ঢাকা বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

প্রতিবন্ধী হয়েও জীবন সংগ্রামে রায়গঞ্জের বিলকিস খাতুন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ১:১১

প্রতিবন্ধকতা কখনোই সাফল্যকে আটকাতে পারে না। প্রতিবন্ধীরা এখন সমাজের বোঝা নয়, সঠিক যত্ন ও পরিচর্যা পেলে তারাও বদলে দিতে পারে সমাজ, সংসার ও পরিবার। সমাজের মানুষের ভালো দৃষ্টি ও রাষ্ট্রের সামান্য সহযোগিতা আট দশজনের মতো সুস্থ্য স্বাভাবিক মানুষের ন্যায় দেশ জাতি গঠনে সার্বিক ভাবে ভুমিকা রাখতে পারে।

এমনি একজন রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের করিলাবাড়ি গ্রামের বাসিন্দা বিলকিস খাতুন(৩৫)।শারীরিক প্রতিবন্ধী হয়েও জীবন সংগ্রামে থেমে নেই। কাজের মাঝেই তার পরম আনন্দ। তার পিতা  মৃত সোলাইমান হোসেন, মা বেঁচে আছেন। ব্যাক্তি জীবনের তিনি বিবাহিত ছিলেন, পারিবারিক ভাবে স্বামীর সংসার থেকে তিনি বিচ্ছিন্ন। বোনের সন্তানকে নিজের সন্তান মনে করে লালনপালন  করছেন তিনিবিলকিস খাতুন  তার নিজস্ব প্রচেষ্টায় বান্ধবীর সহযোগিতায় ধানগড়া উপজেলা পরিষদের সামনে  দিয়েছেন বিলকিস পাপিয়া টেইলার্স অ্যান্ড ফ্যাশন হাউস। নিজে আর বান্ধবী পাপিয়া খাতুন মিলেই ব্যবসা পরিচালনা করেন। যা আয় হয় তা দিয়েই চলে তাদের সংসার।বিলকিস খাতুন শারীরিক প্রতিবন্ধী বয়স ৩৫ বছর। শারীরিক প্রতিবন্ধী হিসেবেই তার জম্ম। সে আট দশজনের মত হাটা চলা করতে পারে  না। স্থানীয় নেতা কর্মীদের মাধ্যমে স্থানীয় এমপি ডাঃ আব্দুল আজিজের সহযোগিতায় তিনি একটি চলাচলের জন্য রিকশা পেয়েছেন।সেই অটো রিকশা করে বিলকিস তার ব্যবসা প্রতিষ্ঠানসহ সব জায়গায় চলাচল করেন।তিনি জানান শারীরিক প্রতিবন্ধী হয়েও আমি হালাল ভাবে অর্থ উপার্জন করে সংসার চালাচ্ছি।বর্তমানে এনজিও থেকে লোন নিয়ে সেলাই মেশিন ক্রয় করে এই দোকান দিয়েছি।ক্রেতাদের ভীর থাকলেও অর্থনৈতিক ভাবে সচ্ছল না থাকায় দোকানে তেমন পণ্য সামগ্রী তুলতে পারছি না।

সরকারি অথবা বে সরকারিভাবে কেউ সহযোগিতা করলে হয়তো ব্যবসায় সফলতা পাবো।প্রতিবন্ধী বিলকিস খাতুনের সহযোগি পাপিয়া খাতুনের বাড়ি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা এলাকায় সংসার জীবনে ১ ছেলে আর ১ মেয়ে রয়েছে তার।পারিবারিক ভাবে স্বামীর সংসার তারও ত্যাক করতে হয়। হঠাৎ পরিচয়ের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় প্রতিবন্ধী বিলকিসের সঙ্গে। সেই থেকে দুজনে এক সাথেই চলা ফেরা করেন।তিনি জানান,বিলকিস খাতুনের সঙ্গে তিনিও উদ্যোগ নেন টেইলার্স ও ডিজাইন ব্যবসার।স্থানীয় এনজিওর মাধ্যমে লোন নিয়ে তারা দুজনে মিলে শুরু করেন এই ব্যবসা। খুব ভালোই চলছে তাদের বেচাকেনা। কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে ক্রেতাদের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করতে পারছে না।তাই তারা জানান সরকারি ও বেসরকারি ভাবে তাদের অর্থনৈতিক ভবে সহযোগিতা করলে তারা এই ব্যবসায় সফলতা পাবেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইলিয়াস হোসেন বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদান করেছেন। আমারা উপজেলায় প্রতিবন্ধীদের কার্ড শতভাগ করবার জন্য কাজ করে যাচ্ছি। বিলকিস খাতুন প্রতিবন্ধী কার্ডের সুবিধা ভোগ করছে এছাড়াও আমরা তাকে ঋণ দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করছি।

এমএসএম / এমএসএম

শ্যামনগরে ড. মনিরুজ্জামানের পক্ষে বিশাল গন-মিছিল ও পথ সভা

গোপালগঞ্জে আওয়ামী লীগের চার নেতার দল থেকে পদত্যাগ

কোম্পানীগঞ্জে মেধা বিকাশ বৃত্তি পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থীকে সম্মাননা ও বৃত্তি প্রদান

উলিপুরে শহীদ রায়হান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উলিপুর লালদল চ্যাম্পিয়ন

গাজীপুরের নয়া জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

ঘরহীন জীবনের গল্প: রায়গঞ্জে নৌকার ওপর ভাসমান এক বৃদ্ধ দম্পতির দিনযাপন

ধামইরহাটে ‘আরডিআরএস’ এর ২৯৮ তম শাখার উদ্বোধন

মাদ্রাসা এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া (ফাজিল)-এর নতুন বহুতল একাডেমিক ভবন নির্মাণকাজের উদ্বোধন

জয়পুরহাটে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিএসডিকে এনজিও'র বাস্তবায়নে বিএনএফ এর অর্থায়নে হত-দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ও প্রশিক্ষণ প্রদান।

শেরপুরে গারো পাহাড়ের জঙ্গল থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি'র উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা