৮) সহ মাঝকান্দি সাকিনে জনৈক আঃ সালামের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। ইয়ামিন মৃধা ওরফে রাজু জীবিকার প্রয়োজনে ঝিনাইদহ একটি জুট মিলে চাকুরী করে। ইভা খাতুন এর মা জীবিত না থাকায় তার স্কুলের সহকারী শিক্ষক ইসরাত জাহান লিপি তাকে অত্যাধিক স্নেহ করেন। সহকারী শিক্ষক ইসরাত জাহান লিপি ইতোপূর্বে ইভা খাতুনকে তার হেফাজতে রেখে লালন পালনের জন্য ইভা খাতুনের পিতার নিকট প্রস্তাব দেয়। ১৪/০৩/২০২৩ খ্রিঃ তারিখ স্কুল ছুটির পর ইভা খাতুন উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইসরাত জাহান লিপি এর ফরিদপুরের বাসায় চলে যায় গত ১৭/০৩/২০২৩ খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৯.০০ ঘটিকার সময় ইয়ামিন মৃধা ওরফে রাজু ও তার পূত্র রাজন মৃধা ইভা খাতুনকে আনার জন্য আড়ুয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত হলে স্থানীয় কতিপয় যুবক তাদের বিরুদ্ধে ইভা খাতুনকে ধর্ষনের অভিযোগ তুলে বিদ্যালয়ের একটি শ্রেনী কক্ষে নিয়ে বেধড়ক মারপিট করে।উক্ত মারপিটের ঘটনায় ২০/০৩/২০২৩ খ্রিঃ তারিখ ইয়ামিন মৃধা ওরফে রাজু আসামী ১। কুতুব উদ্দিন(৩৬) পিতা-নাজিম উদ্দিন ২। ফয়সাল(২০) পিতা-আসাদুল ৩। জহিরুল(১৯) পিতা-শাজাহান সর্ব সাং-মাঝকান্দি থানা-মধুখালী জেলা-ফরিদপুর সহ অজ্ঞাতনামা ৮/৯ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করলে মধুখালী থানার মামলা নং ১৬ তারিখ-২০/০৩/২০২৩ ধারা-১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ পেনাল কোড রুজু করা হয়। একই তারিখ এজাহারনামীয় ১নং আসামী কুতুব উদ্দিনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।অপর দুই আসামী ফয়সাল ও জহিরুল গত ২৩/০৩/২০২৩খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন লাভ করে।মারধরের ঘটনার ভিডিও চিত্র হতে সনাক্ত করে ঘটনায় সরাসরি জড়িত আসামী ফরমান মোল্যা(২১) পিতা-মৃত আসাদুল মোল্যা সাং-মাঝকান্দি, সজীব মোল্যা(২২) পিতা-শাহজাহান মোল্যা সাং-মাঝকান্দি, জুবায়ের শেখ(২০) পিতা-নবিয়াল শেখ সাং-শিবরামপুর, হাসিব ভুইয়া(২০) পিতা-নূর ইসলাম ভুইয়া সাং-শিবরামপুর সর্ব থানা-মধুখালী জেলা-ফরিদপুরদের গত ২৬/০৩/২০২৩ খ্রিঃ তারিখ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল

শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা

চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু

রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ

ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক

রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের

সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম

পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক

কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি

স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল

তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা