বর্তমানে শতভাগ সেশনজট নিরসনের পথে বেরোবি
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বর্তমান উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদের ঐকান্তিক প্রচেষ্টা ও দূরদর্শিতার ফলে গত তিন থেকে চার বছরের সেশনজট বর্তমানে শতভাগ নিরসনের পথে হাঁটতেছে বিশ্ববিদ্যালয়টি। ফলে শিক্ষার্থীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।
করোনাকালে শিক্ষার্থীরা যে জটের মধ্যে পড়েছিল সেই ক্ষতি কাটিয়ে উঠতে বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছিল এবং সেই সাথে ছয় মাসের সেমিস্টার চার মাসে নামিয়ে আনা হয়। এভাবে শিক্ষার্থীদের সেশনজট শূন্যের কোটায় কমিয়ে আনার পরিকল্পনা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এই পরিকল্পনা অনেকটাই বাস্তবে পরিণত হচ্ছে।
জানা যায়,বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই ভয়াল সেশনজটের কবলে পড়ে উত্তর অঞ্চলের আলো ছড়ানো এই বিশ্ববিদ্যালয়টি।কিন্তু সময়ের পরিক্রমায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগের মধ্যে দেড় থেকে সাড়ে ৩ বছরের সেশনজট ছিল। যার ফলে ৬ থেকে ৭ বছরেও শেষ হচ্ছিল না স্নাতক (অনার্স)। কোনো কোনো বিভাগে ৮ বছর ও লাগছিলো। সময় মতো পড়াশোনা শেষ করতে না পারায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েন জটে পড়া শিক্ষার্থীরা। বিশেষ করে নিম্ন বিত্তবানদের মধ্যে এ দুশ্চিন্তার প্রবনতা বেশি দেখা যায়। যদিও এই জটের পিছনে অনেকেই এক শ্রেনীর শিক্ষকে দায়ী করেছেন যারা তৎকালীন ভিসির লেজুড়বৃত্তি রাজনীতির সাথে জড়িত ছিল।
বিশ্ববিদ্যালয়ে একাডেমিক সূত্রে জানা যায় যে এর আগে বেশির ভাগ বিভাগেই জট ছিল।যার মধ্যে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, বাংলা, ইংরেজি, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগ,যেখানে প্রায় তিন বছরের সেশনজট ছিল। এছাড়া জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা, লোক প্রশাসন, সমাজবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুই বছরের সেশনজট ছিল।কিন্তু বর্তমানে এই বিভাগ গুলোতে আর কোন জট নেই।
এদিকে, সেশনজট নিরসন হওয়ায় ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে আসন সংখ্যার তুলনায় সর্বোচ্চ ভর্তিতে এগিয়ে ছিল বেরোবি। প্রায় শতভাগ ভর্তির কারণ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বর্তমান একাডেমিক শৃঙ্খলা ও সেশনজটমুক্ত হওয়ায় বিশ্ববিদ্যালয়টিকে সর্বোচ্চ পছন্দের তালিকায় রেখেছেন নবীন শিক্ষার্থীরা।
সংশ্লিষ্টরা বলছেন, একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রমে গতি ফিরে পেয়েছে উত্তরবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ রোকেয়া বিশ্ববিদ্যালয়। ক্লাস, পরীক্ষা ও ভর্তিসহ সব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ফলে কমেছে সেশনজট। অনলাইন ও অফলাইন মিলিয়ে চলছে সব কার্যক্রম। ফলে সময় লাগছে কম, ফিরেছে শৃঙ্খলাও। তবে অবকাঠামো সংকট, শিক্ষক স্বল্পতা ও আর্থিক অপ্রতুলতা এখনো ভোগাচ্ছে বিশ্ববিদ্যালয়টিকে।এত কিছু সমস্যা থাকার পরও গত কয়েক বছরে শিক্ষক শিক্ষার্থীর গবেষণা কার্যক্রম বেড়েছে কয়েক গুন।ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আগের তুলনায় অনেকাংশে বেড়েছে। যার কারনে অন্যন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেরোবিও বর্তমানে শক্ত অবস্থানে আছে। বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে মাথা উঁচু করে ইতিবাচক ভূমিকা রাখছে।
ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী লিখা খাতুন বলেন,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সময়ের সাথে সাথে অনেক এগিয়ে যাচ্ছে তারমধ্যে অন্যতম একটি বিষয় হলো সেশনজটমুক্ত।কিছু বছর আগেও এই বিশ্ববিদ্যালয়ের প্রধান সমস্যা ছিল সেশনজট। স্নাতক শেষ করতে প্রায় অনেক সময় লেগে যেত ফলে শিক্ষার্থীদের অনেক বিড়ম্বনার শিকার হতে হতো।কিন্তু বর্তমানে সেশনজটসহ বিভিন্ন সমস্যা সমাধান করতে সক্ষম হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন ।ফলে শিক্ষার্থীরা তাদের পড়াশোনা যথাসময়ে শেষ করতে সক্ষম হচ্ছে।
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মমিনুর রহমান বলেন , দেড় যুগে পা রেখেছে উত্তরের আলোকবর্তিকা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। বর্তমান উপাচার্যের হাত ধরে সেশনজট নিরসন,গবেষণাসহ অনবরত অন্যান্য কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন হচ্ছে। একদা শিক্ষার্থীরা সেশনজটের ত্রাসে ভর্তি হতে চাইতো না। বর্তমানের চিত্রটি সম্পূর্ণ উল্টো। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসে ভর্তি হচ্ছে এখানে। হাজারো শিক্ষার্থীর ভরসার স্থলে পরিণত হয়েছে উত্তরের এই বিদ্যাপীঠ। ফলে দেশের সমসাময়িক বিশ্ববিদ্যালয় থেকে অনেকটাই এগিয়ে বিশ্ববিদ্যালয়টি ।
সেশনজট নিরসন সম্পর্কে জানতে চাইলে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ বলেন, দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম পদক্ষেপই ছিল বিশ্ববিদ্যালয়কে সেশনজট মুক্ত করা। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তার-কর্মচারীদের সহযোগিতায় গত দেড় বছরে এই বিশ্ববিদ্যালয়ের প্রায় চার বছরের সেশনজট মুক্ত হয়েছে।
এ বিষয়ে বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মণ্ডল আসাদ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট অন্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের তুলনায় বেশি। তবুও এই প্রতিবন্ধকতা থাকা সত্বেও সমন্বিত পরিকল্পনার মাধ্যমে সেশনজট নিরসন সম্ভব হয়েছে।
এমএসএম / এমএসএম
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ