অর্ধযুগে কুবি প্রেস ক্লাব
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব পঞ্চম বর্ষ পেরিয়ে ষষ্ঠ বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে ২০১৮ সালের ৪ এপ্রিল যাত্রা শুরু করে সংগঠনটি। অর্ধযুগে পদার্পন উপলক্ষে সংগঠনটিকে শুভেচ্ছা জানিয়েছে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের শুভানুধ্যায়ী ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন।
আহ্বায়ক কমিটির মাধ্যম ৯ জন সদস্য নিয়ে যাত্রা করে সাংবাদিক সংগঠনটি। যাত্রা শুরুর পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য প্রশংসিত সংগঠনটির সাথে বর্তমানে ২৫ জন সদস্য কাজ করছে, পাশাপাশি রয়েছে পনেরোর অধিক সহযোগী সদস্যও।
সিনিয়র-জুনিয়রদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ক্যাম্পাসে নিরলসভাবে সংবাদ উপস্থাপনের কাজ করে যাচ্ছে সংগঠনটি। ক্লাবের সহযোগী সদস্য একা তালুকদার বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে আমার যুক্ত হওয়া খুব অল্প দিনের। এই অল্প দিনের পথচলায় নানা কিছু শিখতে পেরেছি। সামনের দিনেও আরো নতুন কিছু শিখতে পারবো বলে আশা রাখি। অর্ধযুগে পদার্পন উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবকে জানাই অফুরন্ত ভালোবাসা ও শুভেচছা।'
আর ক্লাবের গ্রহণযোগ্যতার কথা বললে,এখন আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও আরেকটি পরিচয় তৈরি হয়ে আমি প্রেস ক্লাবের সদস্য, ক্যাম্পাস সাংবাদিক।আমার বন্ধুমহল, শিক্ষকজনের কপ্লিমেন্ট আমাকে এটিই বারবার মনে করিয়ে দেয়।ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সাফায়িত মুমিন সরকার সিফাত বলেন, 'সত্যের সন্ধানে কুবি প্রেস ক্লাবের পথচলায় যারা বিভিন্নভাবে সমর্থন যুগিয়েছেন, অবদান রেখেছেন আজকের এই দিনে তাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি ক্যাম্পাস সাংবাদিকদের এমন একটি প্লাটফর্ম যেখানে আমরা পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের শাণিত করার চেষ্টা করি। মোহ, ভয়, অসুস্থ প্রতিযোগিতাকে দূরে ঠেলে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনতে চাই৷'
প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে সংগঠনটির বর্তমান সভাপতি সাজ্জাদ বাসার বলেন, 'প্রিয় সংগঠনটি আজ অর্ধযুগে পদার্পণ করলো। এর পেছনে যেসকল প্রাক্তনদের অবদান আছে তাদের এবং সংগঠনের সকল শুভানুধ্যায়ীদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। সর্বদা অন্যায়ের বিরুদ্ধে লিখে যাবে এই সংগঠন সেই প্রত্যাশা।'
সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের অর্ধ যুগ পদার্পন উপলক্ষে সকলকে শুভেচ্ছা। প্রতিষ্ঠালগ্ন থেকে সত্য ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে ক্লাবের একঝাঁক তরুণ সংবাদকর্মী। তাদের এই প্রচেষ্টা সফল হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের আন্তরিক সহযোগিতায়। প্রেস ক্লাব ক্যাম্পাসের প্রসার এবং প্রচারে মুখ্য ভূমিকা পালন করছে। বিশ্ববিদ্যালয়ের যেকোন সংকটে প্রেস ক্লাব ক্যাম্পাসের পাশে আছে এবং থাকবে এই বিশ্বাস এবং আস্থা পরিবারের সকলে রাখবেন বলে আশা করি। বিশ্ববিদ্যালয় বিশ্বমানের কাজ করুক আর তার প্রচারে মুখ্য ভূমিকা পালন করবে প্রেস ক্লাব। ক্লাবের আগামী আরও সুন্দর ও সাফল্য মণ্ডিত হোক।'
এমএসএম / এমএসএম
ইবি'র তিন বিভাগে ৩০ আসন বৃদ্ধি
জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে আগুন
জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ নির্বাচন: সাধারণ সম্পাদক পদে তরিকুল ইসলামের ইশতেহার ঘোষণা
মাংসের খাটিয়ায় কুকুর, ছবি তুলতেই সাংবাদিককে হুমকি
ইবি'র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
ঢাবির একাডেমিক কার্যক্রম ২ সপ্তাহ বন্ধ, হল ত্যাগের নির্দেশ
ভিকারুননিসায় রোববারের প্রথম-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা স্থগিত
ইবি'র ৪৭তম জন্মিদনে নানা কর্মসূচি গ্রহণ
জকসু নিয়ে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী অবন্তির ভাবনা
জকসু নিয়ে কেন্দ্রীয় পাঠাগার ও সেমিনার সম্পাদক পদপ্রার্থী ইমনের ভাবনা
ছাত্রদলের উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের সাপ্তাহিক স্কুল উদ্বোধন
শেকৃবিতে নিয়োগে আওয়ামী পুনর্বাসন, এলাকাপ্রীতি ও অর্থ লেনদেনের অভিযোগ
Link Copied