ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সাভারে নারী পরিদর্শকের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদকসেবীদের ছেড়ে দেয়ার অভিযোগ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ১:৫

ঢাকার সাভারে টাকার বিনিময়ে মাদকসেবীদের ছেড়ে দেয়ার অভিযোগ উঠছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা ক সার্কেলের পরিদর্শক নুসরাত জাহান নামে এক কর্মকর্তার বিরুদ্ধে। আরও অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার সঙ্গে থাকা দুই ব্যক্তি মাদকসেবীর কাছ থেকে পাওয়া দুই বোতল ফেন্সিডিল নিজেরাই পান করেছেন।

টাকার বিনিময়ে ছাড়া পাওয়া আকাশ (ছদ্মনাম) জানান, গত ২১ মার্চ দুপুরে পৌর এলাকার বেদে পল্লীর বাসিন্দা আঁখি নামে এক মাদক বিক্রেতার কাছ থেকে দুই বোতল ফেন্সিডিল কিনে রিক্সায় করে যাচ্ছিলেন সে। এ সময় রশিদ মেম্বারের মোড়ে পৌঁছালে তার রিক্সার গতিরোধ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তাকে তল্লাশি করে ফেন্সিডিল পেলে কর্মকর্তারা তাদের‌কে একটি গাড়িতে ওঠান।

আকাশ বলেন, গাড়িতে উঠে দেখতে পাই সেখানে আরও পাঁচ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করে নিয়ে আসা হয়েছে। এ সময় কর্মকর্তারা আমাকে বলেন, যেখান থেকে ফেন্সিডিল আনছিস সেখানে আমাদের নিয়ে চল আর কিছু টাকা নিয়ে আসার ব্যবস্থা কর তোকে ছেড়ে দিব। আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে সেই স্থানে নিয়ে গেলে মাদক বিক্রেতা ওই নারীকে এক ব্যাগ ফেন্সিডিলসহ তারা আটক করে। এরপর তারা আমাদেরকে ঢাকা-আরিচা মহাসড়কের গেণ্ডা এলাকায় নিয়ে যায়। সেখানে মোবাইল কোর্ট বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়।

এ সময় আমাকে পাশের একটি হোটেল নিয়ে যায় তারা। সেখান থেকে আমার এক বন্ধুকে কল দিলে তারা কথা বলেন এবং এক লাখ টাকা দাবি করেন। আমার সেই বন্ধু বিশ হাজার টাকা দিতে রাজি হলেও তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। দুপুর শেষ হয়ে যখন সন্ধ্যা হয় তখন তারা আমাদেরকে রেডিও কলোনি স্কুলের মাঠে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আমি বিকাশে দশ হাজার টাকা ব্যবস্থা করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই ব্যক্তি আমার কাছ থেকে পাওয়া দু‌টি ফেন্সিডিল খেয়ে ফেলে।

সেইসঙ্গে নিজেরাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিকাশের দোকানে গিয়ে নয় হাজার আটশ' টাকা উত্তোলন করে এবং আমাকে ছেড়ে দেয়। আকাশ নামে এই যুবক আরও বলেন, আমাদের সঙ্গে ধামরাই থেকে আরও এক ব্যক্তিকে তারা আটক করেছিল। গাড়িতে বসে কর্মকর্তাদের মুখে আমি শুনতে পাই, তাকে ছাড়ানোর জন্য ৫০ হাজার টাকা কোনো এক মাধ্যমে পাঠানো হয়েছিল। তবে সেই টাকা নিয়ে তাদেরই এক সোর্স পালিয়ে গেছে। পরবর্তীতে সেই লোক আরও ৪৭ হাজার টাকা দিলে তাকেও ছেড়ে দেওয়া হয়। সাভার মডেল থানা ও উপজেলা ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, ২১ মার্চ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা ক সার্কেলের পরিদর্শক নুসরাত জাহান গেন্ডা এলাকায় সোনাই মোল্লা, আবু তাহের, রাশেদ ও বাধন মিয়া নামে চার মাদকসেবীকে নিয়ে আসে। এ সময় তাদের প্রত্যেককে একশ' টাকা করে জরিমানা ও এক মাসের দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন। এছাড়া আঁখি (১৯) নামে এক নারীকে ফেন্সিডিল বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা (নং-৬০) দায়ের করেন এবং আলামত হিসেবে ১৬ বোতল ফেন্সিডিল জব্দ দেখানো হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা ক সার্কেলের পরিদর্শক নুসরাত জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেদিন আমরা অভিযান চালিয়েছি। তবে আমরা কাউকে ছাড়িনি। কে কোথা থেকে টাকা নিয়েছে আমি কিছুই জানিনা। বিষয়গুলো আমি আমার টিমের কাছে জানব, এখন ফোনে কি বক্তব্য দিব। আপানার সঙ্গে কালকে সাভার এসে সরাসরি কথা বলব ব‌লে ফোন কে‌টে দেন।

এমএসএম / এমএসএম

জুলাই যোদ্ধাদের নিয়ে কটূক্তি করা ছাত্রলীগ নেত্রী ফাইজা গ্রেপ্তার

বাবুগঞ্জে চুরির অভিযোগে যুবককে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল — থানায় অভিযোগ

বাগমারায় কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে দুই নারীকে অজ্ঞান করে লুট, দুই যুবক গ্রেপ্তার

চিলমারীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কোটালীপাড়ায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

আত্রাইয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বারহাট্টায় আগুনে পুড়ে ছাই গার্মেন্টস দোকানের মালামাল

সংস্কারের বিপক্ষে বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন দলের সাথে জোটের সম্ভাবনা নেই: নাহিদ

রায়গঞ্জে যুবদলের ৪৭ বছরের অঙ্গীকার— ‘গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণরাই ভরসা’

নির্বাচনী দায়িত্বে পুলিশের দক্ষতা বাড়াতে নরসিংদীতে প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের উদ্বোধন

সাতক্ষীরা চাঁদাবাজ, মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিল গ্রামবাসী

ভূরুঙ্গামারীতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

তাড়াশে যুব দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন