ঢাকা সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ঠাকুরগাঁওয়ে সামাজিক বনায়ন প্রকল্পের গাছের টাকা আত্মসাতের অভিযোগ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৩-৪-২০২৩ দুপুর ১:৫৫
ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের “সামাজিক বনায়নের মাধ্যমে দরিদ্র্য বিমোচন প্রকল্পের” গাছের টাকা পুরোপুরি সদস্যদের না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্য বাবলুর বিরুদ্ধে।
 
বাংরোট গ্রামের ভুক্তভোগী সদস্য হিরেন, দেখন, কলেজ, দিপেন, ধৈর্য্য, এরশাদ, কাউসার, দীগেন, সমারীর নাতি পলাশসহ বেশ কয়েকজন অভিযোগে জানান, সরকার বন বিভাগের মাধ্যমে “সামাজিক বনায়নের মাধ্যমে দরিদ্র্য বিমোচন প্রকল্পের” আওতায় উল্লেখিত ৩টি ওয়ার্ডের ৫০ জন সদস্য প্রশিক্ষণ গ্রহন করেন। পরে তারা এলাকার রাস্তার ২ পাশে গাছ লাগিয়ে দীর্ঘদিন পরিচর্যা করে আসছে।
 
প্রকল্পের মেয়াদান্তে গাছগুলি বিক্রির জন্য পাশ্ববর্তী কার্তিকতলা রাকাবের শাখার প্রত্যেকের নিজের হিসাবে ৩০ হাজার ১৮৩ টাকা করে পাঠানো হয়; প্রত্যেকে নিজেদের মোবাইলে মেসেজ পায়। কিন্তু সাবেক মেম্বার বাবলু প্রত্যেকের কাছে বিভিন্ন জিনিস বুঝিয়ে চেকের পেছনে সহি করে নিয়ে পুরো টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে সদস্যদের ১৩ হাজার টাকা কেটে নিয়ে ১৭ হাজার টাকা প্রদান করেন।
 
বাংরোট গ্রামের ভুক্তভোগী সদস্য দিপেন বলেন, আমাদের ৩০ হাজার টাকার মধ্যে ১৭ হাজার টাকা দিয়ে বাকি টাকাটা কেন কেটে নেওয়া হলো; এর বিচার চাই। বাবলু মেম্বার ১৪ সালের ৫ জানুয়ারি এ এলাকার মানুষদের নির্বাচনে ভোট দিতে যেতে দেননি।ভুক্তভোগী অপর সদস্য দীগেন বলেন, আমার ছেলে আপন শিক্ষিত তাই সে মোবাইলে টাকার মেসেজ পেয়ে নিজে ব্যাংকে গিয়ে পুরো টাকা তুলে নিয়ে আসে। কিন্তু পরক্ষণেই বাবলু মেম্বার এসে বিভিন্ন হুমকি-ধমকি দিয়ে আমাকে ১৭ হাজার টাকা দিয়ে বাকি ১৩ হাজার টাকা ফেরত নিয়ে গেছেন।
 
শুখানপুকুরী ইউনিয়নের বাংরোট গ্রামের সাবেক ইউপি সদস্য মো: বাবলুর সাথে টাকা আত্মসাতের বিষয়ে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। তিনি ফোন রিসিভ করেই এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং সাংবাদিকদের সাথে কথা বলবেন না বলে জানান।এ ব্যাপারে শুখানপুকুরী ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান জানান, এ ঘটনার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমার পরিষদ যেটুকু অংশ পাবে সেটি পেয়েছি; শেষ। আমি বাবলুকে জানিয়েছি যারা গাছ লাগিয়েছে তারা যাতে সম্পুর্ন টাকাটা পায় সেটা বলেছি।
 
ঠাকুরগাঁও সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সফিউল আলম মন্ডল বলেন, সামাজিক বনায়ন বিধিমালা অনুযায়ী প্রত্যেক সদস্যের নিজস্ব ব্যাংক হিসাবে তাদের সম্পুর্ন টাকা পাঠানো হয়েছে। তারা সেটি মোবাইলে এসএমএস এর মাধ্যমে জানতে পেরেছে। টাকা নিজে না উঠিয়ে কাউকে দিয়ে উঠিয়েছে কিনা সেটা তাদের ব্যাপার। কেউ যদি বন বিভাগের নাম ভাঙ্গিয়ে টাকা পয়সা গ্রহন করে তার দায়-দায়িত্ব তাদের।
 
এ ব্যাপারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শুখানপুকুরী ইউনিয়নের কার্তিকতলা শাখার ব্যবস্থাপক মো: ইকবাল হোসেন বলেন, ব্যাংকের জানালার পাশে এসে বেশিরভাগ সদস্য তাদের টাকা ওই ব্যক্তিকে দিতে বললে দেওয়া হয়। এছাড়াও অনেকেই নিজেই এসে তাদের টাকা তুলেছেন। নিয়ম মেনেই সদস্যদের টাকা প্রদান করা হয়েছে।
 
ঠাকুরগাঁও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল কার্যালয়ের জোনাল ব্যবস্থাপক অনুকুল চন্দ্র সরকার বলেন, একজন সদস্যের অভিযোগের প্রেক্ষিতে ওই শাখায় গিয়ে জেনেছি; ওই ব্যক্তির টাকা তার ছেলে তুলেছেন। ব্যাংকের বাহিরের টাকা ভাগ-বাটোয়ারার দায় ব্যাংকের থাকে না। তবে সামাজিক বনায়ন প্রকল্পের বেশিরভাগ সদস্যের টাকা একজন ব্যক্তি তুলে থাকলে সেটা সঠিক হয়নি। বিষয়টি জানলাম, পরবর্তীতে বিস্তারিত জেনে ব্যাংকের কোন অনিয়ম থাকলে খতিয়ে দেখা হবে।

এমএসএম / এমএসএম

বরগুনায় ঝুঁকিপূর্ন ভবনে আতঙ্কিত অবস্থায় শিক্ষা নিচ্ছে শিক্ষার্থীরা

১২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ

খুলনায় ইজিবাইকে ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন এর পরিচিতি সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গমারীতে মাদককারবারী সন্দেহে ৫ জন আটক

সাতকানিয়ায় পারিবারিক কলহের জেরে নিজ সন্তানের হাতে বাবার মৃত্যু

কোটালীপাড়ায় প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি

মানিকগঞ্জে স্কুল বাসে আগুন

রায়গঞ্জে সাবেক অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

নরসিংদীতে নতুন করে ২৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত, হাসপাতালে ভর্তি ৬৯ জন

দেশের ক্ষতি করে কাউকে বন্দর বা কোনো টার্মিনাল দেওয়া হবে না নৌ উপদেষ্টা

সামিরা আজিম দোলা সহ হামলায় আহতদের দেখতে হাসপাতালে বিএনপি নেতা কালাম

‎আনোয়ারায় আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত