ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জে পানি উন্নয়ন বোর্ডের মাটি গিলে খাচ্ছে ইটভাটা


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ১:৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে পানি উন্নয়ন বোর্ডের মাটি গিলে খাচ্ছে ইটভাটা। রাতের অন্ধকারে  ভ্যেকু দিয়ে  পাউবো’র মাটি কেটে ট্রাক যোগে নিয়ে যাচ্ছে বন্ধন ভাটার মালিক আব্দুল হালিম। এ যেন মাটি নিয়ে চলছে লুটতরাজ। দেখার অনেকে থাকলেও কার্যত দেখার কেউ নেই।

 স্থানীয়দের অভিযোগ বাধা দিলে মাটি খেকোরা তাদের নানাভাবে মামলা হামলার হুমকি দেয়। সরেজমিন যেয়ে এসব তথ্য পাওয়া গেছে।সরেজমিন এলাকায় গিয়ে জানা যায়, প্রায় তিন বছর পুর্বে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের সারটিয়া থেকে ঘুড়কা ইউনিয়নের দেওভোগ হয়ে সলঙ্গা পর্যন্ত প্রায় ২০কিলোমিটার মরা করতোয়া নদী খনন করে পানি উন্নয়ন বোর্ড। 

খননকৃত মাটি নদীর তীরে সুসজ্জিত করে রাখা হয় এবং মানুষের চলাচলে রাস্তা তৈরী করে দেয় পানি উন্নয়ন বোর্ড। এক সময় করতোয়া নদীটি মরে গেলেও খনন শেষে তা আবার যৌবনকাল ফিরে পায়। খনন কাজ শেষ করে নদীর দুতীরে লাগানো হয় বিভিন্ন প্রজাতীর গাছ। গাছগুলো ইতিমধ্যে ছায়া দিতে থাকে।
 কিন্ত সেই নদীর তীরের কোটি কোটি টাকার মাটির উপর চোখে পড়ে কোদলাস্থ স্থানীয় বন্ধন ইটভাটা  মালিকের। বর্তমানে এই ইটভাটার মালিক আব্দুল হালিম। 

ভাটার মালিক তার লোকজন দিয়ে দেড়াগাঁতী গ্রামের পাশে থেকে প্রতিরাতে মাটি কাটা শুরু করে। সারারাত বেক্যু দিয়ে মাটি কেটে ট্রাকে করে ইট ভাটায় নিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক দেড়াগাতীর গ্রামের কয়েকজন জানান, উক্ত গ্রামের অধিকাংশ মানুষ হিন্দু সম্প্রদায়ের। মাটি কাটতে বাধা দিলেই তাদের বিভিন্নভাবে হুমকী দেয়।পানি উন্নয়ন বোর্ডের প্রায় ১কিলোমিটার তীর কেটে সমুদয় মাটি ইট ভাটায় নেয়া হয়েছে। অবশিষ্ট তীর কাটতেও তারা প্রস্তুত। দীর্ঘ দিন ধরে  মাটি লুটপাট করলেও পানি উন্নয়ন বোর্ডর এবং স্থানীয় প্রশাসনের নজরে আসেনি।

 নাম প্রকাশে অনিচ্ছুক ভাটার কয়েকজন শ্রমিক অভিযোগ করে বলেন, সরকারি মাটি কেটে ভাটার মালিক কোটিপতি হলেও দেখা যেন কেউ নেই। তারা ভাটায় কাজ করেন তাই কিছু বলতে পারেননা। তাদের দাবী সরকারি সম্পদ রক্ষা করা দরকার। স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জানান,রাত হলে মাটি খেকোদের মাটি কাটার উৎসব শুরু হয়।  রাতে বেশ কয়েকটি বেকু দিয়ে অসংখ্য ড্রাম ট্রাকে মাটি নিয়ে যাওয়া হয়। তারা থানায় খবর দিলেও খোজ নিতে আসেনি কেউ। 

স্থানীয়দের অভিযোগ গোপনে বিভিন্ন দপ্তরে জানালেও কোন প্রতিকারের ব্যবস্থা দেখা যায়নি। অথচ এসব লুটতরাজ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের চোখে পড়ছে না। তারা খুজঁতে যেয়ে কিছুই পাচ্ছে না। রহস্যজনক কারনে তা ভাটার মালিকেরা সুযোগ হিসেবে লুটপাটে উৎসাহ পাচ্ছে।

কোদলাস্থ বন্ধন ভাটার মালিক আব্দুল হালিম জানান, আমি স্থানীয় মাটি ব্যবসায়ী বাবুর নিকট থেকে মাটি কিনি। তবে সে  কোথা থেকে মাটি আনছে  সে সম্পর্কে আমার কোন ধারণা নেই। এক পর্যায়ে  নদীর মাটি ভাটায় আসছে স্বীকার করলেও দোষ চাপান স্থানীয় ষোলমাইলের মাটি ব্যবসায়ী বাবুর উপর। 

এদিকে মাটি ব্যবসায়ী বাবু জানান, ভাটার মালিক আব্দুল হালিমের নির্দেশেই দেড়াগাঁতীস্থ পানি উন্নয়ন বোর্ডের খননকরা তীরের মাটি তার ভাটায় দেয়া হচ্ছে। এদিকে একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, পাউবো কর্তৃপক্ষের সাথে গোপন চুক্তিতে  আব্দুল হালিম নদীর এবং পাউবো’র জায়গা থেকে মাটি কেটে নিচ্ছে। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, পাউবো’র কোন জায়গা থেকে মাটি কাটা হলে খুব শীঘ্রই তদন্ত করে দোষি ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল বলেন, বিষয়টি নিয়ে চান্দাইকোনা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তার নিকট প্রতিবেদন চাওয়া হয়েছে। প্রতিবেদন পেলেই দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা

গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ

কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান

উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন

গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন

ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন

মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন

জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।

শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা