সিংগাইরে ভুল চিকিৎসায় নবজাতকের দুই পা পোড়ানোর দায়ে স্বজনদের মানববন্ধন
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ডা. কেরামত আলী মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে গত ১৮ মার্চ রাতে ভুল চিকিৎসায় এক নবজাতকের দুই পা পুড়ে যাওয়ার ঘটনায় জড়িতদের শাস্তির দাবীতে সিংগাইরের জয়মন্টপ ইউনিয়ন পরিষদের সামনে ৫ এপ্রিল সকাল ১১ ঘটিকায় মানব বন্ধন ও প্রতিবাদ সভা করেছেন নবজাতকের পরিবার, স্বজন ও এলাকাবাসী ।
কর্মসূচীতে এলাকাবাসীর সহযোগীতায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জি. মো. শাহাদৎ হোসেন । অন্নান্যদের মধেও বক্তব্য রাখেন জামিরতা ইউপির সাবেক চেয়ারমান আবদুল হালিম রাজু , ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মঞ্জুরুল করিমসহ নবজাতকের পরিবার ও স্বজনরা ।
সিংগাইরের জয়মন্টপ ইউনিয়ের নাজিরপুর গ্রামের দিনমজুর শুকুর আলীর সন্তানসম্ভবা স্ত্রী তাজনাহার গত ১৮ মার্চ রাতে সিংগাইর সদরে ওই হাসপাতালে চিকিৎসার জন্ন ভর্তি হন ।
এদিকে নবজাতকের পিতা শুকুর আলী অভিযোগ করে বলেন, ক্লিনিকের ডা. মাহমুদা সুলতানা সাকি ও ক্যাশিয়ার জাহিদ খান, নার্স শিরিনা আক্তার ও আয়া দিপালী রানী দাস তার নবজাতকের বুকে ও দুই পায়ে অ্যানালগ পদ্ধতিতে হিট দেন । শরির কাপড়ে ঢাকা থাকার কারনে ঠিক আছে কিন্তু দুই পায়ের দশটি আঙ্গু গুরুতর ভাবে পুড়ে যায় । আমি ডা. মাহমুদা সুলতানা সাকি’র কাছে জান্তে চাইলে সে আমাকে বলে আপনার সন্তানের শ্বাসকষ্টের সমস্যা দ্রুত ঢাকা নিয়ে যান, আমি তার কথা মতো কোন দিকে না ভেবে ঢাকায় নিয়ে ধানমন্ডির রেনেসাঁ হাসপাতালে ভর্তি করি। সেখানে চার দিনে আমার ১ লাখ ২০ হাজার টাকা খরচ হয়েছে। এখনো শিশুটি আশঙ্কামুক্ত হয়নি। নবজাতকের বাবা শুকুর আলী কান্নাজরিত কণ্ঠে বলেন, আমি এর সু-বিচার চাই, আমি থানায় মামলা করেছি ৩ জন আসমীকে আটক করেছে পুলিশ । তবে ডা. মাহমুদা সুলতানা সাকি পলাতক।
শুকুর আলী আরো বলেন, হাসপাতালে চিকিৎসা দিতে গিয়ে সবকিছু হারিয়ে সহায় সম্বলহীন হয়ে পড়েছি। অন্যদিকে সকল প্রকার চিকিৎসা ব্যর্থ হওয়ায় এখন ডাক্টাররা বলছেন আট’টি আঙ্গুল সার্জারী করা যাবে এবং দুইটি আঙ্গু কেটে ফেলতে হতে পারে। মানব বন্ধন কর্মসূচীতে অভিযুক্তদের শাস্তি চেয়ে প্রতিবাদ জানায় সবাই ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের রাজারহাট-আনন্দবাজার পাকা সড়ক দ্রুত সংষ্কারের দাবিতে মানববন্ধন
বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে নারীদের উন্নয়নে কাজ করবে সরকারঃ মিঠু
কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ
আত্রাইয়ে মোটরসাইকেল চোরকে হাতেনাতে ধরে পুলিশের হাতে সোপর্দ
পাবনায় মাদকের টাকা না পেয়ে নামাজরত পিতাকে কুপিয়ে হত্যাঃ ছেলে আটক
বাংলাদেশের মানুষ নির্বাচিত সরকার চায়,নেত্রকোনায় এটিএম আব্দুল বারী ড্যানী
দরিদ্র ও মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল, অসুস্থ ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার বিতরণ
জান্নাতুল উলূম আলিম মাদরাসার সভাপতি হলেন ফয়সাল আহমেদ
কুমিল্লায় বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার
বি এন পি ক্ষমতায় এলে পল্লী চিকিৎসকদের কল্যাণে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ঘোষণা দিয়েছেন তারেক রহমানঃ ইউসুফ খান বাদল
নামে উপজেলা গুইমারা,নেই হাসপাতাল ও ফায়ার সার্ভিস স্টেশন
সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় দর্শক