ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

অবশেষে প্রকৃতির করুণা, তালাবাসীর কিছুটা স্বস্তি


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ১৯-৪-২০২৩ দুপুর ৩:৫০

সাতক্ষীরা তালা উপজেলায় গরম মৌসুমের শুরুতেই প্রচন্ড দাবদাহে ও সেই সাথে বিদ্যুতের ঘন ঘন যাওয়া-আসায়। গত কয়েকদিন যাবত এখানকার জনজীবন একেবারে অতিষ্ঠ হয়েছে উঠেছিল। ফলে চলমান রেকর্ড তাপদাহে বেশি সমস্যায় পড়েছেন,উপজেলার হাজার হাজার রোজাদার ব্যক্তি ও শ্রমজীবী মানুষেরা । গরম সহ্য করতে না পেরে একটু স্বস্তির আশায়। প্রধানত গ্রামের মানুষেরা বাড়ি-ঘর ছেড়ে গাছ তলায় আশ্রয় নেওয়ার বিষয়টি দেখা যায়। এদিকে প্রচন্ড গরমে এই এলাকার বহু শিশু--কিশোরদের মাঝে জ্বর,সর্দি-কাশি ও ডায়রিয়া জনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। একই সাথে সন্ধার পরে বিদ্যুৎ না থাকায় আগত ঈদ উল ফিতর উপলক্ষে। এখানকার সকল  ব্যবসায়ীদের বেচা-বিক্রিতে দারুণ বিঘ্ন ঘটছে বলে জানা যায়। তবে হাট বাজার কেন্দ্রিক লোডশেডিং কিছুটা কম থাকলেও। গ্রাম ভিত্তিক লোডশেডিং এর মাত্রা মারাত্মক আকার ধারণ করে। তবে অবশেষে ২/৩ দিন আগে থেকে প্রকৃতির করুনায় হৃদয় জুড়ানো বাতাস,ও একই সাথে গতকাল রাত থেকে বিদ্যুতের শুভ লক্ষনে। এখানকার জনজীবনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক চল্লিশউর্দ্ধ বয়সের এক ব্যক্তি জাতীয় দৈনিক সকালের সময়কে জানান, বিদ্যুৎ এর বিষয়ে গ্রাহকরা শত ফোন করেও কোন লাভ হয় না। কারন বিদ্যুৎ আসা-যাওয়ার বিষয়টি একমাত্র কর্তৃপক্ষের নিজস্ব ব্যাপার। তাছাড়া ভুক্তভোগী গ্রাহকরা ফোন করেও করবে কি ? কোন সমস্যার কারণে ফোন করতে করতে নিজের মোবাইলে চার্জ ফুরিয়ে গেলেও।পল্লী বিদ্যুৎ অফিসের ফোন রিসিভ হবার বিষয়টি খুবই বিরল বলে অভিযোগ রয়েছে। তবে সংশ্লিষ্ট একটি সূত্রে জানা যায়, গ্রাহকরা ফোন করলেও অনেক ক্ষেত্রে সাথে সাথে সংযোগ পাওয়ার কথা না। কারণ দেড় লাখ গ্রাহকের জন্য একটি মাত্র নাম্বার। অন্যদিকে,সম্প্রতি ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিং এর বিষয়ে বর্তমান সময়ের খুবই জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলছে নানান মন্তব্য। যেমন তালা উপজেলারই একজন বাসিন্দা,আল মামুন গোলদার নামক তার ফেসবুক আইডিতে বিদ্যুৎ লোডশেডিং কমাতে। দেশের সকল এসি বন্ধ রাখার ব্যাপারে প্রধানমন্ত্রীর নিকট বিশেষ অনুরোধ জানিয়ে একটি পোস্ট দিয়েছেন। শুধু তালা উপজেলা নয়,সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলায়ও বিদ্যুৎ লোডশেডিং ভয়াবহ আকার ধারণ করেছে। যে ঘটনায় সাতক্ষীরার মানবাধিকার কর্মী ও সাংবাদিক লাভলু শেখ নামক একটি ফেসবুক আইডিতে। ০১৭৬৯ ৪০১৮২৬ কালিগঞ্জ জোনাল অফিস । যোগাযোগ করুন, বিদ্যুৎ অফিসের এ জি এম সাহেব এর সাথে, সমস্যার সমাধান হবে। এমন একটি পোষ্ট লক্ষ্য করা গেছে । যা এ রিপোর্ট লেখা পর্যন্ত কাজী সোহেল,আব্দুর রব ও এস,কে রাশিদুল ইসলাম সহ বেশ কিছু ব্যক্তি। পোষ্টটির কমেন্ট বক্সে বিদ্যুৎ লোডশেডিং সংক্রান্ত নানান মন্তব্য করার বিষয়টি লক্ষ্য করা গেছে। একই সাথে ওই ফেসবুক আইডিতে বিদ্যুৎ লোডশেডিং সংক্রান্ত। একাধিক পোষ্ট দেওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। এদিকে দেশে চলমান বিদ্যুৎ লোডশেডিং এর ব্যাপারে সম্প্রতি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আর ই বি ঢাকা কর্তৃক। যুক্তিযুক্ত বক্তব্য সম্বলিত এক চিঠিতে উল্লেখ করা হয়েছে। একদিকে চলমান গ্রীষ্ম মৌসুম ও রোজার কারণে বিদ্যুৎ চাহিদা বেড়ে গেছে। অন্যদিকে বেশ কিছু সমস্যার কারণে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। যে সমস্যা দ্রুত সমাধান হয়ে যাবে বলে প্রাপ্ত তথ্যে জানা যায়। এদিকে তালা উপজেলার পাটকেলঘাটায় অবস্থিত,সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জিয়াউর রহমান জানান,২২ রমজান পর্যন্ত গ্রাহকদের আমরা প্রায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার ব্যবস্থা করেছি। এরপর মাত্র কয়েকটা দিন বিদ্যুতের কিছুটা ঘাটতি থাকার কারণে একটু সমস্যা দেখা দিয়েছিল। যদিও এখানকার চাহিদা হিসেবে গতকাল পর্যন্ত ১০% ঘাটতি ছিল,আবার মাঝে মধ্যে মোটেও ঘাটতি ছিল না। সবমিলিয়ে বিদ্যুৎ ক্যাপাসিটি এখন মোটামুটি ভালো বলে তিনি জানিয়েছেন।   

এমএসএম / এমএসএম

মির্জা ফখরুলকে নিয়ে কন্যার হৃদয়স্পর্শী পোস্ট

পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়নের বিরুদ্ধে তৃণমূলের তীব্র ক্ষোভে উত্তাল নেছারাবাদ উপজেলা

কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর সমর্থনে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ

ধামইরহাটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিশুদেরকে কোরআনের ছবক প্রদান

আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর ডোবার থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

পাবনায় রেজিস্টারদের প্রাণনাশের হুমকি! সেই শাহীনসহ ৬ দলিল লেখকের সনদ বাতিল

হালদা নদী থেকে বালুভর্তি ড্রেজার জব্দ, চালককে জরিমানা

‎শাল্লার কুশিয়ারা নদীতে অবৈধ ড্রেজার মেশিনের তান্ডব,নদীভাঙনের মুখে শত শত ঘরবাড়ি

বগুড়ার শেরপুরে মটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

গ্রাম আদালতকে আরও গতিশীল করতে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের চেষ্টা চলবে-নেত্রকোনায় দেলাওয়ার হোসেন আজিজী

চট্টগ্রামের ৫টি আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলে ক্ষোভ

কটিয়াদীতে পুকুরের পানিতে দুই বছরের শিশুর মৃত্যু