তালায় দেখা দিয়েছে পানি সংকট

সারা দেশের ন্যায় সাতক্ষীরার তালা উপজেলায়ও গত কয়েকদিন ধরে প্রচন্ড গরম পড়ার বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে। ফলে সকল বয়সের রোজাদার ব্যক্তিরা, বিশেষ করে দুপুরের পর থেকে। দারুন পানি পিপাসায় কাতর হয়ে পড়ছেন। তবে রোজা রাখতে যেয়ে বেশি সমস্যায় পড়েছেন মাঠ ঘাটে কাজ করা শ্রমজীবী মানুষগুলো। যে কারনে এ বছরও এখানকার রোজাদার মানুষের মধ্যে নারীরাই এগিয়ে বলে জানা গেছে। একই সাথে এই এলাকায় প্রচন্ড গরম পড়ার কারণে বেড়েছে ছাতার কদর। শিশু-কিশোর থেকে শুরু করে প্রায় সব শ্রেণীর-পেশার মানুষ। বর্তমানে ছাতা ছাড়া বাইরে বেরুতে ভয় পাচ্ছে। যদিও প্রকৃতির নিয়মানুযায়ী আজ ১৪ এপ্রিল শুক্রবার। বাঙালি জাতির কাঙ্ক্ষিত পহেলা বৈশাখের মধ্য দিয়ে শুরু হলো গরম মৌসুম। তবে সময়ের ব্যবধানে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে ঋতুও যেন তার গতিপথ পাল্টিয়েছে। তাই তো মানুষ আর আগের মত বুঝতে পারেনা প্রকৃতি কখন কি বার্তা বহন করবে এবং কি ভাবে সাজবে। তাইতো আকাশের উত্তর-পশ্চিম কোণে এখন কালো মেঘের ঘনঘটা। দেখা গেলেও কাঙ্খিত সেই বৃষ্টির দেখা মেলা ভার। তবুও যে এরই মধ্যেই নিয়তিকে সাদরে গ্রহণ করে চলতে হবে পথ, চালাতে হবে জীবন-জীবিকা। গতকাল উপরের ছবিতে উপজেলার পাটকেলঘাটা কলেজ রোডে অবস্থিত ওয়েল্ডিং ওয়ার্কশপ এর মালিক শামীম হোসেন (৪২)জানান,আজ কয়েকদিন যে পরিমাণে গরম পড়ছে, যাতে করে ছাতা ছাড়া বাইরে বেরোনোর উপায় নেই। গরমের কারণে খালি গায়ে ছেলেটা নিয়ে একটু বাজারের মধ্যে গিয়েছিলাম। যদিও ওর মাথার উপর ছাতা আছে, তারপরও এই প্রচন্ড গরমে কাহিল হয়ে পড়তে হচ্ছে। তাই তাড়াতাড়ি বাসায় ফিরে যাচ্ছি। এছাড়া উপজেলার তিন নং সরুলিয়া ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বর তাসলিমা বেগম জানান,আজ কয়েকদিন বিশাল গরম পড়ছে,বাইরে বেরুতে মোটে ইচ্ছে করছে না। রোজা রাখতেও খুব কষ্ট হচ্ছে,বিশেষ করে দুপুরের পরে পানি পিপাসায় গলা শুকিয়ে আসছে। ইফতারি করার পর শরীর একদম কাহিল হয়ে পড়ে। এখনো কত দিন যে এই গরম থাকবে তা একমাত্র আল্লাহ ভালো জানেন। এই ধরনের আক্ষেপ গরমে ওষ্ঠাগত উপজেলার সকল মানুষের। অন্যদিকে শরীর জ্বলে যাওয়া এই গরমে ঝরে পড়ছে আমের গুটি ক্ষতি হচ্ছে মাছ ও সব্জি ফসলের। চাহিদা মত পানি উঠছে না নলকূপে,শুকিয়ে গেছে অধিকাংশ পুকুর,ডোবা ও খাল-বিলের পানি। যারই প্রেক্ষিতে গত কয়েক মাস যাবৎ রান্না-খাওয়ার পানি সংগ্রহের জন্য। গ্রামীণ এই জনপদের ঘরোয়া মহিলাদের যেতে হচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বলে জানা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সাতক্ষীরায় তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস চলছিল বলে গুগল সূত্রে প্রকাশ।
এমএসএম / এমএসএম

মেহেরপুরে রেমিট্যান্স যোদ্ধা দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান

বড়লেখায় দিনদুপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ২, টাকা ও মোবাইল ফোন উদ্ধার

কুতুবদিয়ায় সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত মরদেহটি সনাক্ত হয়েছে

সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রোধ করলেন সাব রেজিস্ট্রার

দাউদকান্দিতে খাল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

হাতিয়ায় নদী ভাঙ্গনের কবলে দুটি বিদ্যালয়, রক্ষার দাবি শিক্ষক-শিক্ষার্থীদের

রাণীনগরে চাকু ধরে ব্যবসায়ীর ৫লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

কক্সবাজারে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, প্রাণ গেল চারজনের

মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছধরা উন্মুক্ত

বন রক্ষায় বন বিভাগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে; পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

সিংড়ায় অজ্ঞাত লাশের রহস্য উদঘাটন, র্যাবের অভিযানে গ্রেফতার ২

হাটহাজারীতে সালিশি বৈঠকে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা অভিযোগ ; আটক ২
