প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সেবার যৌক্তিক মূল্য নির্ধারণের দাবীতে মানববন্ধন

প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সেবার যৌক্তিক মূল্য নির্ধারণের দাবী জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং নগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। রবিবার (২ এপ্রিল) সকাল ১১টায় নগরীর প্রবর্ত্তক মোড়ে নাগরিক উদ্যোগ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারসমূহে সেবার যৌক্তিক মূল্য নির্ধারণের দাবী জানান তিনি।
এসময় সুজন বলেন মানুষের স্বাস্থ্য অধিকার একটি মৌলিক অধিকার। দেশের যেকোন নাগরিক যেকোন সময় হাসপাতালে গেলে তাকে পর্যাপ্ত স্বাস্থ্যসেবা দেওয়াটা তার অধিকারের মধ্যে পড়ে। চট্টগ্রামে বিশাল সংখ্যক জনগোষ্ঠীর অনুপাতে সরকারি হাসপাতালগুলো পর্যাপ্ত নয় সে কারণে বিশাল একটি অংশকে স্বাস্থ্যসেবা নিতে বাধ্য হয়েই প্রাইভেট ক্লিনিক কিংবা হাসপাতালের দ্বারস্থ হতে হচ্ছে। সেখানে গিয়েই তাকে তার পর্যাপ্ত স্বাস্থ্যসেবাটা নিতে হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় প্রাইভেট ক্লিনিকগুলো মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে রোগীদের কাছ থেকে গলাকাটা দাম আদায় করছে। কোন একজন রোগী একটুখানি বিপদে পড়ে হাসপাতালে গেলেই তাকে স্বাস্থ্যসেবা নিতে কমপক্ষে ২০ থেকে ৩০ হাজার টাকা খরচ করতে হচ্ছে। অযথা টেস্টের নামে তাকে হয়রানি করা হচ্ছে। কথায় কথায় রোগীদের সিসিইউ, এইচডিও, আইসিইউ এবং লাইফ সাপোর্টের কথা বলে স্বজনদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আদায় করা হচ্ছে। ফলত অনেক মানুষ চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে আবার অনেক মানুষ এসব প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে বিলের জন্য লাশও আটকে রাখা হচ্ছে, দাফন করতে দেয়া হচ্ছে না। এরকম অনেক অমানবিক ঘটনার স্বাক্ষী আমরা প্রতিদিন। অন্যদিকে ডায়াগনস্টিক সেন্টারগুলো একেক জন একেক রকম রিপোর্ট দিচ্ছে। এতে করে রোগীর স্বাভাবিক চিকিৎসাসেবা প্রাপ্তি বিঘ্নিত হচ্ছে। তাছাড়া ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মূল্যেরও তারতম্য রয়েছে। একেকটি ডায়াগনস্টিক সেন্টার একেক রকম করে রিপোর্ট দিচ্ছে এবং একেক রকম দাম আদায় করছে। ফলত একজন রোগী অসুস্থ হলে তাকে নিয়ে তার পরিবার পরিজন দিশেহারা হয়ে পড়ছে। এ থেকে রোগীদের পরিত্রাণ দেওয়ারও অনুরোধ জানান তিনি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক এই প্রশাসক বলেন বর্তমান সময়ে ভোক্তা অধিকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য নানামূখী অভিযান পরিচালনা করছে। ঠিক একইভাবে প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোকেও নিয়ন্ত্রণ করা আজ সময়ের দাবীতে পরিণত হয়েছে। তিনি অবিলম্বে প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ, ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এবং চিকিৎসা বিশেষজ্ঞদের সমন্বয়ে সবগুলো সেবার যৌক্তিক মূল্য নির্ধারণের দাবী জানান। পাশাপাশি প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ এসব সেবার নির্ধারিত মূল্য রোগী থেকে আদায় করছে কিনা তাও ভোক্তা অধিকারকে নিয়মিত মনিটরিং করার আহবান জানান তিনি। নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ এবং সদস্য সচিব হাজী মো. হোসেন এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুর রহমান মিয়া, রুহুল আমিন তপন, মো. নাজিম উদ্দিন, মোরশেদ আলম, অনির্বাণ দাশ বাবু, মো. শাহজাহান, জানে আলম, সমীর মহাজন লিটন, শহীদুল আলম লিটন, মহানগর ছাত্রলীগের সভাপতি এম ইমরান আহমেদ ইমু প্রমূখ।
এমএসএম / এমএসএম

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

রূপগঞ্জে তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড

কোটালীপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাপাসিয়ায় ঔষধ ব্যবসায়ীদের মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত
