পাবনায় মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা

পাবনা সদর উপজেলার পুষ্পপাড়া কামিল মাদ্রাসার এক শিক্ষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মাওলানা সাদেক আলী প্রামাণিক গয়েশপুর ইউনিয়নের রথখোলা গ্রাামের তোরাব আলী প্রামাণিকের ছেলে ও পুষ্পপাড়া কামিল মাদরাসার শিক্ষক ছিলেন গয়েশপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির
স্থানীয়রা জানান, গত বুধবার (২৬ এপ্রিল) সকালে অভিযুক্ত রবিউল ইসলামের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন মাওলানা সাদেক আলী প্রামাণিক। এ সময় রবিউল রামদা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে সাদেককে। এ সময় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৭টায় তিনি মারা যান।
পাবনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, গত বুধবার বাড়ির সামনে বসে ছিলেন রবিউল। নিহত সাদেক আলী প্রামাণিক তার সামনে দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাকে কুপিয়ে গুরুতর জখম করে রবিউল। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতাল পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনার দিনই অভিযুক্ত রবিউলকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরিক্রমায় রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কীনা তা থতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের এ কর্মকর্তা যোগ করেন।
একমাত্র অভিযুক্ত রবিউল ইসলাম একই গ্রামের তমিজ উদ্দিন প্রামাণিকের ছেলে। রবিউল সম্পর্কে নিহত সাদেক আলী প্রামাণিকের চাচাতো ভাইয়ের ছেলে।
নিহত সাদেকের স্ত্রী নুরুন্নাহার বেগম রবিউলকে একমাত্র আসামী করে পাবনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও ওসি জানান।
এমএসএম / এমএসএম

পরিবেশের ভারসাম্য রক্ষায় নওগাঁয় বৃক্ষরোপণ

কুড়িগ্রামে ৬১৪ বস্তা নকল সার ধ্বংস

শাহজাদপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতি'র নেতৃবৃন্দের সাথে প্রফেসর ড. এমএ মুহিতের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাতিয়ায় বিএনপিররাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি পথসভা ও লিফলেট বিতরণ

কুড়িগ্রামে ৬১৪ বস্তা নকল সার ধ্বংস

বড়লেখা উপজেলায় এইচএসসিতে শীর্ষে এম. মুন্তাজিম আলী মহাবিদ্যালয়

গুরুদাসপুরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চট্টগ্রাম ইপিজেডে একটি কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট

ঝিনাইদহে সাড়ে পাঁচ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মুরাদনগরে এইচএসসি পাশের হার ৩৯%

দুর্নীতিগ্রস্থ ব্যক্তিই দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য; ইউএনও'র দিকে দুদকের তীর

সাংবাদিকের সাথে অসাদাচরন করা লালমাই উপজেলার সেই সহকারী প্রকৌশলীকে অবশেষে বদলি
