ঢাকা বুধবার, ১ অক্টোবর, ২০২৫

মারধরের ঘটনায় প্রক্টর ও পুলিশ প্রশাসনকে লিখিত দিলো কুবি শিক্ষার্থী


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ৩০-৩-২০২৩ দুপুর ৩:২৭

তারাবীর নামাজ আদায় করতে গিয়ে মসজিদের সামনে কিশোর গ্যাংয়ের আক্রমনের শিকার হওয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোকপ্রশাসন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোজাম্মেল হক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিখিত অভিযোগ ও কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে।  

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মারধরের শিকার হওয়া মোজাম্মেল হক।প্রক্টর বরাবর দেয়া এক পাতার লিখিত অভিযোগপত্রে বলা হয়, গত ২০ মার্চ  রাত ৮টা ৪৫ মিমিটের সময় নামাজ চলকালীন অবস্থায় আমাকে রাণীর বাজার মসজিদ থেকে খাইরুল আমিন (২০) এর নেতৃত্বে ১০-১২ জন ছেলে আমাকে ডেকে বের করে আমার উপর অতর্কিতভাবে হামলা করে। পরবর্তীতে আরো ১০-১৫ জন একত্র হয়ে আমার একটি গলির ভিতর নিয়ে অনবরত মারধর করতে থাকে। প্রায় ৪০-৪৫ মিনিট পর্যন্ত তারা আমার উপর নির্মমভাবে প্রহার করতে থাকে। এসময়ে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দিয়ে বারবার আমার অপরাধ জানতে চাওয়ার পরও তারা আমার কথা শুনেনি। একপর্যায়ে তারা আমাকে হত্যার হুমকি দেয়। তারপর ঘটনাস্থলে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। এরপর আমি কুমিল্লা সদর হাসপাতালে গিয়ে প্রথমিক চিকিৎসা গ্রহন করি। চিকিৎসকরা আমাকে ঔষধ দিয়ে এবং সিটি স্ক্যান সহ কিছু পরীক্ষা করার পরামর্শ দেন। বর্তমানে আমি শারীরিক ও মানসিক অস্থিরতা সহ নিরাপত্তাহীনতায় ভুগছি।

অভিযোগপত্রে উক্ত শিক্ষার্থী ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিচার এবং তাঁর পড়াশোনা ও নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানান। এছাড়া খায়রুল আমিন সহ  আরো ২০/২৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।

অভিযোগ দেয়ার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, 'আমি আজকে লিখিত অভিযোগ প্রদান করেছি। স্যার আমাকে আশ্বস্ত করেছে এবং কুমিল্লা প্রশাসনকেও আমি লিখিত অভিযোগ দিয়েছি তারাও ব্যবস্থা নিবে বলেছে পরবর্তীতে প্রয়োজনে মামলা করবো।'

এ বিষয়ে প্রক্টর (দায়িত্বপ্রাপ্ত) কাজী এম. আনিছুল ইসলাম বলেন, 'আমরা বিষয়টা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জেনেছি। পরবর্তী আমরা ঐ শিক্ষার্থীর সাথে যোগাযোগ করেছি। উক্ত বিষয়ে আমরা প্রক্টরিয়াল বডি আজকে জরুরি মিটিং করেছি। সে আমাদের একটি লিখিত অভিযোগ দিয়েছে। উক্ত অভিযোগের ভিত্তিতে আমরা ভুক্তভোগীর প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। আমরা বিষয়টা খুব গুরুত্বের সাথে দেখছি।'

এমএসএম / এমএসএম

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এনটিআরসিএর বড় সিদ্ধান্ত

সাইবার বুলিং ও নিরাপত্তাহীনতায় চাকসু নির্বাচনে সীমিত নারী প্রার্থীর অংশগ্রহণ

বিশ্ববিদ্যালয় থেকে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর লক্ষাধিক টাকার টাইলস আত্মসাত

পিডি নিয়োগে প্রথম হয়েও বাদ শেকৃবি অধ্যাপক , নিয়ম ভেঙে প্রকল্প পেলেন সাবেক ছাত্রলীগ নেতা

পবিপ্রবির নতুন উদ্যোগে নারী শিক্ষার্থীদের জন্য স্থায়ী নামাজ রুম

ডিআইইউতে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিন সম্পন্ন

গণ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি মৃদুল, জিএস রায়হান

আইএফপিআরআই ও সার্ক কৃষি কেন্দ্রের মধ্যে যুক্তরাষ্ট্রে সমঝোতা চুক্তি স্বাক্ষর

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'তে শুরু হয়েছে আন্তর্জাতিক সম্মেলন BIM 2025

চাকসু নির্বাচনে ব্যালট নম্বর প্রকাশ, আনুষ্ঠানিক প্রচারণা শুরু

গঠনতন্ত্রে নিয়মিত শিক্ষার্থীদের সংযোজন করে ইকসু'র দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রক্টর ও ছাত্র-উপদেষ্টার পুনঃনিয়োগ

পাস্ট ডিবেটিং সোসাইটির নতুন সভাপতি রউফ, সম্পাদক তন্নি