ঢাকা রবিবার, ৩ আগস্ট, ২০২৫

ঢাকার সোনা পাচারকারী সাতক্ষীরায় ধরা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১২-৪-২০২৩ রাত ৯:৩৭

বাংলাদেশ থেকে অভিনব কায়দায় স্বর্ণ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১২ এপ্রিল। সকালে ভোমরা কাষ্টমস্ গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি বিশেষ টিম ওৎ পেতে বসে থাকে কাস্টমস্ সংলগ্ন এলাকায়। অভিযুক্ত পাসপোর্ট যাত্রী কাস্টমস্ এলাকায় প্রবেশের পর নজরদারিতে রাখে কাস্টমস্ গোয়েন্দর বিশেষ টিম। সন্দেহ ভাজন পাসপোর্ট যাত্রী কাস্টমস্ এলাকা অতিক্রম করে ইমিগ্রেশনে প্রবেশকালে। ওই পাসপোর্ট যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করে কাস্টমস্ গোয়েন্দার কর্মকর্তারা । জিজ্ঞাসাবদে তার নিকট বহনকৃত স্বর্ণের কথা অস্বীকার করায় তার দেহ তল্লাশীর পর। তার ব্যাগেজ কাস্টমসের স্ক্যানিং মেশিনে স্ক্যান করা হয়। এর পর যাত্রীর নিকট থেকে কিছু না পাওয়া গেলে। পরে ওই পাসপোর্ট যাত্রীকে সাতক্ষীরা ডক্টরস ল্যাবে নিয়ে এক্স-রে করার পর তার পায়ূপথে স্বর্ণের অস্থিত্ব পায়। এবং আটককৃত যাত্রীর পায়ূপথ থেকে ৩ টি স্বর্ণবার লাল রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় উদ্ধার করেন গোয়েন্দা কর্মকর্তারা। আটককৃত পাসপোর্ট যাত্রী ঢাকার মুন্সীগঞ্জ জেলার কপিবাগ গ্রামের আব্দুল সাত্তার শেখের পুত্র মোহাম্মদ নাফিজ শেখ (২৯)বলে জানা যায়। যার পাসপোর্ট নং- ঊএ০৫৫৪১০৯। আসামীর নিকট থেকে উদ্ধার হওয়া ৩ টি স্বর্ণবার আটকসহ পাসপোর্ট বহি ও একটি মোবাইল ফোন জব্দ কর হয়েছে। আটককৃত স্বর্ণবার সাতক্ষীরা সাধনা জুয়েলার্স কতৃক পরীক্ষা নীরিক্ষা করা হয়। যার ওজন ৩শ ৪৮ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ২৫ লক্ষ ৬৫ হাজার ৮ আট শত ৪ টাকা নির্ধারণ করা হয়েছে কাস্টমস্র্ কর্তৃপক্ষ। ভোমরা কাস্টমস্ গোয়েন্দা ও তদন্ত সার্কেলের রাজস্ব কর্মকর্তা সেলিম চৌধুরী জানান, আসামী মোহাম্মদ নাফিজ শেখ দৈনিক সকালের সময়কে জানান,অভিনব কায়দায় অবৈধভাবে চোরা চালানের মাধ্যমে আদায় যোগ্য শুল্ক ফাঁকি দিয়ে।স্বর্ণবার বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ধারা ২৫ (বি) এর ১ (এ) ধারায় অপরাধ করেছে। এ ব্যাপারে ভোমরা কাস্টমস্ গোয়েন্দা ও তদন্ত সার্কেল এর সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল কাদির বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের পূর্বক আসামিকে আদালতে সোপর্দ করেছেন বলে জানিয়েছে।

এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র‍্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২

মনোহরগঞ্জে মডেল মসজিদ বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্ভোগে মুসল্লিরা