ঢাকা বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ঈদকে সামনে রেখে তালার ব্যবসায়ী সিন্ডিকেট বেপরোয়া


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৫-৪-২০২৩ দুপুর ৪:৯

সাতক্ষীরার তালায় পবিত্র মাহে রমজান মাস শুরু থেকেই নানান অজুহতে। মাছ মাংস ডিম সবজি সহ নিত্য পুণ্যের মূল্য বেড়েই চলেছে। সম্প্রতি সরকারের শুভ হস্তক্ষেপে বাজার মূল্য কিছুটা নিয়ন্ত্রণে আসলেও।

সম্প্রতি আবারও সব ধরনের মুরগির দাম বেড়েছে প্রায় দ্বিগুন। ফলে এখানকার ক্রেতা সাধারণ হয়ে পড়েছেন দিশেহারা। তবে এ সকল গৃহপালিত প্রাণী পালনের ক্ষেত্রে খাবার ও ওষুধের দাম বৃদ্ধি পাওয়ায়। এসব পণ্যের দাম বেড়েছে বলে জানা যায়। খোঁজ নিয়ে জানা যায়,উপজেলার হাট-বাজার গুলোতে কিছুদিন আগেও ডিম,মাছ-মাংসের দাম ছিল কিছুটা সহনীয় পর্যায়ে। যা বর্তমানে আবারো লাগামহীন ভাবে মূল্য বেড়ে হয়েছে প্রায় দ্বিগুণ। ফলে একদিকে সংসার অন্যদিকে আসন্ন ঈদ। যে কারণে বেশি সমস্যায় পড়ে গেছেন এখানকার শ্রমজীবী দরিদ্র ক্রেতা সাধারনেররা।

এদিকে আগত ঈদকে সামনে  রেখে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট কর্তৃক। বাড়ানো হয়েছে আলু পেঁয়াজ রসুন ঝাল বা কাঁচা তরিতরকারি ও মাছ-মাংস-সহ সকল নিত্য পণ্যের দাম । আজ এক দাম তো কাল আরেক দাম,এমন পরিস্থিতিতে এখানকার ভোক্তা সাধারণেরা পড়ে গেছেন চরম বিপাকে বলে অভিযোগ উঠেছে। যা উপজেলার হাট বাজার গুলোতে  বর্তমানে এক কেজি ব্রয়লার ও সোনালী মুরগির মাংস বিক্রি হচ্ছে ২ শত ৮০ টাকায়। দেশি ও কয়লার (প্যারিস) জাতের মুরগির কেজি ৪ থেকে ৫ শত টাকা ও গরুর মাংস বিক্রি হচ্ছে ৮ শত টাকা কেজি দরে।

এবং খুচরা বাজারে ডিম বিক্রি হচ্ছে প্রতিটি  ১২ টাকা দরে। গতকাল মুরগি ক্রেতা  উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের ফারুক হোসেন সরদার (৩০) জানান,প্রায়  মাস খানেক আগেও ১কেজি পোল্টি মুরগির মাংসের দাম ছিল ১শত ৮০  টাকা। আজকে কিনলাম ২শত ৮০ টাকা কেজি। বাজারে জিনিসপত্রের যা দাম তা বাজার করার জন্য বাড়ি থেকে হিসেব করে টাকা আনার পর। বাজারে আসলে সে হিসাব মিলছে না। একই উপজেলার চৌগাছা গ্রামের আরেক ক্রেতা শেখ মঞ্জুর হাসান চঞ্চল (৩৫) দৈনিক সকালের সময় কে জানান,বাজারের মালামালের দাম যাই হোক, ফল ফলাদি থেকে শুরু করে প্রায় সব মালে ভেজাল। প্রচন্ড এই গরমে খামারেই অনেক মুরগি মরে যাই। কখনো শুনেছেন না দেখেছেন যে কোন ব্যবসায়ী একটা মরা মুরগি কোথাও ফেলে দিয়েছে। যে কারণে এখন ব্যবসায়ীদের জবাই করে রাখা মুরগির মাংশ কিনতে ভয় হয়। এ ধরনের অভিযোগ এখানকার বহু ভোক্তা সাধারনের বলে জানা যায়। এদিকে নাম প্রকাশ না করার শর্তে ষাটর্দ্ধো বয়সের চাল ক্রেতা জানান,৫০ টাকা কেজির নিচে এখনো কোনদিন মোটা চাল কিনতে পারিনি। বস্তা বস্তা কিনতে পারলে মনে হয় একটু কমে কেনা যেত। শুধু চাল কেন বাজারের প্রায় সব মালের দাম বেশি।এই মালামালের দাম বাড়ার বিষয়টি দেখার কেউ নেই না কি ? উপজেলার পাটকেলঘাটা বাজারের পোল্ট্রি ব্যবসায়ী মফিজুল ইসলাম (৩৫ ) বলেন,আমাদের যেমন কেনা তেমন বিক্রি। খামারিরা মুরগির দাম বাড়ালে আমাদের আর কি করার আছে। আমরাও চাই মুরগির দাম আগের মত হোক। এদিন তথ্য সংগ্রহকালে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছেন, তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড (নির্বাহী ম্যাজিস্ট্রেট)না থাকার কারণে এখানকার বাজারের ব্যবসায়ীরা বেশি বেপরোয়া হয়ে উঠেছে। তবে উপজেলা  সহকারী কর্মকর্তা ভূমি(কলারোয়া) কর্মকর্তা পাটকেলঘাটায় অবস্থিত তালা উপজেলা ভূমি অফিসে। ভারপ্রাপ্ত হিসেবে সপ্তাহে দুই দিন দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে। সব মিলিয়ে আগত ঈদে নিত্য পণ্যের মূল্য সহণীয় পর্যায়ে রাখতে। সংশ্লিষ্ট উদ্ধর্তন কর্তৃপক্ষের আশু সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। 

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আত্রাইয়ে লেডিস ক্লাবের উদ্যোগে বেদে ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ

‎নবাবগঞ্জে রাতের আঁধারে সানজিদা আক্তার নামে এক নারীর উপর হামলা