মধুখালীতে মথুরাপুর স্কুল শিক্ষক ও দপ্তরির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ফরিদপুরের মধুখালীতে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে রেখে টাকা দাবি ও কোচিং বানিজ্য বন্ধে সংবাদ সম্মেলন করেছে এক শিক্ষার্থীর পরিবার। ভুক্তভোগী শিক্ষার্থী সাদিয়া উপজেলার মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার সকালে গাজনা ইউনিয়নের মধুরাপুর গ্রামে শিক্ষার্থীর নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর চাচাতে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আশিকুজ্জামান হৃদয় লিখিত বক্তব্য পাঠ করে বলেন, আমার বোন সাদিয়া মথুরাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী। বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বাধ্যতামূলক কোচিং বানিজ্যের ব্যবস্থা করা হয়। যেখানে শিক্ষার্থীরা উপস্থিত না থাকলে জরিমানার ব্যবস্থা করে স্কুল কর্তৃপক্ষ। আমার বোন অসুস্থতার কারনে এক সপ্তাহ কোচিংয়ে অনুপস্থিত থাকায় ৬০০ টাকা জরিমানা করে এবং টাকা পরিশোধ না করলে আসন্ন এসএসসি পরীক্ষার্থীর প্রবেশ পত্র ও রেজিষ্ট্রেশন কার্ড আটকে রাখবে বলে হুমকি প্রদান করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন। সাদিয়া বিষয়টি বাড়িতে এসে খুলে বললে আমি, সাদিয়া এবং বীনা বেগম, মোঃ হাচান বিশ্বাস ( শিক্ষার্থীর মাতা ও পিতা), ২৫/০৪/২৩ মঙ্গলবার সেখানে উপস্থিত হয়ে বাধ্যতামূলক কোচিং বানিজ্যের প্রতিবাদ ও জরিমানা দিতে অপরাগতা প্রকাশ করলে বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফারুক হোসেন আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং স্কুলের দপ্তরী মোঃ আবু বকর সিকদার ও সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেনের ভাতিজা মোঃ তাজ মোল্যা সহ কয়েকজন আমাকে কিল ঘুষি মেরে শার্ট ছিরে আমার চাচীকে অপমান করে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে দেখে নেয়ার কথাও বলছেন বিদ্যালয়ের শিক্ষকরা। বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শুকুমার চক্রবর্তী দাড়িয়ে থেকে দেখে নিরব ভূমিকা পালন করেন।
পররর্তীতে বাধ্যতামূলক কোচিং বানিজ্য ও জরিমানা না দিলে আমার বোনের এসএসসি পরীক্ষার প্রবেশপত্র আটকে রাখার প্রতিবাদে আমি বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহি অফিসার বরাবর ঘটনার দিন মঙ্গলবারে লিখিত অভিযোগ দায়ের করি এবং আমাকে ও আমার পরিবারের সদস্যদের উপর স্কুল কর্তৃক হামলার প্রতিবাদে স্কুলের সহকারী প্রধান শিক্ষক ফারুক হোসেন, দপ্তরী মোঃ আবু বকর শিকদার, ও তাজ মোল্যার নামে একই দিনে মধুখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীর পরিবার দাবি করেন সারাদেশে সরকার কোচিং বানিজ্য বন্ধ করার ঘোষনা করলেও উপজেলা বিভিন্ন স্কুলে কোচিং বানিজ্য চালু রয়েছে। যা আমাদের মত অনেক গরীব পরিবারের উপর অতিরিক্ত অর্থের বোঝা।
শিক্ষার্থীদের ব্যবহারিক খাতা স্বাক্ষর করানো বাবদ অতিরিক্ত ৫০ টাকা করে না দিলে ব্যবহারিক খাতায় শিক্ষকেরা স্বাক্ষর করছেন না। এমনকি বিদ্যালয়ে নির্দিষ্ট সাবজেক্টের শিক্ষক দারা শিক্ষার্থীদের তাদের কাছে প্রাইভেট না পড়লে পরীক্ষার ফলাফল খারাপ করানো কথা বলে প্রাইভেট পড়ানোর জন্য জোর করা হয় বলেও অভিযোগ করেন অভিযুক্ত পরিবার।
এমএসএম / এমএসএম
হাদি’র হত্যার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল
শেরপুরে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: পাঁচ ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ, জরিমানা ১৭ লাখ টাকা
চাঁদপুরে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট শুরু
রাঙ্গামাটিতে বিএনপি প্রার্থী দীপেন দেওয়ানের মনোনয়নপত্র সংগ্রহ
ওসমান হাদির মৃত্যুতে গোবিপ্রবি উপাচার্যের শোক
রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়
টিকটক ভিডিওকে কেন্দ্র করে গৃহবধূকে হত্যা, স্বামী আটক
হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম, মামলা দায়ের
সাতগাঁও হাইওয়ে থানা বাৎসরিক পরিদর্শন করেন সিলেট রিজিয়ন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম
পটুয়াখালীর গলাচিপায় ভুয়া চিকিৎসক আটক
কুমিল্লায় তিন বাস টার্মিনালে কর্মবিরতি ৪০ সড়কে যাত্রীদের ভোগান্তি
স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মাগুরা-২ আসনের সাবেক এমপির কাজী সালিমুল হক কামাল
তানোরে বাড়তি দামে সার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা
Link Copied