৫০টি অক্সিজেন সিলিন্ডার ও ফ্রি অ্যাম্বুলেন্স দিলেন মেয়র টিটু ও শামীম
করোনা রোগীর চিকিৎসায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে ৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আমিনুল হক শামীম (সিআইপি)। বুধবার (২৮ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে মচিমহার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ফজলুল কবীরকে মসিক মেয়র ও চেম্বার অব কমার্সের সভাপতি এ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।
সিলিন্ডার প্রদান অনুষ্ঠানে মেয়র টিটু বলেন, করোনা মোকাবেলায় সারাবিশ্বে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার নেত্রী হিসেবে নজির স্থাপন করেছেন। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন, সামর্থ্যবান মানুষেরা যেন সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। তার এ আহ্বানে সাড়া দিয়ে বহু মানুষ খাদ্য, চিকিৎসা ইত্যাদি এ দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন, যা এই দুর্যোগ উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আমরা ইতিপূর্বেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি এবং ভবিষ্যতেও থাকবে।
তিনি আরো বলেন, আমরা দেখেছি অনেক দেশে করোনা রোগী বৃদ্ধি পেলে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়ে। আমাদের যেন এ অবস্থা না তৈরি হয় সেজন্য সচেষ্ট থাকতে হবে সকলকে। সচেতনতার মাধ্যমে সংকটকে জয় করতে হবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আপানারা সকল সংকটে পথপ্রদর্শক হিসেবে কাজ করেন। স্বাস্থ্যবিধি অনুসরণ, সরকার নির্দেশিত পন্থা অনুসরণ, মাস্ক পরিধান এবং টিকা নেবার মাধ্যমে করোনাকে প্রতিরোধে প্রচারের মাধ্যমে আপনাদের আরো ভূমিকা রাখতে হবে। আমরা যদি অনিয়ন্ত্রিত জীবনযাপন করি তবে যতই হাসপাতালের সুযোগ-সুবিধা বা বেড বাড়ানো হোক না কেন, তা কাজে আসবে না।
তিনি আরো বলেন, কোভিড রোগীর চিকিৎসায় অক্সিজেন সবচেয়ে বড়। আমাদের কিছুটা সংকট রয়েছে। তাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাড়া দিয়ে এই মুহূর্তে ৫০টি অক্সিজেন সিলিন্ডার আমরা দিয়েছি। মেয়র তার বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী যে একজন দূরদর্শী নেতা তা তিনি বারবার প্রমাণ করেছেন। উন্নত বহু দেশ যখন করোনা ভ্যাকসিন সংগ্রহ করতে পারেনি তখন প্রধানমন্ত্রী প্রথম কাতারেই বাংলাদেশকে ভ্যাকসিনেশনের সাথে সম্পৃক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ভ্যাক্সিনেশন কার্যক্রমকে সফল করতে যত টাকাই লাগুক আমাদের পক্ষ থেকে দেয়া হবে। আমরা সৌভাগ্যবান যে, এমন মানবিক গুণাবলীসম্পন্ন একজন প্রধানমন্ত্রী পেয়েছি। আমাদের এখন দায়িত্ব হবে সকলে মিলে ভ্যাক্সিনেশন কার্যক্রমকে সফল করে তোলা।
অনুষ্ঠানে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি মো. আমিনুল হক শামীম তার বক্তব্যে করোনা মোকাবেলায় সক্ষমতা বাড়াতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আমরা আপনাদের সাথে আছি। ভবিষ্যতেও ময়মনসিংহ মডিকেল কলেজের যে কোনো সহযোগিতায় আমরা সাথে থাকব।
অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ, বিএমএ সভাপতি ডা. মতিউর রফমান ভূঁইয়া, ময়মনসিংহ স্বাচিপ সভাপতি এইচএ গোলন্দাজ তারা প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- মচিমহার উপ-পরিচালক ডা. মো. ওয়ায়েজউদ্দীন ফরাজী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ জেল মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের পরিচালক সোমনাথ সাহা, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে মেডিকেল কলেজ প্রাঙ্গণে মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু এবং ময়মনসিংহ চেম্বারের সভাপতি মো. আমিনুল হক শামীম ব্যক্তিগতভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগকে করোনা রোগী ও করোনায় মৃত লাশ পরিবহনে একটি ফ্রি অ্যাম্বুলেন্স এবং করোনা রোগীর সহযোগিতায় ৮টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন। এ সময় মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কাউনিয়ায় ২০০ পরিবারকে টিউবওয়েল ও নগদ অর্থ দিল ছওয়াব বাংলাদেশ
মাধবপুরে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে আহত ১০; বাড়িঘর ভাঙচুর
আদালত ও কালিয়াজুরি এলাকায় মনিরুল হক চৌধুরীর ধানের শীষের গণসংযোগ
গোপালগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আবুল বাশার দাড়িয়া
কোটালীপাড়ায় বোরো বীজতলায় পানি দিতে গিয়ে কৃষকের মৃত্যু
দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়ঃ কুমিল্লায় হাজী ইয়াছিন
তারাগঞ্জে প্রাণি-সম্পদ কর্মকর্তার অবহেলায় মজুত থাকা সত্বেও পাচ্ছে না এলএসডি ভ্যাক্সিন, ঝুঁকিতে খামারীরা
চৌগাছায় কপোতাক্ষ নদের মাটি কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড
ধামইরহাটে মডেল সপ্রাবির ৫ম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাধবপুরে আজ থেকে প্রাথমিক শিক্ষকদের ফের অনির্দিষ্টকালের কর্মবিরতি